Ranbir-Deepika: কাপুর পরিবারকে ‘কলুষিত’ করার চেষ্টা! দীপিকার উপর মারাত্মক রেগে যান ঋষি

TV9 Bangla Digital | Edited By: বিহঙ্গী বিশ্বাস

Jul 14, 2022 | 5:00 AM

Ranbir-Deepika: এই মুহূর্তে বলিউডে অভিনেত্রীদের মধ্যে সবচেয়ে বেশি পারিশ্রমিক তাঁরই ঝুলিতে। তিনি দীপিকা পাড়ুকোন। তবে জানেন কি এই দীপিকার উপরেই একদা বেজায় রেগে গিয়েছিলেন ঋষি কাপুর। অভিযোগ ছিল, কাপুর পরিবারের সম্মান নষ্ট করেছেন দীপিকা। এতটাই বাড়াবাড়ি হয়ে যায় যে কাপুর পরিবারের ঘনিষ্ঠ বন্ধু করণ জোহরকে নাক গলাতে হয় গোটা বিষয়ে।

1 / 6
এই মুহূর্তে বলিউডে অভিনেত্রীদের মধ্যে সবচেয়ে বেশি পারিশ্রমিক তাঁরই ঝুলিতে। তিনি দীপিকা পাড়ুকোন। তবে জানেন কি এই দীপিকার উপরেই একদা বেজায় রেগে গিয়েছিলেন ঋষি কাপুর। অভিযোগ ছিল, কাপুর পরিবারের সম্মান নষ্ট করেছেন দীপিকা। এতটাই বাড়াবাড়ি হয়ে যায় যে কাপুর পরিবারের ঘনিষ্ঠ বন্ধু করণ জোহরকে নাক গলাতে হয় গোটা বিষয়ে।

এই মুহূর্তে বলিউডে অভিনেত্রীদের মধ্যে সবচেয়ে বেশি পারিশ্রমিক তাঁরই ঝুলিতে। তিনি দীপিকা পাড়ুকোন। তবে জানেন কি এই দীপিকার উপরেই একদা বেজায় রেগে গিয়েছিলেন ঋষি কাপুর। অভিযোগ ছিল, কাপুর পরিবারের সম্মান নষ্ট করেছেন দীপিকা। এতটাই বাড়াবাড়ি হয়ে যায় যে কাপুর পরিবারের ঘনিষ্ঠ বন্ধু করণ জোহরকে নাক গলাতে হয় গোটা বিষয়ে।

2 / 6
তখন সদ্য প্রেম ভেঙেছে রণবীর ও দীপিকার। দীপিকার ঘাড়ে 'রণবীর' লেখা ট্যাটু তখনও বেশ টাটকা। করণ জোহরের বিতর্কিত শো 'কফি উইদ করণ'-এ আসেন তিনি। সঙ্গে আসেন সোনম কাপুরও।

তখন সদ্য প্রেম ভেঙেছে রণবীর ও দীপিকার। দীপিকার ঘাড়ে 'রণবীর' লেখা ট্যাটু তখনও বেশ টাটকা। করণ জোহরের বিতর্কিত শো 'কফি উইদ করণ'-এ আসেন তিনি। সঙ্গে আসেন সোনম কাপুরও।

3 / 6
সেখানেই করণের এক প্রশ্নে দীপিকা বলেন রণবীর কাপুরকে তিনি কন্ডোমের প্যাকেট কিনে দিতে চান। সোনমও দীপিকার এই কথায় সঙ্গ দেন। রণবীরের বহুগামি স্বভাবের দিকেই পরোক্ষে ইঙ্গিত করেছিলেন দীপিকা।

সেখানেই করণের এক প্রশ্নে দীপিকা বলেন রণবীর কাপুরকে তিনি কন্ডোমের প্যাকেট কিনে দিতে চান। সোনমও দীপিকার এই কথায় সঙ্গ দেন। রণবীরের বহুগামি স্বভাবের দিকেই পরোক্ষে ইঙ্গিত করেছিলেন দীপিকা।

4 / 6
আর এই কারণেই দীপিকার উপর মারাত্মক চটে যান ঋষি। এতটাই বাড়াবাড়ি হয়ে যায় যে হাল ধরতে হয় খোদ করণ জোহরকে। তিনি কোনওমতে শান্ত করেন বর্ষীয়ান অভিনেতাকে। তবে দীপিকার সঙ্গে সম্পর্ক বেশ খারাপ হয়ে যায় তাঁদের।

আর এই কারণেই দীপিকার উপর মারাত্মক চটে যান ঋষি। এতটাই বাড়াবাড়ি হয়ে যায় যে হাল ধরতে হয় খোদ করণ জোহরকে। তিনি কোনওমতে শান্ত করেন বর্ষীয়ান অভিনেতাকে। তবে দীপিকার সঙ্গে সম্পর্ক বেশ খারাপ হয়ে যায় তাঁদের।

5 / 6
সম্প্রতি এক সাক্ষাৎকারে অতীতের এই ঘটনার কথা জানিয়েছেন খোদ করণ জোহরই। তিনি এও জানিয়েছেন তাঁর এই টক শো'র বহু এপিসোড বাদ দিতে হয়েছে তাঁকে বহুবার সেলিব্রিটিদের অনুরোধে।

সম্প্রতি এক সাক্ষাৎকারে অতীতের এই ঘটনার কথা জানিয়েছেন খোদ করণ জোহরই। তিনি এও জানিয়েছেন তাঁর এই টক শো'র বহু এপিসোড বাদ দিতে হয়েছে তাঁকে বহুবার সেলিব্রিটিদের অনুরোধে।

6 / 6
এই শো'য়ের নতুন সিজন শুরু হয়েছে। প্রথম এপিসোডে এসেছিলেন আলিয়া ভাট ও রণবীর সিং। এর পরের এপিসোডে আসার কথা সারা আলি খান জাহ্নবী কাপুর। এই মুহূর্তে এক ওটিটি প্ল্যাটফর্মে স্ট্রিমিং হচ্ছে এই টক-শো'য়ের।

এই শো'য়ের নতুন সিজন শুরু হয়েছে। প্রথম এপিসোডে এসেছিলেন আলিয়া ভাট ও রণবীর সিং। এর পরের এপিসোডে আসার কথা সারা আলি খান জাহ্নবী কাপুর। এই মুহূর্তে এক ওটিটি প্ল্যাটফর্মে স্ট্রিমিং হচ্ছে এই টক-শো'য়ের।

Next Photo Gallery