নেদারল্যান্ডসে সম্প্রতি জ্যেতি De Harry Schulting Games-এ মেয়েদের ১০০ মিটার হার্ডলে জাতীয় রেকর্ড ভেঙেছেন। ১৩.০৪ সেকেন্ডে হার্ডল শেষ করে নয়া জাতীয় রেকর্ড গড়লেন জ্যোতি। (ছবি-টুইটার)
মাত্র ১৬ দিনের মধ্যে মেয়েদের ১০০ মিটার হার্ডলে তিন বার জাতীয় রেকর্ড (১৩.২৩ সেকেন্ড থেকে ১৩.০৪ সেকেন্ড) গড়লেন আর ভাঙলেন জ্যোতি। (ছবি-টুইটার)
গত সপ্তাহে লফবরো আন্তর্জাতিক অ্যাথলেটিক্স মিটে (Loughborough international athletics meet) -এ জ্যোতি মেয়েদের ১০০ মিটার হার্ডল শেষ করেন ১৩.১১ সেকেন্ডে। (ছবি-টুইটার)
এর আগে মে মাসেই সাইপ্রাস আন্তর্জাতিক অ্যাথলেটিক মিটে ভারতের হয়ে মেয়েদের ১০০ মিটার হার্ডলসে (100m hurdles) জ্যোতি মাত্র ১৩.২৩ সেকেন্ড সময় নেন। এবং প্রথম স্থান অর্জন করেন। এবং জ্যোতি ভেঙে দেন ওড়িশার অনুরাধা বিসওয়ালের ২০ বছরের আগেকার রেকর্ড। (ছবি-টুইটার)