TV9 Bangla Digital | Edited By: utsha hazra
Aug 09, 2021 | 8:52 AM
বর্তমান রাজনৈতিক পরিবেশে বহু আদিবাসী আমেরিকা থেকে কানাডা যাওয়ার চেষ্টায় আছেন। ট্রাম্প জিতে গেলে তাঁদের অনেকেই রাতারাতি আমেরিকা ছেড়ে চলে যাওয়ার পরিকল্পনাতেও ছিলেন।
আধুনিক যুগে রাজনৈতিক প্রেক্ষাপটে আদিবাসীরা অত্যন্ত উন্নত। কিন্তু, দুঃখের বিষয়, এঁদের এখনও বিদ্রূপ করা হয়। কখনও কখনও 'vanishing peoples' বলেও সম্বোধন করা হয়।
জাতিসংঘের বৈঠকে আদিবাসীদের তরফ থেকে বক্তব্য রাখা হচ্ছে। আদিবাসীদের জীবন ও সংস্কৃতির উন্নয়নের বিষয়ে আলোচনা হচ্ছে।
Free Land Encampment-নামের প্রতিবাদী মিছিলে সামিল হওয়া এক আদিবাসী। জমির অধিকারের দাবিতে ব্রাজিলের এক শহরে এই মিছিল করা হয়েছিল।
আদিবাসীদের সংখ্যা সারা পৃথিবীর সমষ্টিগত জনসংখ্যার ৫% এরও কম। আজকের দিনটিকে তাঁরা যাবতীয় উৎসবের মধ্যে দিয়ে প্রতিপালন করে থাকেন।
একটি ছবি যা প্রমাণ করে এঁরাও আমাদেরই মত মানুষ। দিনের পর দিন বিদ্রূপের শিকার হয়ে আসছেন এঁরা। করোনাকালে চরম ভোগান্তির মধ্যে কেটেছে এঁদের।
পরিস্থিতি কিছুটা বদলেছে। মানুষ ভালবাসতে পারছে, মানবিকতা সংঘবদ্ধ হয়েছে। আজকের দিনে, অনেক বেশি সংখ্যক যুবক যুবতীরা আদিবাসীদের উদ্দেশ্যে পালিত এই দিনে অংশগ্রহণ করছে।