Kajal Aggarwal: চোখ ফেরানোই দায়! প্রেগন্যান্সি গ্লো’তে উজ্জ্বল কাজল, প্রকাশ্যে বেবিবাম্প
TV9 Bangla Digital | Edited By: বিহঙ্গী বিশ্বাস
Feb 24, 2022 | 11:47 PM
kajal aggarwal Pregnant: বেবিবাম্পের ছবি প্রকাশ্যে আনলেন অভিনেত্রী। গালের চামড়া ফুলে যাওয়া এ সময় অস্বাভাবিক কিছু নয়। কাজলের ক্ষেত্রেও ব্যতিক্রম হয়নি। তবে গাল বেয়ে ঠিকরে বের হচ্ছে মাতৃত্বকালীন উজ্জ্বলতা।
1 / 6
ওজন বেড়েছে বেশ খানিকটা। নায়িকাদের নিক্তি ওজনে মাপা চেহারা হারিয়েছেন মাস কয়েক আগেই। তবে কাজল আগরওয়ালের এ নিয়ে কোনও আফসোস নেই। জীবনের সবচাইতে সেরা মুহূর্তে উপভোগ করছেন তিনি। মা হতে চলেছেন কাজল।
2 / 6
বেবিবাম্পের ছবি প্রকাশ্যে আনলেন অভিনেত্রী। গালের চামড়া ফুলে যাওয়া এ সময় অস্বাভাবিক কিছু নয়। কাজলের ক্ষেত্রেও ব্যতিক্রম হয়নি। তবে গাল বেয়ে ঠিকরে বের হচ্ছে মাতৃত্বকালীন উজ্জ্বলতা।
3 / 6
তার মুখ ভরা হাসি। পরনে ভারি শাড়ি আর আরও ভারি গয়না। ছবি শেয়ার করেছেন নিজেই। নেটিজেনদের সমস্বরে মন্তব্য, "এ যেন চোখ ফেরানো দায়'!
4 / 6
২০২০ সালে মুম্বইয়ে গৌতম কিচলুকে বিয়ে করেন কাজল। কোভিডের কারণে সেই বিয়েতে হাজির ছিলেন হাতেগোনা অতিথি। বিয়ের এক বছরের মাথাতেই মা হওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তাঁরা।
5 / 6
এ বছর প্রথম দিনেই দুই থেকে তিন হওয়ার খবর জানিয়েছিলেন কাজলের স্বামী। এর পর থেকেই বেবি বাম্পের ছবি একের পর এক শেয়ার করেছেন অভিনেত্রী। তবে তাঁর এই সাম্প্রতিক ফোটোশুটটি যেন নজরকাড়া।
6 / 6
কাউন্টডাউন শুরু হয়ে গিয়েছে। আর মাত্র কিছু দিন। এর পরেই সদস্য বাড়বে পরিবারে। বলিউড পাবে আরও এক স্টারকিডকে।