ম্যাচের বয়স যখন মাত্র তিন মিনিট পাওলো দিবালার গোলে এগিয়ে যায় জুভেন্তাস। (সৌজন্যে-জুভেন্তাস টুইটার)
২৩ মিনিটে জুভের হয়ে ব্যবধান বাড়ান জুয়ান কুয়াদ্রাদো।(সৌজন্যে-জুভেন্তাস টুইটার)
দ্বিতীয়ার্ধে ৫১ মিনিটের মাথায় পেনাল্টি থেকে গোল করে দলের হয়ে ব্যবধান কমান উদিনেসের রোবার্তো পেরেইরা।(সৌজন্যে-উদিনেসে টুইটার)
৬০ মিনিটের মাথায় আলভারো মোরাতার পরিবর্ত হিসেবে মাঠে নামেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো।(সৌজন্যে-জুভেন্তাস টুইটার)
ম্যাচের ৮৩ মিনিটে জেরার্দ দেলোফেউর গোলে সমতায় ফেরে উদিনেসে। (সৌজন্যে-উদিনেসে টুইটার)
৯৪ মিনিটে দলের হয়ে তৃতীয় গোলটি করেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। (সৌজন্যে-জুভেন্তাস টুইটার)
জুভের হয়ে জয়সূচক গোল করার খুশিতে জামা খুলে সতীর্থদের সঙ্গে উচ্ছ্বাস প্রকাশ করতে দেখা যায় সিআর সেভেনকে। (সৌজন্যে-জুভেন্তাস টুইটার)
কিন্তু সেই খুশি বেশিক্ষণ স্থায়ী হয়নি। ভার প্রযুক্তিতে অফসাইডের কারণে বাতিল হয় পর্তুগিজ তারকার গোল।(সৌজন্যে- টুইটার)
এখানেই শেষ নয়। পয়েন্ট নষ্ট হওয়ার পর হলুদ কার্ড দেখে মাঠ ছাড়েন সিআর সেভেন। (সৌজন্যে- টুইটার)