Good Moisturiser: ত্বকের জন্য সবচেয়ে ভাল ময়েশ্চারাইজারে কী কী উপকরণ থাকা উচিত, দেখুন ছবিতে…
TV9 Bangla Digital | Edited By: দীপ্তা দাস
Sep 19, 2021 | 6:20 PM
ত্বক পরিস্কার ও উজ্জ্বল রাখার জন্য পুরনো পদ্ধতি অচল, তা বাবা কিন্তু একেবারেই ভুল। কারণ এখনও বাজারচলতি পণ্যের থেকে ঘরোয়া উপকরণের উপরই বেশি ভরসা রয়েছে সেলেব থেকে সাধারণ মানুষের।
1 / 7
প্রাকৃ্তিক ভাবে ত্বকের দেখভালের জন্য ত্বক পরিস্কার করা, ময়েশ্চারাইজড করা প্রয়োজন। কিন্তু নামী-দামি পণ্যের থেকে ঘরোয়া উপকরণের মাধ্যমেই ত্বককে ময়েশ্চারাইজ করুন।
2 / 7
একটি ভাল ময়েশ্চারাইজার, যেটি ত্বকের জন্য ব্য়বহার করবেন, তাতে অবশ্যই ইমোলিয়েন্টস, হিউমেকাট্যান্টসের সংমিশ্রণের অবস্থান থাকবে।
3 / 7
গ্লিসারিন: ত্বককে ময়েশ্চারাইজ করার জন্য গ্লিসারিন অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি উপকরণ। ত্বককে হাইড্রেট করতে ও শুষ্কতা দূর করতে এর কোনও বিকল্প নেই। ব্যাকটেরিয়া ও জ্বালাভাব-চুলকানি থেকেও মুক্তি মেলে এর সাহায্যে।
4 / 7
হায়ালুরোনিক অ্যাসিড: এটি সাধারণত সিরাম হিসেবে ব্যবহার করা হয়। ত্বকের তারুণ্য বজায় রাখতে, হাইড্রেট করতে ও সূর্যের অতিবেগুনি রশ্মি থেকে ত্বককে রক্ষা করে।
5 / 7
পেট্রোলিয়াম: ত্বককে যেকোনও সমস্যা থেকে রক্ষা করতে ও হাইড্রেট বজায় রাখতে সাহায্য করে।
6 / 7
শিয়া বাটার: এর থেকে ভাল কোনও ময়েশ্চারাইজার হয় না। ত্বকের আর্দ্রতা বজায় রাখতে , শুষ্কতা দূর করতে, জ্বালাভাব দূর করচতে ও ব্রণর প্রবণতা হ্রাস করাতে সাহায্য করে।
7 / 7
জিরো পারফিউম- বাজার চলতি পণ্য কেনার সময় অবশ্যই দেখে নেমেন তাতে সুগন্ধি বা এসেনশিয়াল তেল রয়েছে কিনা। দীর্ঘমেয়াদী ত্বকের সুস্থতার জন্য সুগন্ধি-মুক্ত লোশন বেছে নিন।