David Beckham: কাতারে যে হোটেলে রাত্রিযাপন করেছেন বেকহ্যাম, তার খরচ শুনলে চোখ উঠবে কপালে

TV9 Bangla Digital | Edited By: সঙ্ঘমিত্রা চক্রবর্ত্তী

Nov 30, 2022 | 7:30 AM

কাতরে চলতি বিশ্বকাপ দেখতে হাজির হয়েছে ইংল্যান্ডের প্রাক্তন অধিনায়ক ডেভিড বেকহ্যাম। গত সপ্তাহে বেকহ্যাম যে বিলাসবহুল হোটেলে ছিলেন, সেখানে এক রাত কাটানোর খরচ শুনলে আপনার চোখ কপালে উঠতে বাধ্য।

1 / 5
কাতরে চলতি বিশ্বকাপ (FIFA World Cup 2022) দেখতে হাজির হয়েছে ইংল্যান্ডের প্রাক্তন অধিনায়ক ডেভিড বেকহ্যাম (David Beckham)। গত সপ্তাহে বেকহ্যাম যে বিলাস বহুল হোটেলে ছিলেন, সেখানে এক রাত কাটানোর খরচ শুনলে আপনার চোখ কপালে উঠতে বাধ্য।  (Credit: Twitter)

কাতরে চলতি বিশ্বকাপ (FIFA World Cup 2022) দেখতে হাজির হয়েছে ইংল্যান্ডের প্রাক্তন অধিনায়ক ডেভিড বেকহ্যাম (David Beckham)। গত সপ্তাহে বেকহ্যাম যে বিলাস বহুল হোটেলে ছিলেন, সেখানে এক রাত কাটানোর খরচ শুনলে আপনার চোখ কপালে উঠতে বাধ্য। (Credit: Twitter)

2 / 5
কাতারে ওরিয়েন্টাল মান্দারিয়ান নামের এক বিলাস বহুল হোটেলে ছিলেন ডেভিড বেকহ্যাম। সেই হোটেলের টপ ফ্লোরে বারাহা ভিউ নামেক এক বিশেষ সুইটে থাকছিলেন বেকহ্যাম। রাতে থাকার জন্য বিলাস বহুল হোটেলের যে সুইট নিয়েছিলেন বেকহ্যাম, তাতে এক রাতের খরচ ২০ হাজার ইউরো। ভারতীয় মুদ্রায় যা ১৯ লক্ষ ৫৯ হাজার টাকা। (Credit: Oriental Mandarin hotel)

কাতারে ওরিয়েন্টাল মান্দারিয়ান নামের এক বিলাস বহুল হোটেলে ছিলেন ডেভিড বেকহ্যাম। সেই হোটেলের টপ ফ্লোরে বারাহা ভিউ নামেক এক বিশেষ সুইটে থাকছিলেন বেকহ্যাম। রাতে থাকার জন্য বিলাস বহুল হোটেলের যে সুইট নিয়েছিলেন বেকহ্যাম, তাতে এক রাতের খরচ ২০ হাজার ইউরো। ভারতীয় মুদ্রায় যা ১৯ লক্ষ ৫৯ হাজার টাকা। (Credit: Oriental Mandarin hotel)

3 / 5
ওরিয়েন্টাল মান্দারিয়ান হোটেলের লাক্সারি সুইটে রুফটপ ভিউ দেখতে অসাধারণ। বেকহ্যাম সেখানে প্রায় এক সপ্তাহ কাটিয়েছেন। (Credit: Oriental Mandarin hotel)

ওরিয়েন্টাল মান্দারিয়ান হোটেলের লাক্সারি সুইটে রুফটপ ভিউ দেখতে অসাধারণ। বেকহ্যাম সেখানে প্রায় এক সপ্তাহ কাটিয়েছেন। (Credit: Oriental Mandarin hotel)

4 / 5
এক ব্রিটিশ সংবাদ মাধ্যমের সূত্রের খবর অনুযায়ী, ডেভিড বেকহ্যাম কাতারের কোন হোটেলে থাকছেন, সেটি জনসমক্ষে চলে আসার ফলে, গত সপ্তাহের শেষে তিনি সেই হোটেল ছেড়ে দিয়েছেন। (Credit: Oriental Mandarin hotel)

এক ব্রিটিশ সংবাদ মাধ্যমের সূত্রের খবর অনুযায়ী, ডেভিড বেকহ্যাম কাতারের কোন হোটেলে থাকছেন, সেটি জনসমক্ষে চলে আসার ফলে, গত সপ্তাহের শেষে তিনি সেই হোটেল ছেড়ে দিয়েছেন। (Credit: Oriental Mandarin hotel)

5 / 5
 ডেভিড বেকহ্যাম কাতারে যে বিলাস বহুল হোটেলে থেকে বিশ্বকাপের ম্যাচ দেখতে যেতেন, সেই হোটেলে তাঁর লাক্সারি সুইটে রয়েছে এক বিরাট ডাইনিং এরিয়া, প্রাইভেট পুল এবং জিমও। (Credit: Oriental Mandarin hotel)

ডেভিড বেকহ্যাম কাতারে যে বিলাস বহুল হোটেলে থেকে বিশ্বকাপের ম্যাচ দেখতে যেতেন, সেই হোটেলে তাঁর লাক্সারি সুইটে রয়েছে এক বিরাট ডাইনিং এরিয়া, প্রাইভেট পুল এবং জিমও। (Credit: Oriental Mandarin hotel)

Next Photo Gallery