Bangla News Photo gallery Jadavpur university may will arrange vaccine for all student started their campaign on vaccination
Jadavpur University: পড়ুয়াদের টিকা দেবে যাদবপুর, তালিকা তৈরির কাজ শুরু
TV9 Bangla Digital | Edited By: সায়নী জোয়ারদার
Sep 10, 2021 | 10:20 PM
Jadavpur University: যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ভিতরে কোভিড সতর্কতা ক্যাম্পও তৈরি করা হবে। আরও বেশি সময় ধরে প্রশাসনিক দফতর খুলে রাখারও নির্দেশ দেওয়া হয়েছে। একইসঙ্গে চালু করা হল লাইব্রেরি পরিষেবাও।
1 / 7
পড়ুয়াদের টিকাকরণের জন্য তালিকা তৈরি হচ্ছে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে। সূত্রের খবর, টিকাকরণ নিয়ে স্বাস্থ্য দফতরের সবুজ সঙ্কেত পাওয়ার পরই তালিকা তৈরির কাজ শুরু করেছে কর্তৃপক্ষ।
2 / 7
যাদবপুরের বিভিন্ন ছাত্র সংগঠন বার বার দাবি তুলছিল, সকলের টিকাকরণ। একই সঙ্গে যত তাড়াতাড়ি সম্ভব ক্যাম্পাস খোলার কথাও বলে তারা। এক্সিকিউটিভ কাউন্সিলের বৈঠকে কর্তৃপক্ষ রীতিমতো নিজেদের তৎপরতা জাহির করেই বলেছিল, ক্যাম্পাস খোলার জন্য সমস্ত রকম পদক্ষেপ তারা করতে চায়। সবরকম ব্যবস্থা তারা নেবে। ছবি PTI
3 / 7
দেশজুড়ে টিকাকরণ এবং সকলের জন্য টিকা প্রদান শুরু হওয়ায় অনেক পড়ুয়ার টিকা নেওয়াও হয়ে গিয়েছে। কারও কারও ক্ষেত্রে প্রথম ডোজ় তো কারও আবার দুই ডোজ়ই নেওয়া সারা। এবার বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ একটি তালিকা তৈরি করছে। যেখানে তারা দেখছে এখনও কারা টিকা নেয়নি। ছবি AFP
4 / 7
সেই তালিকা রাজ্য সরকারের কাছে যাবে। স্বাস্থ্য দফতর এ নিয়ে যাদবপুর বিশ্ববিদ্যালয়কে সবুজ সঙ্কেতও দিয়েছে বলে সূত্রের খবর। সংশ্লিষ্ট দফতরের তরফে সহযোগিতার কথা বলা হয়েছে। সত্যিই এই সিদ্ধান্ত কার্যকর হওয়া মানে রাজ্যে প্রথম কোনও বিশ্ববিদ্যালয় কোভিডের টিকাকরণের ক্ষেত্রে এত বড় পদক্ষেপ করবে। ছবি PTI
5 / 7
দীর্ঘদিন ধরে বন্ধ রাজ্যের শিক্ষা প্রতিষ্ঠানগুলি। ছাত্র-ছাত্রীরা স্কুল-কলেজ-বিশ্ববিদ্যালয়ের তালা খোলার দাবিতে আন্দোলন করছে। যাদবপুরেও এসএফআই-ডিএসও'র মতো রাজনৈতিক ছাত্র সংগঠন বিক্ষোভ-আন্দোলন দেখিয়েছে। এই ছাত্র আন্দোলনই তৎপরতা বাড়িয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের। গত কয়েকদিন দফায় দফায় বৈঠক করেন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। তারপর পড়ুয়াদের দাবিকে মান্যতা দিয়ে বিশ্ববিদ্যালয় খোলার প্রস্তুতি শুরু। আন্দোলনকারীদের অন্যতম দাবি ছিল, পড়ুয়াদের টিকাকরণ। এবার সে পথেই হাঁটছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। ছবি AFP
6 / 7
যাদবপুরের সহ উপাচার্য চিরঞ্জীব ভট্টাচার্য জানান, বিভিন্ন জায়গা থেকে দাবি এসেছিল ভবিষ্যতে তো ক্লাস শুরু হবে। তার জন্য পড়ুয়াদের টিকাকরণ করানো হোক। যারা টিকা পায়নি অথচ চাইছে টিকা নিতে তাদের একটা তালিকা তৈরির প্রক্রিয়া শুরু হয়েছে গুগল ফর্মে। এটা শিক্ষক সংগঠন জুটার উদ্যোগে চলছে। ছাত্ররাও সকলে এগিয়ে এসেছে। সকলের সম্মিলিত প্রচেষ্টায় এই উদ্যোগ সাফল্য পাবে বলেই জানিয়েছেন তিনি। ছবি AFP
7 / 7
একই সঙ্গে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ভিতরে কোভিড সতর্কতা ক্যাম্পও তৈরি করা হবে। আরও বেশি সময় ধরে প্রশাসনিক দফতর খুলে রাখারও নির্দেশ দেওয়া হয়েছে। একইসঙ্গে চালু করা হল লাইব্রেরি পরিষেবাও।