নিউ ইয়র্কে চলতি ইউএস ওপেনের মঞ্চে দেখা গেল দুই বিশ্বকাপজয়ী অধিনায়ককে। পুরুষদের সিঙ্গলসে কার্লোস আলকারাজ ও জ্যানিক সিনারের কোয়ার্টার ফাইনাল ম্যাচ দেখতে আর্থার অ্যাশ স্টেডিয়ামে হাজির ছিলেন কপিল দেব (Kapil Dev) ও মহেন্দ্র সিং ধোনি (MS Dhoni)।
টুর্নামেন্টের তৃতীয় বাছাই স্পেনের কার্লোস আলকারাজ এবং জ্যানিক সিনারের ৫ ঘণ্টা ১৫ মিনিট ধরে চলা কোয়ার্টার ফাইনালের লড়াইয়ের সাক্ষী থাকলেন কপিল-ধোনি।
ভারতকে বিশ্বকাপ এনে দেওয়া দুই কিংবদন্তি ক্রিকেটারকে এক ফ্রেমে দেখে দর্শকরা উচ্ছসিত হয়ে পড়েন। ধোনির দিকে ক্যামেরা ঘুরলে তিনি হাত নেড়ে অভিবাদন জানান।
তারপর ৮৩-র বিশ্বকাপজয়ী ভারত অধিনায়ক কপিল দেবের দিকে ক্যামেরা ঘুরলে দেখা যায় তাঁর মুখে লাজুক হাসি।
কপিল-ধোনির সঙ্গে ইউএস ওপেনে কার্লোস-সিনারের কোয়ার্টার ফাইনাল দেখতে হাজির ছিলেন বিখ্যাত শেফ বিকাশ খান্নাও।