Bangla NewsPhoto gallery Jyothi Yarraji smashes National Record for third time in 2 weeks in women's 100m hurdles
Jyothi Yarraji: দু’সপ্তাহে তৃতীয়বার… নিজের জাতীয় রেকর্ড নিজেই ভাঙলেন জ্যোতি ইয়ারাজি
২২ বছরের অন্ধ্রপ্রদেশের তরুণ অ্যাথলিট জ্যোতি ইয়ারাজিকে (Jyothi Yarraji) থামানো যাচ্ছে না। দু'সপ্তাহে এই নিয়ে তৃতীয়বার নিজের জাতীয় রেকর্ড (National Record) নিজেই ভেঙেছেন জ্যোতি। নেদারল্যান্ডসে সম্প্রতি জ্যেতি De Harry Schulting Games-এ মেয়েদের ১০০ মিটার হার্ডলে (Women's 100m hurdles) জাতীয় রেকর্ড ভেঙেছেন। ১৩.০৪ সেকেন্ডে হার্ডল শেষ করে নয়া জাতীয় রেকর্ড গড়লেন জ্যোতি।