Astrology Prediction: তেজস্বীকেও কি ঠকতে হবে, বিয়ে না ব্রেকআপই ভবিষ্যত! কী রয়েছে দুই জুটির কপালে

TV9 Bangla Digital | Edited By: জয়িতা চন্দ্র

Apr 09, 2022 | 11:36 AM

Karan-Tejasswi Relationship: আনুষা দান্ডেকরের সঙ্গে সম্পর্ক বিচ্ছেদের পর থেকেই শুরু নয়া জল্পনা। বারে বারে কটাক্ষের শিকার হতে হয়েছে করণ কুন্দ্রাকে। পেয়েছেন প্রতারকের তকমাও। এবারও ভাগ্যে একই পরিণতির ইঙ্গিত!

1 / 6
আনুষা দান্ডেকরের সঙ্গে সম্পর্ক বিচ্ছেদের পর থেকেই শুরু নয়া জল্পনা। একাধিক শো থেকে শুরু করে রিয়েল লাইফ বারে বারে কটাক্ষের শিকার হতে হয়েছে করণ কুন্দ্রাকে। পেয়েছেন প্রতারকের তকমাও।

আনুষা দান্ডেকরের সঙ্গে সম্পর্ক বিচ্ছেদের পর থেকেই শুরু নয়া জল্পনা। একাধিক শো থেকে শুরু করে রিয়েল লাইফ বারে বারে কটাক্ষের শিকার হতে হয়েছে করণ কুন্দ্রাকে। পেয়েছেন প্রতারকের তকমাও।

2 / 6
তবে বিগ বসের ঘর থেকেই পাল্টে যায় তাঁর সম্পর্কের সমীকরণ। বর্তমানে তিনি তেজস্বীর সঙ্গে সম্পর্কে যুক্ত। নিজেকে প্রমাণ করতেই মরিয়া করণ, প্রতি পদে পদে খেয়াল রাখলেন প্রেমিকার। তেজস্বীও সম্পর্কে বেশ খুশি।

তবে বিগ বসের ঘর থেকেই পাল্টে যায় তাঁর সম্পর্কের সমীকরণ। বর্তমানে তিনি তেজস্বীর সঙ্গে সম্পর্কে যুক্ত। নিজেকে প্রমাণ করতেই মরিয়া করণ, প্রতি পদে পদে খেয়াল রাখলেন প্রেমিকার। তেজস্বীও সম্পর্কে বেশ খুশি।

3 / 6
তবে এই সম্পর্কের জল ঠিক কতদূর গড়াবে! নাকি আগের সম্পর্কের মতই এবারও করণ বিচ্ছেদের পথই বেছে নেবেন! কী রয়েছে ভাগ্য, এবার সামনে এলো ভবিষ্যতবাণী।

তবে এই সম্পর্কের জল ঠিক কতদূর গড়াবে! নাকি আগের সম্পর্কের মতই এবারও করণ বিচ্ছেদের পথই বেছে নেবেন! কী রয়েছে ভাগ্য, এবার সামনে এলো ভবিষ্যতবাণী।

4 / 6
কে. প্রকাশের কথায়, তাঁদের দুজনের জন্ম তারিখ অনুযায়ী, তাঁরা একে অন্যের সঙ্গে বেশ মানানসই। তাঁরা দুজনেই কেরিয়ার নিয়ে বেশ যত্নশীল। তবে করণ সিদ্ধান্ত নিয়ে থাকেন আবেগের বশে। যেখানে তেজস্বীর ক্ষেত্রে বিষয়টা উল্টো।

কে. প্রকাশের কথায়, তাঁদের দুজনের জন্ম তারিখ অনুযায়ী, তাঁরা একে অন্যের সঙ্গে বেশ মানানসই। তাঁরা দুজনেই কেরিয়ার নিয়ে বেশ যত্নশীল। তবে করণ সিদ্ধান্ত নিয়ে থাকেন আবেগের বশে। যেখানে তেজস্বীর ক্ষেত্রে বিষয়টা উল্টো।

5 / 6
তেজস্বী যে কোনও সুযোগকেই গ্রহণ করে থাকেন। তবে তিনি সিদ্ধান্ত নিয়ে থাকেন বুদ্ধির ওপর ভর করেই। আর তাঁদের গাঁটছড়া বাঁধার সম্ভাবনা খুবই কম। কারণ ভবিষ্যতবাণী বলতে তাঁদের ব্রেকআপের সম্ভাবনাই প্রবল।

তেজস্বী যে কোনও সুযোগকেই গ্রহণ করে থাকেন। তবে তিনি সিদ্ধান্ত নিয়ে থাকেন বুদ্ধির ওপর ভর করেই। আর তাঁদের গাঁটছড়া বাঁধার সম্ভাবনা খুবই কম। কারণ ভবিষ্যতবাণী বলতে তাঁদের ব্রেকআপের সম্ভাবনাই প্রবল।

6 / 6
ইগোর লড়াই হবে কাল, আর তা যদি নিজেরাই কাটিয়ে উঠতে পারেন তবে এই সম্পর্ক গড়াবে বিয়ের পিঁড়ি পর্যন্ত, এমনটাই সম্ভাবনা প্রবল। তবে এখনই সম্পর্কের জল ততদূর গড়ায়নি, তাঁরা দিব্য রয়েছেন একে অন্যের সঙ্গে।

ইগোর লড়াই হবে কাল, আর তা যদি নিজেরাই কাটিয়ে উঠতে পারেন তবে এই সম্পর্ক গড়াবে বিয়ের পিঁড়ি পর্যন্ত, এমনটাই সম্ভাবনা প্রবল। তবে এখনই সম্পর্কের জল ততদূর গড়ায়নি, তাঁরা দিব্য রয়েছেন একে অন্যের সঙ্গে।

Next Photo Gallery