Jasprit Bumrah: তিন বছরে তিনবার, বুমরার চোটে বারবার বিপাকে পড়েছে ভারত
TV9 Bangla Digital | Edited By: তিথিমালা মাজী
Oct 01, 2022 | 7:13 AM
জসপ্রীত বুমরার চোট টিম ইন্ডিয়ার জন্য নিঃসন্দেহে বড় ধাক্কা। বুমরা বিশ্বের অন্যতম বিপজ্জনক বোলার হিসাবে চিহ্নিত। টি-২০ বিশ্বকাপে ভারতের এক্স ফ্যাক্টর হিসাবে তাঁকে ভাবা হচ্ছিল। তাঁর অনুপস্থিতি বড় ক্ষতি।
1 / 5
জসপ্রীত বুমরার চোট টিম ইন্ডিয়ার জন্য নিঃসন্দেহে বড় ধাক্কা। বুমরা বিশ্বের অন্যতম বিপজ্জনক বোলার হিসাবে চিহ্নিত। টি-২০ বিশ্বকাপে ভারতের এক্স ফ্যাক্টর হিসাবে তাঁকে ভাবা হচ্ছিল। তাঁর অনুপস্থিতি বড় ক্ষতি। বিসিসিআই-এর সূত্র জানিয়েছে, বুমরা গুরুতর স্ট্রেস ফ্র্যাকচারে (পিঠের চোট) ভুগছেন এবং কয়েক মাস তাঁকে দলের বাইরে থাকতে হতে পারে। চোটের কারণে ২০২২ সালের এশিয়া কাপেও খেলতে পারেননি তিনি। (ছবি:টুইটার)
2 / 5
বুমরার চোটের ইতিহাস দীর্ঘ। বিশেষ করে ২০১৯ সাল থেকে তিনি বেশ কয়েকবার চোট আঘাত পেয়েছেন। গত ৩ বছরে চোট-সহ কোনও না কোনও কারণে ছয়বার জাতীয় দলের বাইরে ছিলেন। এতে তিনবার চোট রয়েছে। চলতি বছরে জাতীয় দলের হয়ে মাত্র ৩ টি-২০ আন্তর্জাতিক ম্যাচ খেলতে পেরেছেন। জসপ্রীত বুমরা এ বছর ২৫ টি-২০ আন্তর্জাতিক ম্যাচ মিস করেছেন।(ছবি:টুইটার)
3 / 5
২০১৯ সালে মাইনর স্ট্রেস ফ্র্যাকচার: ২০১৯ সালের সেপ্টেম্বরে পিঠের নিচের অংশে একটি ছোটখাটো স্ট্রেস ফ্র্যাকচার ছিল। দীর্ঘদিন ক্রিকেটের বাইরে ছিলেন তিনি।(ছবি:টুইটার)
4 / 5
২০২১ সালে তলপেটে চোট: ২০২১ সালের জানুয়ারিতে তিনি তলপেটে আঘাত পান। এ কারণে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে গাব্বা টেস্ট খেলতে পারেননি। এরপর বিরতিতে ছিলেন।(ছবি:টুইটার)
5 / 5
২০২২ সালে বিরতির সময় চোট: দল থেকে বিশ্রামের সময় চোট এবং তার ফলস্বরূপ এশিয়া কাপ থেকে বাদ পড়েছিলেন বুমরা।(ছবি:টুইটার)