ATK Mohun Bagan: প্রাক্তনীরা জ্বলে উঠলেন, খালি হাতে ফিরতে হল সবুজ মেরুনকে

TV9 Bangla Digital | Edited By: দীপঙ্কর ঘোষাল

Feb 06, 2023 | 7:00 AM

ISL 2022-23: ইন্ডিয়ান সুপার লিগ হোক বা অন্য় কোনও প্রতিযোগিতা। কলকাতার দুই প্রধানের বিরুদ্ধে বেঙ্গালুরু এফসির ম্যাচ মানেই বাড়তি উত্তেজনা। এ মরসুমেও তাই। রবিবার রুদ্ধশ্বাস একটা ম্যাচ দেখা গেল যুবভারতী ক্রীড়াঙ্গনে। ম্যাচের একটা সময় অবধি দু-দলকে আলাদা করা যাচ্ছিল না। সমানে সমানে টক্কর চলছিল। পার্থক্য় তৈরি হল ৭৭ মিনিটে।

1 / 7
ইন্ডিয়ান সুপার লিগ হোক বা অন্য় কোনও প্রতিযোগিতা। কলকাতার দুই প্রধানের বিরুদ্ধে বেঙ্গালুরু এফসির ম্যাচ মানেই বাড়তি উত্তেজনা। এ মরসুমেও তাই। (রাহুল সাধুখাঁ)

ইন্ডিয়ান সুপার লিগ হোক বা অন্য় কোনও প্রতিযোগিতা। কলকাতার দুই প্রধানের বিরুদ্ধে বেঙ্গালুরু এফসির ম্যাচ মানেই বাড়তি উত্তেজনা। এ মরসুমেও তাই। (রাহুল সাধুখাঁ)

2 / 7
আইএসএলে ঘরের মাঠে নেমেছিল এটিকে মোহনবাগান। প্রতিপক্ষ বেঙ্গালুরু এফসি। টানা চার ম্যাচ জিতে মোহনবাগানের বিরুদ্ধে নেমেছিল তারা। (নিজস্ব চিত্র)

আইএসএলে ঘরের মাঠে নেমেছিল এটিকে মোহনবাগান। প্রতিপক্ষ বেঙ্গালুরু এফসি। টানা চার ম্যাচ জিতে মোহনবাগানের বিরুদ্ধে নেমেছিল তারা। (নিজস্ব চিত্র)

3 / 7
রুদ্ধশ্বাস একটা ম্যাচ দেখা গেল যুবভারতী ক্রীড়াঙ্গনে। ম্যাচের একটা সময় অবধি দু-দলকে আলাদা করা যাচ্ছিল না। (রাহুল সাধুখাঁ)

রুদ্ধশ্বাস একটা ম্যাচ দেখা গেল যুবভারতী ক্রীড়াঙ্গনে। ম্যাচের একটা সময় অবধি দু-দলকে আলাদা করা যাচ্ছিল না। (রাহুল সাধুখাঁ)

4 / 7
সমানে সমানে টক্কর চলছিল। পার্থক্য় তৈরি হল ৭৭ মিনিটে। রোশন নাওরেমের মাইনাস থেকে অনবদ্য় গোল করেন জাভি হার্নান্ডেজ। (নিজস্ব চিত্র)

সমানে সমানে টক্কর চলছিল। পার্থক্য় তৈরি হল ৭৭ মিনিটে। রোশন নাওরেমের মাইনাস থেকে অনবদ্য় গোল করেন জাভি হার্নান্ডেজ। (নিজস্ব চিত্র)

5 / 7
গোল খেলেও হাল ছাড়েনি এটিকে মোহনবাগান। কিন্তু নির্ধারিত সময়ের শেষ মুহূর্তে ফের একটা গোল তাদের আশায় জল ঢালে। এ বার গোল করেন রয় কৃষ্ণা। (নিজস্ব চিত্র)

গোল খেলেও হাল ছাড়েনি এটিকে মোহনবাগান। কিন্তু নির্ধারিত সময়ের শেষ মুহূর্তে ফের একটা গোল তাদের আশায় জল ঢালে। এ বার গোল করেন রয় কৃষ্ণা। (নিজস্ব চিত্র)

6 / 7
বেঙ্গালুরু এফসির দুই গোলদাতাই এটিকে মোহনবাগানের প্রাক্তন ফুটবলার। এটিকে মোহনবাগানে এ মরসুমে গোল করার সমস্য়া প্রকট। এই ম্যাচেও অনেক সুযোগ নষ্ট হল। (নিজস্ব চিত্র)

বেঙ্গালুরু এফসির দুই গোলদাতাই এটিকে মোহনবাগানের প্রাক্তন ফুটবলার। এটিকে মোহনবাগানে এ মরসুমে গোল করার সমস্য়া প্রকট। এই ম্যাচেও অনেক সুযোগ নষ্ট হল। (নিজস্ব চিত্র)

7 / 7
অ্যাডেড টাইমে এটিকে মোহনবাগানের হয়ে একটি গোল শোধ করেন দিমিত্রি পেত্রাতোস। তাতে অবশ্য পয়েন্ট এল না। রেফারিং নিয়ে ক্ষোভ প্রকাশ করতে দেখা গেল এটিকে মোহনবাগান কোচ হুয়ান ফেরান্দোকে। (রাহুল সাধুখাঁ)

অ্যাডেড টাইমে এটিকে মোহনবাগানের হয়ে একটি গোল শোধ করেন দিমিত্রি পেত্রাতোস। তাতে অবশ্য পয়েন্ট এল না। রেফারিং নিয়ে ক্ষোভ প্রকাশ করতে দেখা গেল এটিকে মোহনবাগান কোচ হুয়ান ফেরান্দোকে। (রাহুল সাধুখাঁ)

Next Photo Gallery