পর্তুগিজ তারকা ক্রিশ্চয়ানো রোনাল্ডোর মনে সবসময়ই বসন্ত। অনেককে ব্যঙ্গ করে বলতে শোনা যায়, প্রেম ছাড়া এক পা চলতে পারেন না সিআর সেভেন। ছবি: ইনস্টাগ্রাম
একাধিক নারী এসেছে তাঁর জীবনে। তবে রোনাল্ডোর বহু চর্চিত বান্ধবীদের মধ্যে রয়েছেন ইরিনা শায়েক। জর্জিনা রড্রিগেজের আগে ইরিনার সঙ্গে সম্পর্কে ছিলেন তিনি। ছবি: ইনস্টাগ্রাম
তাঁদের দুই সন্তানও রয়েছে। ২০১০ সালের ফুটবল বিশ্বকাপের সময় ইরিনার সঙ্গে আলাপ হয় রোনাল্ডোর। ২০১১ সালে সম্পর্কে জড়ান। ছবি: ইনস্টাগ্রাম
২০১১-এর ভ্যালেন্টাইন্স ডে-তে ইরিনাকে প্রেমের প্রস্তাব দেন পর্তুগিজ সেনসেশন। ওই দিনই আংটি বদল করে এই জুটি। ছবি: ইনস্টাগ্রাম
২০১৫ সালে তাঁদের সম্পর্কে চিড় ধরে। ইরিনা পেশায় একজন মডেল। ইরিনার আগেও মডেলদের ডেট করেছেন রোমিও রোনাল্ডো। ছবি: ইনস্টাগ্রাম
তবে ইরিনা তার চর্চিত মডেল গার্লফ্রেন্ডডের মধ্যে অন্যতম। তাঁদের বিচ্ছেদ নিয়ে নানান কথা রটে সেই সময়। ইরিনার প্রাক্তন এখন বিশ্বের সবচেয়ে দামি ফুটবলার। তবে ইরিনা ব্যস্ত তাঁর নিজের জগৎ নিয়েই। শোনা যায়, ব্র্যাডলি কুপারের সঙ্গে সম্পর্কে রয়েছেন ইরিনা। ছবি: ইনস্টাগ্রাম
কেউ কেউ বলেন ডোয়েন জনসনের সঙ্গে ইরিনার ঘনিষ্ঠতাকে ভালো চোখে দেখেননি রোনাল্ডো। কেউ আবার বলেন, রোনাল্ডোর মায়ের পছন্দের তালিকায় ছিলেন না ইরিনা, তাই এগোননি তিনি। ছবি: ইনস্টাগ্রাম