
ক্যালেন্ডার মতে, প্রতি বছর ভাদ্রপদ মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে শ্রী কৃষ্ণ জন্মাষ্টমীর পবিত্র উৎসব পালিত হয়। জন্মাষ্টমীর দিন ঘরে ঘরে েখন গোপাল পুজোর হিড়িক পড়ে গিয়েছে। সেই সঙ্গে বাজারে সামগ্রী ও মিষ্টির দোকানগুলিতে ভিড় চোখে পড়ার মতো।

সাধারণত মধ্যরাতে বাল গোপালের জন্মদিন ও পুজো করার রীতি রয়েছে। এদিন সকাল থেকে রাত পর্যন্ত উপবাস করে নাড়ুগোপালের পুজোর আয়োজন করে থাকেন। জ্যোতিষ ও পঞ্চাঙ্গমতে, এবছর শ্রীকৃষ্ণ জন্মাষ্টমীর দিনে ঘটতে চলেছে বিরল ও পবিত্র জয়ন্তী যোগ। এই যোগ কৃষ্ণ জন্মাষ্টমীতে গোপালের সেবা করা ও পুজো করা শুভ বলে মনে করা হয়।

জয়ন্তী যোগের পাশাপাশি এদিন সর্বার্থ সিদ্ধিও যোগ তৈরি হচ্ছে। এই যোগে যে কাজই করুন না কেন, তাতে সাফল্য পাবেনই পাবেন। এবছর কৃষ্ণ জন্মাষ্টমী কখন পড়েছে? এই পবিত্র উত্সবের শু মুহূর্ত ও পরামের সয়ই বা কেমন পড়েছে, তা পঞ্চাঙ্গ মতে জেনে নিন।

হিন্দু ক্যালেন্ডার অনুসারে, এ বছর ভাদ্রপদ মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথি শুরু হবে সোমবার, ২৬ অগস্ট ভোর ৩টে ৩৯ মিনিটে। পরের দিন মঙ্গলবার, ২৭ অগস্ট সকাল ২টো ১৯ মিনিটে শেষ হবে। উদয়তিথির ভিত্তিতে আগামী ২৬ অগস্ট সোমবার পালিত হবে শ্রীকৃষ্ণ জন্মাষ্টমীর পবিত্র উৎসব।

এ বছর শ্রীকৃষ্ণ জন্মাষ্টমীতে জয়ন্তী যোগ তৈরি হতে চলেছে। জয়ন্তী যোগ মানে দ্বাপর যুগে যে সয় শ্রী কৃষ্ণের জন্ম হয়েছিল, সেই সময়ে যে যোগ তৈরি হয়েছিল, সেই যোগ এবারের শ্রীকৃষ্ণ জন্মাষ্টমীতে তৈরি হতে চলেছে। রীতি অনুসারে,একে জয়ন্তী যোগ বলে।

পৌরাণিক কাহিনি অনুসারে, শ্রী কৃষ্ণ বৃষ রাশির চন্দ্র রাশিতে রোহিণী নক্ষত্রে ভাদ্রপদ কৃষ্ণ অষ্টমীতে জন্মগ্রহণ করেছিলেন। এ বছরও, শ্রী কৃষ্ণ জন্মাষ্টমীতে রোহিণী নক্ষত্র ২৭ অগস্ট বিকেল ৩টে ৫৫মিনিট থেকে ৩টে ৩৮ মিনিট পর্যন্ত। এবারও জন্মাষ্টমীর দিন চাঁদ অবস্থান করবে শুধু বৃষ রাশিতে।

সর্বার্থ সিদ্ধি যোগও ২৬ অগস্ট জন্মাষ্টমীর দিনে গঠিত হতে চলেছে। সেদিন, সর্বার্থ সিদ্ধি যোগ হবে ২৭ অগস্ট বিকেল ৩টে ৫৫ মিনিট থেকে ৫টা ৫৭ মিনিট পর্যন্ত। এ বছর শ্রীকৃষ্ণ জন্মাষ্টমীর পূজার সময় মাত্র ৪৫ মিনিট। ২৬ অগস্ট জন্মাষ্টমীর শুভ সময় হল মধ্যরাত ১২টা ১ মিনিট থেকে ১২টা ৪৫ মিনিট পর্যন্ত।

কৃষ্ণ জন্মাষ্টমীতে উপবাস করলে গোপাল পুজোর পর উপবাস ভাঙা সম্ভব হয়। মধ্যরাত ১২টা ৪৫ মিনিটের পর উপবাস ভঙ্গ করতে হবে। লাড্ডু গোপালের জন্মবার্ষিকী উদযাপন করার পরে, ভঙ্গ করে উপবাস সম্পূর্ণ করতে পারেন। সমাজে শ্রী কৃষ্ণজন্মাষ্টমী উদযাপনের জনপ্রিয় পদ্ধতি।

তবে ধর্মীয় শাস্ত্র অনুসারে, ২৭ অগস্ট রোহিণী নক্ষত্রের সমাপ্তির পর জন্মাষ্টমীর পরান উদযাপিত হবে। সেই পরানের উপর ভিত্তি করে সময় হল দুপুর ৩টে ৩৮ মিনিট। ইচ্ছে করলে জন্মাষ্টমীর পরের দিন সূর্যোদয়ের পরও পরাণ করে উপবাস সম্পন্ন করতে পারেন।