iQOO-র এই 5G স্মার্টফোনে প্রায় 27 হাজারের বেশি টাকার ছাড়, কাজে লাগান এই উপায়

TV9 Bangla Digital

TV9 Bangla Digital | Edited By: Anwesa Biswas

Updated on: Mar 19, 2023 | 2:49 PM

iQOO 9 SE 5G Price: iQOO 9 SE ফোনটি আপনি অনেক টাকা ছাড়ে পেয়ে যাবেন। আপনি 40,000 টাকা দামের iQOO 9 SE ফোনটি মাত্র 30,990 টাকায় বাড়ি নিয়ে আসতে পারবেন।

Mar 19, 2023 | 2:49 PM
আপনি যদি একটি নতুন 5G স্মার্টফোন কেনার কথা ভেবে থাকেন, তাহলে আপনার জন্য় একটি সুখবর আছে। আপনার জন্য় এমন একটি 5G ফোনের খোঁজ আনা হয়েছে, যাতে দুর্দান্ত সব ফিচার রয়েছে। iQOO 9 SE ফোনটি আপনি অনেক টাকা ছাড়ে পেয়ে যাবেন। আপনি 40,000 টাকা দামের iQOO 9 SE ফোনটি মাত্র 30,990 টাকায় বাড়ি নিয়ে আসতে পারবেন।

আপনি যদি একটি নতুন 5G স্মার্টফোন কেনার কথা ভেবে থাকেন, তাহলে আপনার জন্য় একটি সুখবর আছে। আপনার জন্য় এমন একটি 5G ফোনের খোঁজ আনা হয়েছে, যাতে দুর্দান্ত সব ফিচার রয়েছে। iQOO 9 SE ফোনটি আপনি অনেক টাকা ছাড়ে পেয়ে যাবেন। আপনি 40,000 টাকা দামের iQOO 9 SE ফোনটি মাত্র 30,990 টাকায় বাড়ি নিয়ে আসতে পারবেন।

1 / 7
iQOO 9 SE 5G-তে কী অফার রয়েছে?  Amazon-এ iQOO 9 SE- তে 23% বাম্পার ডিসকাউন্ট দেওয়া হচ্ছে। অফারের পর ফোনটির দাম হবে মাত্র 30,999 টাকা। শুধু তাই নয়, ফোন কেনার সময় কিছু ব্যাঙ্ক অফারও পেয়ে যাবেন। আর সেই সুবিধার পরে আপনি ফোনটি আরও কমে কিনতে পারবেন।

iQOO 9 SE 5G-তে কী অফার রয়েছে? Amazon-এ iQOO 9 SE- তে 23% বাম্পার ডিসকাউন্ট দেওয়া হচ্ছে। অফারের পর ফোনটির দাম হবে মাত্র 30,999 টাকা। শুধু তাই নয়, ফোন কেনার সময় কিছু ব্যাঙ্ক অফারও পেয়ে যাবেন। আর সেই সুবিধার পরে আপনি ফোনটি আরও কমে কিনতে পারবেন।

2 / 7
 আবার আপনার যদি HDFC ক্রেডিট কার্ড থাকে, তবে আপনি সেই কার্ডটি দিয়েও ফোনটি কিনতে পারেন। এতেও একটি সুবিধা রয়েছে, তা হল কার্ডটি দিয়ে ফোনটি কিনলে আপনি 3,000 টাকার ইন্সট্য়ান্ট ছাড় পেয়ে যাবেন। ICICI ব্যাঙ্কের ক্রেডিট কার্ড সহ ফোনে 2,475 টাকা পর্যন্ত সাশ্রয় করতে পারবেন।

আবার আপনার যদি HDFC ক্রেডিট কার্ড থাকে, তবে আপনি সেই কার্ডটি দিয়েও ফোনটি কিনতে পারেন। এতেও একটি সুবিধা রয়েছে, তা হল কার্ডটি দিয়ে ফোনটি কিনলে আপনি 3,000 টাকার ইন্সট্য়ান্ট ছাড় পেয়ে যাবেন। ICICI ব্যাঙ্কের ক্রেডিট কার্ড সহ ফোনে 2,475 টাকা পর্যন্ত সাশ্রয় করতে পারবেন।

3 / 7
এক্সচেঞ্জ অফারে 18,050 টাকা ছাড় পেয়ে যাবেন। 5G স্মার্টফোনটি কেনার জন্য আরও একটি দুর্দান্ত অফার দেওয়া হচ্ছে। আপনি আপনার পুরনো স্মার্টফোন এক্সচেঞ্জ করেও এই স্মার্টফোনটি কিনতে পারেন। আপনার যদি একটি পুরনো ফোন থাকে, তাহলে আপনি এই অফারের অধীনে ফোনটির দাম আরও 18,050 টাকা কমাতে পারেন।

এক্সচেঞ্জ অফারে 18,050 টাকা ছাড় পেয়ে যাবেন। 5G স্মার্টফোনটি কেনার জন্য আরও একটি দুর্দান্ত অফার দেওয়া হচ্ছে। আপনি আপনার পুরনো স্মার্টফোন এক্সচেঞ্জ করেও এই স্মার্টফোনটি কিনতে পারেন। আপনার যদি একটি পুরনো ফোন থাকে, তাহলে আপনি এই অফারের অধীনে ফোনটির দাম আরও 18,050 টাকা কমাতে পারেন।

4 / 7
তবে এক্সচেঞ্জ অফারটি আপনার পুরনো ফোনের অবস্থার উপর নির্ভর করবে। আবার আপনি কতটা এক্সচেঞ্জ বোনাস পাবেন, তাও আপনার আগের ফোনের মডেলের উপর নির্ভর করবে। যদি আপনার ফোনের অবস্থা ভাল হয়, তাহলে আপনি 18,050 টাকার অতিরিক্ত ডিসকাউন্ট পেয়ে যাবেন।

তবে এক্সচেঞ্জ অফারটি আপনার পুরনো ফোনের অবস্থার উপর নির্ভর করবে। আবার আপনি কতটা এক্সচেঞ্জ বোনাস পাবেন, তাও আপনার আগের ফোনের মডেলের উপর নির্ভর করবে। যদি আপনার ফোনের অবস্থা ভাল হয়, তাহলে আপনি 18,050 টাকার অতিরিক্ত ডিসকাউন্ট পেয়ে যাবেন।

5 / 7
iQOO 9 SE-এর ফিচার ও স্পেশিফিকোশনের দিকে নজর রাখুন:  iQOO 9 SE-তে একটি 6.62-ইঞ্চি FHD + AMOLED ডিসপ্লে রয়েছে। ফোনের ডিসপ্লে 120Hz রিফ্রেশ রেট এবং 300Hz টাচ-স্যাম্পলিং রেট সাপোর্ট করে। এছাড়াও ফোনটিতে রয়েছে 4,500mAh ব্যাটারি এবং 120W ফাস্ট চার্জিং সাপোর্ট।

iQOO 9 SE-এর ফিচার ও স্পেশিফিকোশনের দিকে নজর রাখুন: iQOO 9 SE-তে একটি 6.62-ইঞ্চি FHD + AMOLED ডিসপ্লে রয়েছে। ফোনের ডিসপ্লে 120Hz রিফ্রেশ রেট এবং 300Hz টাচ-স্যাম্পলিং রেট সাপোর্ট করে। এছাড়াও ফোনটিতে রয়েছে 4,500mAh ব্যাটারি এবং 120W ফাস্ট চার্জিং সাপোর্ট।

6 / 7
iQOO 9 SE-তে Qualcomm Snapdragon 888 প্রসেসর দেওয়া হয়েছে। ফোনটিতে ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ রয়েছে। এর প্রাইমারি ক্যামেরা 48MP দেওয়া হয়েছে। এছাড়াও ফোনে একটি 13MP ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা পাওয়া যায়। সেলফির জন্য এই ফোনে একটি 16MP ক্যামেরাও রয়েছে।

iQOO 9 SE-তে Qualcomm Snapdragon 888 প্রসেসর দেওয়া হয়েছে। ফোনটিতে ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ রয়েছে। এর প্রাইমারি ক্যামেরা 48MP দেওয়া হয়েছে। এছাড়াও ফোনে একটি 13MP ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা পাওয়া যায়। সেলফির জন্য এই ফোনে একটি 16MP ক্যামেরাও রয়েছে।

7 / 7

Latest News Updates

Follow us on

Most Read Stories

Click on your DTH Provider to Add TV9 Bangla