TV9 Bangla Digital | Edited By: জয়িতা চন্দ্র
Nov 23, 2022 | 12:24 PM
কার্তিক আরিয়ান বহিরাগত হওয়ার ফলে ঠিক যা যা কঠিন পরিস্থিতি দিয়ে গিয়েছিলেন, সেই ছবি কম বেশি সকলের জানা। কার্তিক আরিয়ান স্পষ্টই জানতেন তিনি খুব সহজে বলিউডে জায়গা করতে পারবেন না। করণ জোহরের সঙ্গে বচসার পর বিষয়টা আরও স্পষ্ট হয়ে ওঠে।
যদিও কার্তিক একটা বিষয় ছিলেন স্পষ্ট। কেরিয়ারে তিনি অভিনেতা হতেই চান। নিজেকে সেভাবেই দেখতে চান। কার্তিকের কথায় তিনি নিজে একটা সময় সবরকম পরিস্থিতির জন্য তৈরি ছিলেন।
একটি বড় ফ্ল্যাটে আটজনের সঙ্গে থাকতেন তিনি। এতে ঘরভাড়া অনেকটা বাঁচত। মুম্বইতে লড়াই চালিয়ে যাওয়াটা খুব একটা সহজ নয়। নিজেই জানিয়েছিলেন তিনি একটা সময় রেলস্টেশনের বাথরুমে গিয়ে জামা ছেড়েছিলেন তিনি। হাতে সময় ছিল না, সেই মুহূর্তে সেটাই হয়ে ওঠে তাঁর গ্রিনরুম।