প্রথমেই অমিতাভ বচ্চনকে দিয়ে শুরু করা যাক। তিনি সিনিয়র। তিনি বিগবি। তিনি যদি মহিলা হতেন, তা হলে তাঁকে দেখতে হত নিজের মেয়ে শ্বেতার মতোই। এই সেই প্রমাণ।
অনিল কাপুর যদি মহিলা হতেন তাঁকে দেখতে হত কিউট। সুইট অভিনেত্রীর তকমা পেতেন অনিল।
বিপাশা নাকি জন? এক ঝলকে দেখলে বিপাশাই মনে হবে। কিন্তু সত্যি বলতে জন আব্রাহাম যদি অভিনেত্রী হতেন, তাঁকে এরকমই দেখতে হত।
প্রীতি জ়িন্টার সঙ্গে মুখের মিল আছে ববি দেওলের। প্রমাণ করল এই ছবি। ববি যদি মহিলা হতেন অনেকেই হয়তো তাঁকে প্রীতির বোন বলেই ডাকতেন।
এই দেখুন ধর্মেন্দ্র। মহিলা হলে কিন্তু তিনি সুন্দরী অভিনেত্রীর তকমা পেতেন।
আর দিলীপ কুমার। তাঁকে এই তালিকা থেকে বাদ দিলে চলবে না। পুরনোদিনের আধুনিক দেখতে ডিভা হতেন দিলীপ।
মিঠুনও পেতেন কিউট নায়িকার খেতাব। এই ছবিই সেই প্রমাণ।
নওয়াজ়উদ্দিন সিদ্দিকী অভিনেতা হয়ে যত না সুপুরুষ, অভিনেত্রী হলে পেতেন সুন্দরীর তকমা। সেই সঙ্গে হটও।
মিষ্টি মুখী অভিনেত্রীর তকমা পেতেন বলিউডের প্রথম সুপারস্টার রাজেশ খান্না। দেখুন এই ছবি।
করিনা কাপুর, নাকি তাঁর কাকা ঋষি কাপুর? ঋষি যদি পুরুষ না হয়ে মহিলা হতেন, তাঁর সঙ্গে মুখের মিল থাকত ভাইঝি করিনার।
'ভাইজান 'সলমন খানকে এই তালিকা থেকে বাদ রাখা যাবে না কোনও মতেই। তিনি যদি মহিলা হতেন কোনও বলিউড অভিনেত্রীর চেয়ে কম সুন্দরী হতেন না।
আর সঞ্জয় দত্ত। তাঁকেও একবার দেখুন। মহিলারূপী সঞ্জয়.. চোখ ফেরানো যায় কী?
শাহিদ কাপুরের কথা আর কী বলা যায়। এক ঝলক দেখলে মনে হবে আয়েশা টাকিয়া। মহিলা হলে শাহিদ হতেন আয়েশার যমজ।
শাহরুখ তাঁর কন্যা-মুখী। থুড়ি, কন্যা সুহানাকে এক্কেবারেই যে বাবার মতো দেখতে এই ছবি সেই প্রমাণ। দেখুন, মহিলা হলে শাহরুখকে দেখতে হত সুহানার মতোই।
শাম্মি কাপুরও আছেন তালিকায়। মহিলা হলে মন্দ হতেন না তিনিও।
ববি, সানি দু'জনের সঙ্গে যে প্রীতি জ়িন্টার মুখের মিল আছে, ফের প্রমাণ করল সানির এই 'মহিলা হলে কেমন দেখতে হতেন' ছবি।
বিনোদ খান্নার কথা ভুললে চলবে কীভাবে... মহিলা হলে এক কথায় তীক্ষ্ণ দেখতে হত তাঁকে।