iQoo Neo 6 লঞ্চ হতে চলেছে ভারতে, দাম কত হতে পারে দেখে নিন

TV9 Bangla Digital | Edited By: Sohini chakrabarty

May 12, 2022 | 10:37 PM

iQoo Neo 6: আইকিউওও নিও সিরিজের প্রথম ফোন হিসেবে আইকিউওও নিও ৬ লঞ্চ হতে চলেছে ভারতে। জেনে নিন দাম কত হতে পারে।

1 / 6
ভারতে লঞ্চ হতে চলেছে ভিভো সংস্থার সাব-ব্র্যান্ড আইকিউওও নিও ৬ ফোন। এই প্রথম আইকিউওও নিও সিরিজের কোনও ফোন লঞ্চ হবে ভারতে। গত মাসে চিনে লঞ্চ হয়েছে এই স্মার্টফোন।

ভারতে লঞ্চ হতে চলেছে ভিভো সংস্থার সাব-ব্র্যান্ড আইকিউওও নিও ৬ ফোন। এই প্রথম আইকিউওও নিও সিরিজের কোনও ফোন লঞ্চ হবে ভারতে। গত মাসে চিনে লঞ্চ হয়েছে এই স্মার্টফোন।

2 / 6
ভারতে আনুষ্ঠানিক ভাবে লঞ্চের আগে আইকিউওও নিও ৬ ফোনের দাম কত হতে পারে সেই সম্পর্কে আভাস পাওয়া গিয়েছে। টিপ্সটার মুকুল শর্মার কথায় এই ফোনের দাম ভারতে ৩০ থেকে ৩৫ হাজার টাকার মধ্যে হতে পারে।

ভারতে আনুষ্ঠানিক ভাবে লঞ্চের আগে আইকিউওও নিও ৬ ফোনের দাম কত হতে পারে সেই সম্পর্কে আভাস পাওয়া গিয়েছে। টিপ্সটার মুকুল শর্মার কথায় এই ফোনের দাম ভারতে ৩০ থেকে ৩৫ হাজার টাকার মধ্যে হতে পারে।

3 / 6
অনেকে বলছেন আইকিউওও নিও ৬ এসই ফোনের রিব্র্যান্ডেড ভার্সান হতে চলেছে ভারতে আসন্ন আইকিউওও নিও ৬ স্মার্টফোন। চিনে লঞ্চ হওয়া ফোনের থেকে ভারতীয় ভ্যারিয়েন্টের ফিচার আলাদা হবে বলেই শোনা গিয়েছে।

অনেকে বলছেন আইকিউওও নিও ৬ এসই ফোনের রিব্র্যান্ডেড ভার্সান হতে চলেছে ভারতে আসন্ন আইকিউওও নিও ৬ স্মার্টফোন। চিনে লঞ্চ হওয়া ফোনের থেকে ভারতীয় ভ্যারিয়েন্টের ফিচার আলাদা হবে বলেই শোনা গিয়েছে।

4 / 6
শোনা যাচ্ছে, আইকিউওও নিও ৬ ফোনের ভারতীয় ভ্যারিয়েন্টে থাকতে পারে স্ন্যাপড্রাগন ৮৭০ প্রসেসর। চিনে লঞ্চ হওয়া ফোনে স্ন্যাপড্রাগন ৮ জেন ১ চিপসেট ছিল।

শোনা যাচ্ছে, আইকিউওও নিও ৬ ফোনের ভারতীয় ভ্যারিয়েন্টে থাকতে পারে স্ন্যাপড্রাগন ৮৭০ প্রসেসর। চিনে লঞ্চ হওয়া ফোনে স্ন্যাপড্রাগন ৮ জেন ১ চিপসেট ছিল।

5 / 6
আইকিউওও নিও ৬ ফোনে ৮০ ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট থাকার সম্ভাবনা রয়েছে। যেহেতু এই ফোনকে সম্প্রতি চিনে লঞ্চ হওয়া আইকিউওও নিও ৬ এসই ফোনের রিব্র্যান্ডেড ভার্সান বলা হচ্ছে, তাই এই দুই ফোনের ফিচারের ক্ষেত্রে মিল থাকতে পারে।

আইকিউওও নিও ৬ ফোনে ৮০ ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট থাকার সম্ভাবনা রয়েছে। যেহেতু এই ফোনকে সম্প্রতি চিনে লঞ্চ হওয়া আইকিউওও নিও ৬ এসই ফোনের রিব্র্যান্ডেড ভার্সান বলা হচ্ছে, তাই এই দুই ফোনের ফিচারের ক্ষেত্রে মিল থাকতে পারে।

6 / 6
আইকিউওও নিও সিরিজের প্রথম ফোন আসছে ভারতে। যদিও আইকিউওও নিও ৬ ফোন দেশে লঞ্চ হওয়ার নির্দিষ্ট দিনক্ষণ এখনও জানা যায়নি। এই ফোনের ফিচার্স ও স্পেসিফিকেশন প্রসঙ্গেও আইকিউওও সংস্থা বিশেষ কিছু জানায়নি।

আইকিউওও নিও সিরিজের প্রথম ফোন আসছে ভারতে। যদিও আইকিউওও নিও ৬ ফোন দেশে লঞ্চ হওয়ার নির্দিষ্ট দিনক্ষণ এখনও জানা যায়নি। এই ফোনের ফিচার্স ও স্পেসিফিকেশন প্রসঙ্গেও আইকিউওও সংস্থা বিশেষ কিছু জানায়নি।

Next Photo Gallery