Bollywood Controversy: শিউরে ওঠা হানিমুন, একরাতের জন্য স্ত্রীকে বিক্রি করতেও পিছপা হননি করিশ্মার স্বামী!

TV9 Bangla Digital | Edited By: জয়িতা চন্দ্র

Apr 17, 2022 | 1:33 PM

Karisma kapoor: বিয়ে নিয়ে সমস্যা অনেকের জীবনেই দেখা যায়। মতের অমিল বা অন্যান্য সমস্যা, কিন্তু তা বলে সঞ্জয় কাপুরের নামে এ কী বললেন করিশ্মা!

1 / 6
করিশ্মা কাপুর, অজয় দেবগণ থেকে শুরু করে অভিষেক বচ্চন, কেরিয়ারে একাধিক সেলেবস্টারের সঙ্গে নাম জড়িয়েছিল যাঁর, তিনি জীবনসঙ্গী হিসেবে বেছে নিয়েছিলেন সঞ্জয় কাপুরকে।

করিশ্মা কাপুর, অজয় দেবগণ থেকে শুরু করে অভিষেক বচ্চন, কেরিয়ারে একাধিক সেলেবস্টারের সঙ্গে নাম জড়িয়েছিল যাঁর, তিনি জীবনসঙ্গী হিসেবে বেছে নিয়েছিলেন সঞ্জয় কাপুরকে।

2 / 6
আর সেই বিয়ের পরিণতি যে ভয়ানক হয়েছিল, তা আর কারুর জানার বাকি নেই। তবে বিয়ে নিয়ে সমস্যা অনেকের জীবনেই দেখা যায়। মতের অমিল বা অন্যান্য সমস্যা, কিন্তু তা বলে সঞ্জয় কাপুরের নামে এ কী বললেন করিশ্মা!

আর সেই বিয়ের পরিণতি যে ভয়ানক হয়েছিল, তা আর কারুর জানার বাকি নেই। তবে বিয়ে নিয়ে সমস্যা অনেকের জীবনেই দেখা যায়। মতের অমিল বা অন্যান্য সমস্যা, কিন্তু তা বলে সঞ্জয় কাপুরের নামে এ কী বললেন করিশ্মা!

3 / 6
অতীতের এক সাক্ষাৎকার আজও নেট দুনিয়ায় ভাইরাল। ঝড়ের গতীতে ছড়িয়ে পড়েছিল করিশ্মার ভয়ানক অভিজ্ঞতা। বিয়ের পর হানিমুন বলে কথা। আর পাঁচ জনের মত করিশ্মাও দেখেছিলেন অনেক স্বপ্ন।

অতীতের এক সাক্ষাৎকার আজও নেট দুনিয়ায় ভাইরাল। ঝড়ের গতীতে ছড়িয়ে পড়েছিল করিশ্মার ভয়ানক অভিজ্ঞতা। বিয়ের পর হানিমুন বলে কথা। আর পাঁচ জনের মত করিশ্মাও দেখেছিলেন অনেক স্বপ্ন।

4 / 6
কিন্তু বাস্তবটা ছিল সম্পূর্ণ ভিন্ন। কারণ একটাই, সেই রাতে বন্ধুর সঙ্গে শুতে বলেছিলেন করিশ্মাকে তাঁর স্বামী। শোনা মাত্র সাফ মানা করে দিয়েছিলেন। কিন্তু তাতে ঘটে বিপত্তি।

কিন্তু বাস্তবটা ছিল সম্পূর্ণ ভিন্ন। কারণ একটাই, সেই রাতে বন্ধুর সঙ্গে শুতে বলেছিলেন করিশ্মাকে তাঁর স্বামী। শোনা মাত্র সাফ মানা করে দিয়েছিলেন। কিন্তু তাতে ঘটে বিপত্তি।

5 / 6
সকলের সামনেই করিশ্মার গায়ে হাত তোলেন সঞ্জয়। কারণ তিনি তাঁর এক বন্ধুকে করিশ্মার জন্য মোটা অঙ্কের টাকাও হেঁকে দিয়েছিলেন। বিয়ের কিছুদিনের মধ্যেই মারতে শুরু করেন সঞ্জয়।

সকলের সামনেই করিশ্মার গায়ে হাত তোলেন সঞ্জয়। কারণ তিনি তাঁর এক বন্ধুকে করিশ্মার জন্য মোটা অঙ্কের টাকাও হেঁকে দিয়েছিলেন। বিয়ের কিছুদিনের মধ্যেই মারতে শুরু করেন সঞ্জয়।

6 / 6
প্রথমটায় সবটা সহ্য করে মানিয়ে নেওয়ার চেষ্টা করছিলেন করিশ্মা কাপুর। কিন্তু কোথাও গিয়ে যেন শেষ চেষ্টা করেও তিনি সংসার করতে পারেননি। অবশেষে সঞ্জয়কে ছেড়ে এখন তিনি মুক্ত।

প্রথমটায় সবটা সহ্য করে মানিয়ে নেওয়ার চেষ্টা করছিলেন করিশ্মা কাপুর। কিন্তু কোথাও গিয়ে যেন শেষ চেষ্টা করেও তিনি সংসার করতে পারেননি। অবশেষে সঞ্জয়কে ছেড়ে এখন তিনি মুক্ত।

Next Photo Gallery
Vastu Tips: বেডরুমে আয়না? সাবধান! দাম্পত্যে চিড় আসন্ন
Easter 2022: ইস্টার সানডে-তে বানান কিছু ট্র্যাডিশনাল রেসিপি! বাচ্চাদের মেনুতে দিন নয়া চমক