Bangla News Photo gallery Kanchan mullick AND SREEmoyye chattoraj party in the city with raj chakraborty , jun malia and aditi munshi
Tollywood Gossip: নিয়ন আলোয় নিশিযাপন কাঞ্চন-শ্রীময়ীর, সঙ্গী ছিলেন আরও তিন বিধায়কও
TV9 Bangla Digital | Edited By: বিহঙ্গী বিশ্বাস
Jun 25, 2022 | 3:39 PM
Tollywood Gossip: চারিদিকে জ্বলছে বাহারি আলো। চলছে গান। এরই মধ্যে শহর কলকাতার নব নির্মিত অফিস পাড়ার একসঙ্গে নিশিযাপন বিধায়ক ও তাঁর বন্ধুর। কাঞ্চন মল্লিক ও শ্রীময়ী চট্টরাজ- আবারও এক ফ্রেমে বন্দি হলেন তাঁরা। হাসিমাখা মুখ সঙ্গে নিয়ন আলোয় চারিদিক যেন বড়ই মায়াবী।
1 / 6
চারিদিকে জ্বলছে বাহারি আলো। চলছে গান। এরই মধ্যে শহর কলকাতার আইটি-পাড়ায় একসঙ্গে নিশিযাপন বিধায়ক ও তাঁর বন্ধুর। কাঞ্চন মল্লিক ও শ্রীময়ী চট্টরাজ- আবারও এক ফ্রেমে বন্দি হলেন তাঁরা। হাসিমাখা মুখ সঙ্গে নিয়ন আলোয় চারিদিক যেন বড়ই মায়াবী।
2 / 6
এখানেই কিন্তু শেষ নয় তাঁদের নিশিযাপনের সঙ্গী হলেন আরও তিন বিধায়ক। সঙ্গে আবার তাঁদের সঙ্গীরা। জমে উঠল পার্টি। সেই ছবিই সোশ্যাল মিডিয়ায় ভাগ করে নিলেন শ্রীময়ী নিজেই।
3 / 6
কে তিন বিধায়ক? কাঞ্চন ও শ্রীময়ীর পাশেই দেখা গেল টলিপাড়ার অন্যতম হ্যাপেনিং জুটিকে। রাজ চক্রবর্তী ও শুভশ্রী গঙ্গোপাধ্যায়। এক সঙ্গে চলল ছবি তোলা পর্বও। ব্যারাকপুর আর উত্তরপাড়া-- খাতায় কলমে দূরত্ব নেহাত মন্দ না হলেও ওই রাত পার্টি যে গুছিয়ে দিল যাবতীয় দূরত্ব।
4 / 6
এখানেই কিন্তু শেষ নয়, দেখা গেল আরও এক জনপ্রিয় জুটিকে। বিধায়ক অদিতি মুন্সীও ওই পার্টিতে হাজির ছিলেন স্বামী ও একই সঙ্গে মেয়র ইন কাউন্সিলর দেবরাজ চক্রবর্তীর সঙ্গে। সেই ছবিও এখন ভাইরাল নেটদুনিয়ায়।
5 / 6
হাজির ছিলেন মেদিনীপুরের বিধায়ক জুন মালিয়াও। সকলেই হাসিমুখে পোজ দিয়ে ছবি তুললেন আনন্দের সঙ্গেই, অন্তত তাঁদের ছবি দেখে আভাস তেমনটাই। গত বছরের কথা, কাঞ্চন ও শ্রীময়ী সম্পর্ক নিয়ে রটেছিল নানা কথা। কাঞ্চনের স্ত্রী পিঙ্কি আদালতের দ্বারস্থও হয়েছিলেন স্বামীর বিরুদ্ধে অভিযোগ নিয়ে।
6 / 6
পাল্টা অভিযোগ দায়ের করেছিলেন কাঞ্চনও। যদিও শ্রীময়ী সঙ্গে বিশেষ সম্পর্ক বরাবরই অস্বীকার করেছেন তিনি। কিন্তু গুঞ্জন তবু থামে না। এদিনের এই পার্টির ছবি কি সেই গুঞ্জনেই ঘৃতাহুতি? প্রশ্ন তুলছেন খোদ নেটিজেনরাই।