Kartik Month 2023: কার্তিক মাসে এই খাবার খেলেই হবে বিপদ! বাদ পড়বেন লক্ষ্মী-বিষ্ণুর আশীর্বাদ থেকেও
TV9 Bangla Digital | Edited By: দীপ্তা দাস
Oct 31, 2023 | 4:29 PM
Hindu Rules: কার্তিক মাসে রীতি ও নিয়ম মেনে বিষ্ণু ও লক্ষ্মীর আরাধনা করলে ঘরে সুখ ও সাফল্য বজায় থাকে, চিরতরে। ধ্যান ও আত্মাকে জাগ্রত করার জন্য এই মাস হল সেরা। পুরাণ মতে, এই পবিত্র মাসে উপবাস রেখে বিষ্ণুর আরাধনা করলে জীবনের সমস্যা, অশান্তি ও দুর্ভোগ কেটে যায়।
1 / 11
হিন্দু ক্যালেন্ডার অনুসারে, আশ্বিন মাস শেষ, গত ২৯ অক্টোবর রবিবার থেকে শুরু হয়েছে কার্তিক মাস। এই মাস আবার বিষ্ণুর খুব প্রিয় মাস। হিন্দুধর্মে এই মাসকে অত্যন্ত পবিত্র বলে মনে করা হয়। শুধু তাই ন, এই মাসে বিষ্ণু, লক্ষ্মী ও শ্রীকৃষ্ণের পুজো করার রীতি রয়েছে।
2 / 11
কার্তিক মাসে রীতি ও নিয়ম মেনে বিষ্ণু ও লক্ষ্মীর আরাধনা করলে ঘরে সুখ ও সাফল্য বজায় থাকে, চিরতরে। ধ্যান ও আত্মাকে জাগ্রত করার জন্য এই মাস হল সেরা। পুরাণ মতে, এই পবিত্র মাসে উপবাস রেখে বিষ্ণুর আরাধনা করলে জীবনের সমস্যা, অশান্তি ও দুর্ভোগ কেটে যায়।
3 / 11
কার্তিক মাসে শুধু পুজোপার্বণই নয়, খাওয়া-দাওয়া নিয়েও শাস্ত্রের বেশ কিছু নিয়মের কথা উল্লেখ রয়েছে। এই মাসে জপ, তপস্যা, উপবাস ও ধ্যান ইত্যাদির বিশেষ গুরুত্ব রয়েছে। নিয়ম অনুযায়ী, মাটিতে শয়ন, ব্রহ্মচর্য পালন, প্রদীপ দান ও তুলসী গাছ পূজা করলে এ জন্মেই মোক্ষ লাভ করতে পারেন ভক্তরা।
4 / 11
কার্তিক মাসে গাজর, বেগুন, লাউ ও করলা একেবারেই খাবেন না। এছাড়া যে সব ফলে প্রচুর বীজ রয়েছে, সেই সব ফল খাওয়া থেকে বিরত থাকুন এই পবিত্র মাসে। শুধু তাই নয়, এই মাসে গুড় খেলে বা দান করলে সুফল পাওয়া যায়।
5 / 11
কার্তিক মাসে ভুল করেও আমিষ জাতীয় খাবার গ্রহণ করবেন না। বিশ্বাস করা হয় এই সময় মাছ-মাংস-ডিম-সহ আমিষ খাবার খেলে নরকেও ঠাঁই হবে না। তাই এই সময় বাইরের খাবার খাওয়া থেকেও বিরত থাকুন।
6 / 11
কার্তিক মাসে প্রতিদিন গুড় খাওয়া উচিত। খাবার হজমের জন্য গুড় খাওয়া ভাল। এছাড়া আবহাওয়ার খামখেয়ালির জন্য গুড় রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করতে সাহায্য করে। পাশাপাশি গুড় রক্তচাপ নিয়ন্ত্রণ করতে ও সর্দি-কাশির সমস্যা দূর করতেও সাহায্য করে।
7 / 11
এই মাসে উরদ, মুগ, মসুর, ছোলা, মটর, সরষে খাওয়া নিষিদ্ধ। পূণ্যিলাভ করতে হলে এ মাসে এই ডাল শস্য খাবেন না। এছাড়া ভাত খাওয়ার পর দুপুরে ঘুমাবেন না। এই নিয়মও উল্লেখ রয়েছে শাস্ত্রে।
8 / 11
কার্তিক মাসে প্রতিদিন তুলসী গাছে প্রদীপ জ্বালানো উচিত। প্রতি রাতে ভগবান বিষ্ণু ও লক্ষ্মীর আরাধনা করলে বাড়িতে ধন-সম্পদ বৃদ্ধি পায়। ঘরে দেবী লক্ষ্মীর আগমন ঘটে। এছাড়া এই মাসে তুলসী গাছ শুকিয়ে গেলে নতুন গাছ রোপন করতে পারেন। এতে দাম্পত্য জীবনে সুখ বৃদ্ধি হয়।
9 / 11
কার্তিক মাসের শুরুতেই শীতের শিরশিরানি অনুভব করা যায়। চলে আবহাওয়ার খামখেয়ালি। তাই এই সময় ঠান্ডা জাতীয় কোনও পানীয় ও খাবার খাবেন না। শরীর ও আধ্যাত্মিক দিক থেকে এই নিয়ম মেনে চলে।
10 / 11
এই পবিত্র মাসে শরীরে তেল মাখাও নিষিদ্ধ। কার্তিক মাসের শরীরে তেল না মাখানোর কথা শাস্ত্রে আছে। এমনকি স্নান করে তেল মাখাও উচিত নয়। এতে গ্রহদোষ ও শনির দোষ হতে পারে।
11 / 11
কার্তিক মাসে সূর্যোদয়ের পর স্নান করলে পুণ্য হওয়া আটকে যেতে পারে। সূর্যোদয়ের আগে স্নান করলে রোগ ও পাপ উভয়ই বিনাশ হয়। কার্তিক মাস জুড়ে স্নানের মাধ্যমে ঈশ্বরের প্রতি ভালবাসা ও সুখ অর্জনে সহায়তা করে। দুঃখ-কষ্ট দূর হয়। জীবনে সব দিক সামঞ্জস্য বাড়ে। তবে শীতের সকালে যদি স্নান করতে না পারেন, তাহলে কার্তিক মাসের শেষ ৩ দিনে ওমকার জপ করে- ত্রয়োদশী, চতুর্দশী ও পূর্ণিমার দিনগুলিতে সূর্যোদয়ের আগে স্নান করে সুফল পেতে পারেন। গোটা কার্তিক মাস জুড়ে স্নান করার একটি তাত্পর্য রয়েছে।