Retro Gossip: অমিতাভের পারিশ্রমিক মাসে মাত্র ১৬৪০ টাকা? অবাক লাগলেও এটাই সত্যি
TV9 Bangla Digital | Edited By: জয়িতা চন্দ্র
Nov 30, 2022 | 12:59 PM
Amitabh Bachchan: ৭০ পেরিয়েও একের পর এক ছবি তাঁর ঝুলিতে। পুত্র জুনিয়ার বচ্চনের থেকে তাঁর ডাক বেশি। কেবল অভিষেক কেন, যে কোনও স্টারের থেকেই বর্তমানে তাঁর কদর বেশি।
1 / 5
অমিতাভ বচ্চনের হটসিটে বসে এবার কোন তথ্য ফাঁস করলেন ভিকি কৌশল? তিনি কি রান্না করতে পারেন, ভিকির কথায় না, কেবল চা-টা তিনি বানাতে পারেন। বাকি কিছুই তাঁর দ্বারা হয় না।
2 / 5
বলিউডে ৫০ বছরের রাজত্ব তাঁর। শূণ্য হাতে কেরিয়ার শুরু করলও বর্তমানে তিনি কোটি কোটি টাকার মালিক। বিটাউনের বচ্চন পরিবার। জলসার মালিকও বটে।
3 / 5
৭০ পেরিয়েও একের পর এক ছবি তাঁর ঝুলিতে। পুত্র জুনিয়ার বচ্চনের থেকে তাঁর ডাক বেশি। কেবল অভিষেক কেন, যে কোনও স্টারের থেকেই বর্তমানে তাঁর কদর বেশি।
4 / 5
তবে একটা সময় এমন ছিল না ছবিটা। তখন অভিনেতা হওয়ার স্বপ্নটা কেবল চোখেই ছিল। বাকিটা ছিল নিজেকে প্রমাণ করার তাগিদ। ১৯৬০-এর দশকে মাত্র এই কটা টাকাই মাসিক পারিশ্রমিক পেতেন অমিতাভ।
5 / 5
জলসা তখন তিনি কল্পনাও করতে পারেননি। সাত জনের সঙ্গে একটি ছোট্ট কামরায় রাত কাটত তাঁর। এভাবেই শুরু হয়েছিল অমিতাভ বচ্চনের লড়াই। আজ তিনি বলিউডের বিগবি।