AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

অন্য রাজ্যে এবার সহজেই গাড়ি নিয়ে যেতে পারবেন, সহজ রেজিস্ট্রেশন পদ্ধতি ঘোষণা কেন্দ্রের

BH-Series: সেপ্টেম্বরের দ্বিতীয় সপ্তাহ অর্থাৎ ১৫ সেপ্টেম্বর ২০২১ থেকে এই আইন বলবৎ হবে।

| Edited By: | Updated on: Aug 28, 2021 | 2:43 PM
Share
এক রাজ্য থেকে অন্য রাজ্যে গাড়ি নিয়ে গিয়ে ব্যবহারের ক্ষেত্রে নিয়মের সরলীকরণ হতে চলেছে। এবার ভিন রাজ্যে রি-রেজিস্ট্রেশন হবে আরও সহজ। ১২ মাসের বেশি গাড়ি রাখার জন্য নতুন গাড়ির ক্ষেত্রে 'ভারত সিরিজ' (BH-Series) নামে রেজিস্ট্রেশন মার্ক শুরু করতে চলেছে ভারত সরকার। যে গাড়িকে ' BH' চিহ্নিত করা থাকবে, তাকে আর নতুন করে রেজিস্ট্রেশন করাতে হবে না। অর্থাৎ মোটর ভেহিকেলের নিয়মের পরিবর্তন আসতে চলেছে। শনিবার এমনই ঘোষণা করল কেন্দ্রীয় সড়ক এবং পরিবহন মন্ত্রক।

এক রাজ্য থেকে অন্য রাজ্যে গাড়ি নিয়ে গিয়ে ব্যবহারের ক্ষেত্রে নিয়মের সরলীকরণ হতে চলেছে। এবার ভিন রাজ্যে রি-রেজিস্ট্রেশন হবে আরও সহজ। ১২ মাসের বেশি গাড়ি রাখার জন্য নতুন গাড়ির ক্ষেত্রে 'ভারত সিরিজ' (BH-Series) নামে রেজিস্ট্রেশন মার্ক শুরু করতে চলেছে ভারত সরকার। যে গাড়িকে ' BH' চিহ্নিত করা থাকবে, তাকে আর নতুন করে রেজিস্ট্রেশন করাতে হবে না। অর্থাৎ মোটর ভেহিকেলের নিয়মের পরিবর্তন আসতে চলেছে। শনিবার এমনই ঘোষণা করল কেন্দ্রীয় সড়ক এবং পরিবহন মন্ত্রক।

1 / 5
যারা ভিন রাজ্যে কর্মসূত্রে থাকেন, মূলত তাঁদের কথা মাথায় রেখেই বিশেষ এই সুবিধার কথা ঘোষণা করল কেন্দ্রীয় সড়ক ও পরিবহন মন্ত্রক। শনিবার জানানো হয়েছে, সরকারি বেসরকারি সব ক্ষেত্রের জন্যই এই নিয়ম কার্যকর হবে। দ্য মোটর ভেহিক্যাল রুলস ২০২১ আগামী মাস থেকেই কার্যকর হয়ে যাবে। সেপ্টেম্বরের দ্বিতীয় সপ্তাহ অর্থাৎ ১৫ সেপ্টেম্বর ২০২১ থেকে এই আইন বলবৎ হবে। পোর্টালের মাধ্যমে বিএইচ সিরিজের রেজিস্ট্রেশন মার্ক করতে পারবেন গাড়ির মালিকরা।

যারা ভিন রাজ্যে কর্মসূত্রে থাকেন, মূলত তাঁদের কথা মাথায় রেখেই বিশেষ এই সুবিধার কথা ঘোষণা করল কেন্দ্রীয় সড়ক ও পরিবহন মন্ত্রক। শনিবার জানানো হয়েছে, সরকারি বেসরকারি সব ক্ষেত্রের জন্যই এই নিয়ম কার্যকর হবে। দ্য মোটর ভেহিক্যাল রুলস ২০২১ আগামী মাস থেকেই কার্যকর হয়ে যাবে। সেপ্টেম্বরের দ্বিতীয় সপ্তাহ অর্থাৎ ১৫ সেপ্টেম্বর ২০২১ থেকে এই আইন বলবৎ হবে। পোর্টালের মাধ্যমে বিএইচ সিরিজের রেজিস্ট্রেশন মার্ক করতে পারবেন গাড়ির মালিকরা।

2 / 5
কেন্দ্রীয় সড়ক এবং পরিবহন মন্ত্রক প্রকাশিত বিবৃতিতে বলা হয়েছে কেন্দ্র ও রাজ্যের সরকারি কর্মী, প্রতিরক্ষার সঙ্গে যুক্ত যাঁরা, যে সমস্ত বেসরকারি সংস্থার চার বা তার অধিক রাজ্যে শাখা দফতর রয়েছে তাঁরা এই সুবিধা পাবেন।

কেন্দ্রীয় সড়ক এবং পরিবহন মন্ত্রক প্রকাশিত বিবৃতিতে বলা হয়েছে কেন্দ্র ও রাজ্যের সরকারি কর্মী, প্রতিরক্ষার সঙ্গে যুক্ত যাঁরা, যে সমস্ত বেসরকারি সংস্থার চার বা তার অধিক রাজ্যে শাখা দফতর রয়েছে তাঁরা এই সুবিধা পাবেন।

3 / 5
এতদিন নিয়ম ছিল এক রাজ্য থেকে অন্য রাজ্যে কেউ যদি গাড়ি নিয়ে যান সে ক্ষেত্রে ১২ মাসের মধ্যে নতুন করে রেজিস্ট্রেশন করাতে হবে। অর্থাৎ রেজিস্ট্রেশন ছাড়া ভিন রাজ্যে গাড়ি নিয়ে এই সময়সীমার বেশি কারও থাকার অনুমতি দিত না কেন্দ্রীয় সড়ক এবং পরিবহন মন্ত্রক। 'ভারত সিরিজ' আরোহীদের সুবিধার কথা মাথায় রেখেই তৈরি করা হয়েছে।

এতদিন নিয়ম ছিল এক রাজ্য থেকে অন্য রাজ্যে কেউ যদি গাড়ি নিয়ে যান সে ক্ষেত্রে ১২ মাসের মধ্যে নতুন করে রেজিস্ট্রেশন করাতে হবে। অর্থাৎ রেজিস্ট্রেশন ছাড়া ভিন রাজ্যে গাড়ি নিয়ে এই সময়সীমার বেশি কারও থাকার অনুমতি দিত না কেন্দ্রীয় সড়ক এবং পরিবহন মন্ত্রক। 'ভারত সিরিজ' আরোহীদের সুবিধার কথা মাথায় রেখেই তৈরি করা হয়েছে।

4 / 5
নতুন গাড়ির ক্ষেতে এবার থেকে ভারত সিরিজ নামে রেজিস্ট্রেশন হবে। BH কোড দিয়ে রেজিস্ট্রেশন হবে। প্রতিরক্ষা ক্ষেত্রের কর্মী, সরকারি কর্মী, বেসরকারি ক্ষেত্রের কর্মী সবার জন্য থাকবে আলাদা আলাদা কোড নম্বর। এছাড়া যারা পুরনো গাড়ি ব্যবহার করে, তারাও সহজে রি-রেজিস্ট্রেশন করতে পারবে। এক রাজ্য থেকে অন্য রাজে প্রায়ই যাঁরা কাজের সূত্রে যান তাঁরা কেন্দ্রের এই ঘোষণায় দারুণ খুশি।

নতুন গাড়ির ক্ষেতে এবার থেকে ভারত সিরিজ নামে রেজিস্ট্রেশন হবে। BH কোড দিয়ে রেজিস্ট্রেশন হবে। প্রতিরক্ষা ক্ষেত্রের কর্মী, সরকারি কর্মী, বেসরকারি ক্ষেত্রের কর্মী সবার জন্য থাকবে আলাদা আলাদা কোড নম্বর। এছাড়া যারা পুরনো গাড়ি ব্যবহার করে, তারাও সহজে রি-রেজিস্ট্রেশন করতে পারবে। এক রাজ্য থেকে অন্য রাজে প্রায়ই যাঁরা কাজের সূত্রে যান তাঁরা কেন্দ্রের এই ঘোষণায় দারুণ খুশি।

5 / 5
প্রশান্ত বর্মণের বিরুদ্ধে বড় পদক্ষেপ বিধাননগর গোয়েন্দা শাখার, কী করল?
প্রশান্ত বর্মণের বিরুদ্ধে বড় পদক্ষেপ বিধাননগর গোয়েন্দা শাখার, কী করল?
লগ্নজিতা-হেনস্থা তদন্তে 'বাড়াবাড়ি' দেখছেন TMC-র হুমায়ুন, কী লিখলেন?
লগ্নজিতা-হেনস্থা তদন্তে 'বাড়াবাড়ি' দেখছেন TMC-র হুমায়ুন, কী লিখলেন?
ভারতীয় হাইকমিশনারকে তলব বাংলাদেশের, কারণ কী?
ভারতীয় হাইকমিশনারকে তলব বাংলাদেশের, কারণ কী?
করজোড়ে আবেদন করেছিলেন দীপু দাস, কর্ণপাত করেনি বাংলাদেশের পুলিশ
করজোড়ে আবেদন করেছিলেন দীপু দাস, কর্ণপাত করেনি বাংলাদেশের পুলিশ
১৫ ফেব্রুয়ারিই চিংড়িহাটা মেট্রোর বড়দিন, বড় নির্দেশ হাইকোর্টের
১৫ ফেব্রুয়ারিই চিংড়িহাটা মেট্রোর বড়দিন, বড় নির্দেশ হাইকোর্টের
স্বস্তি অর্জুনের, কেন হাইকোর্টে ছুটতে হল বিজেপি নেতাকে?
স্বস্তি অর্জুনের, কেন হাইকোর্টে ছুটতে হল বিজেপি নেতাকে?
নতুন দল গড়েই বড় ভবিষ্যদ্বাণী হুমায়ুনের, কী বললেন?
নতুন দল গড়েই বড় ভবিষ্যদ্বাণী হুমায়ুনের, কী বললেন?
এক দলে এতজন হুমায়ুন কবীর!
এক দলে এতজন হুমায়ুন কবীর!
'বাংলায় যেটা 'আ' হয় ইংরেজিতে সেটা AA হয়', কেন বানান শেখালেন মমতা
'বাংলায় যেটা 'আ' হয় ইংরেজিতে সেটা AA হয়', কেন বানান শেখালেন মমতা
দেখুন কীভাবে উড়ছে আইএস-এর পতাকা, এটা কি একদিনের প্ল্যান নাকি...?
দেখুন কীভাবে উড়ছে আইএস-এর পতাকা, এটা কি একদিনের প্ল্যান নাকি...?