সামাজিক মাধ্যমে ট্রোল্ড হলেন করিনা কাপুর ও সইফ আলি খান। নেপথ্যে ভাইরাল হওয়া এক ছবি। যে ছবিতে দেখা যাচ্ছে সইফের কোলে কার্যত উল্টে রয়েছে তাঁদের বড় ছেলে তৈমুর আলি খান পতৌদি। অন্যদিকে বাবা-মা ব্যস্ত চুম্বনে।
করিনা পরেছিলেন ধূসর রঙের হুডি, কালো রঙের প্যান্ট। ক্যাসুয়াল লুকই ছিল তাঁর পছন্দ। অন্যদিকে সইফ আলি খানের লুকও ছিল একেবারেই সাদামাঠা। বা রণধীর কাপুরের বাড়ি যাচ্ছিলেন বেবো। সঙ্গে ছিলেন সইফ। পাপারাৎজিও পৌঁছে যায় সেখানে।
আর সেখানেই ওই ছবি ক্যামেরাবন্দি হয়। এরপরেই শুরু সমালোচনা। কারও মতে বাচ্চাকে ওভাবে উল্টো করে ঝুলিয়ে রাখকে মাথায় রক্ত উঠে যেতে পারে। আবার অনেকেরই বক্তব্য সন্তানের সামনে ঠোঁটে চুম্বন কি আদপে জরুরি?
যদিও এই চিন্তার বিরোধিতাও করেছে নেটনাগরিকদের একটা বড় অংশ। তাঁদের মতে সন্তানের জন্য কী সঠিক তা একজন বাবা-মা'ই সবচেয়ে ভাল বুঝতে পারেন। তাই অহেতুক এ হেন মন্তব্য মানে আদপে তাঁদের বিব্রত করা ছাড়া আর কিছুই নয়।
প্রসঙ্গত, এ দিনই আবার তৈমুরের স্কুলেও ছিল বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা। ওই একই স্কুলে তাঁর সহপাঠী করণ জোহরের সন্তান যশ ও রুহিও। রুহি সেই প্রতিযোগিতায় পুরস্কারও পেয়েছে। যদিও তৈমুরের ভাগ্যে পুরস্কার মিলেছে কিনা তা জানা যায়নি।