Hrithik Roshan: ব্রহ্মাস্ত্র ২ ছবিতে তবে কী দেব হৃত্বিক! কোন ইঙ্গিত দিলেন বিক্রম বেধা স্টার!

TV9 Bangla Digital | Edited By: জয়িতা চন্দ্র

Sep 27, 2022 | 9:41 AM

Brahmastra: প্রকাশ্যে ব্রহ্মাস্ত্র ছবি নিয়ে এ কী বললেন হৃত্বিক রোশন...! দিলেন কোন ইঙ্গিত?

1 / 5
হৃত্বিক রোশন- এই তালিকায় হৃত্বিক রোশন জায়গা করে নিয়েছেন চতুর্থ স্থানে। তিনি সকলকে তাক লাগিয়ে বলিউডে কাম ব্যাক করেছিলেন সুপার ৩০ ছবি দিয়ে। বর্তমানে দুই বিগ প্রজেক্টের কাজ নিয়ে ব্যস্ত রয়েছেন তিনি।

হৃত্বিক রোশন- এই তালিকায় হৃত্বিক রোশন জায়গা করে নিয়েছেন চতুর্থ স্থানে। তিনি সকলকে তাক লাগিয়ে বলিউডে কাম ব্যাক করেছিলেন সুপার ৩০ ছবি দিয়ে। বর্তমানে দুই বিগ প্রজেক্টের কাজ নিয়ে ব্যস্ত রয়েছেন তিনি।

2 / 5
তারই মাঝে একাধিক ছবির খবর নিয়ে ভাইরাল হৃত্বিক রোশন। ফাইটার থেকে শুরু করে রামায়ণ, তাঁর আগামী ছবি ঘিরে এখন নানা জল্পনা বি-টাউনে। এরই মাঝে অন্যতম ছবির নাম হল ব্রহ্মাস্ত্র। শোনা যায় ব্রহ্মাস্ত্র ২ ছবির প্রস্তাব ছিল তাঁর কাছেই।

তারই মাঝে একাধিক ছবির খবর নিয়ে ভাইরাল হৃত্বিক রোশন। ফাইটার থেকে শুরু করে রামায়ণ, তাঁর আগামী ছবি ঘিরে এখন নানা জল্পনা বি-টাউনে। এরই মাঝে অন্যতম ছবির নাম হল ব্রহ্মাস্ত্র। শোনা যায় ব্রহ্মাস্ত্র ২ ছবির প্রস্তাব ছিল তাঁর কাছেই।

3 / 5
প্রথম থেকেই দেব চরিত্রটি অজানা অচেনা। ব্রহ্মাস্ত্র ছবির পার্ট ১-এ এই চরিত্রকে নিয়ে একাধিক গল্প বলা থাকলেও সেই চরিত্রটি কে তা সামনে আনা হয়নি। ফলে নানা জল্পনা ছড়িয়ে পড়তে থাকে সোশ্যাল মিডিয়ায়।

প্রথম থেকেই দেব চরিত্রটি অজানা অচেনা। ব্রহ্মাস্ত্র ছবির পার্ট ১-এ এই চরিত্রকে নিয়ে একাধিক গল্প বলা থাকলেও সেই চরিত্রটি কে তা সামনে আনা হয়নি। ফলে নানা জল্পনা ছড়িয়ে পড়তে থাকে সোশ্যাল মিডিয়ায়।

4 / 5
কখনও সামনে উঠে আসে এটি শাহরুখ খান, কখনও আবার রণবীর সিং। তবে সেটা যে হৃত্বিক হতে পারে অনেকেই প্রথমটায় তা অনুমান করেননি। তবে জল্পনায় ঘি ঢেলে এবার কোন ইঙ্গিত দিলেন হৃত্বিক রোশন!

কখনও সামনে উঠে আসে এটি শাহরুখ খান, কখনও আবার রণবীর সিং। তবে সেটা যে হৃত্বিক হতে পারে অনেকেই প্রথমটায় তা অনুমান করেননি। তবে জল্পনায় ঘি ঢেলে এবার কোন ইঙ্গিত দিলেন হৃত্বিক রোশন!

5 / 5
তিনি জানান, কি ঘটছে? কিছুই ঘটছে না। পরবর্তীতে ফাইটারের কাজ শুরু হবে। তারপর সম্ভাবনা রয়েছে আপনারা যা ভাবছেন তা নিয়ে কাজ করার। ফিঙ্গর ক্রশ। এরপর থেকেই নতুন করে জল্পনা তুঙ্গে, তবে কী ব্রহ্মাস্ত্র পার্ট ২-তে থাকতে চলেছেন হৃত্বিক! সময়ই দেবে উত্তর।

তিনি জানান, কি ঘটছে? কিছুই ঘটছে না। পরবর্তীতে ফাইটারের কাজ শুরু হবে। তারপর সম্ভাবনা রয়েছে আপনারা যা ভাবছেন তা নিয়ে কাজ করার। ফিঙ্গর ক্রশ। এরপর থেকেই নতুন করে জল্পনা তুঙ্গে, তবে কী ব্রহ্মাস্ত্র পার্ট ২-তে থাকতে চলেছেন হৃত্বিক! সময়ই দেবে উত্তর।

Next Photo Gallery