Guinness World Record: ফের গিনেস বুকে কাশ্মীরি সাইক্লিস্ট আদিল তেলি

Adil Teli: ফের গিনেস বুকে নাম তুললেন কাশ্মীরি সাইক্লিস্ট আদিল তেলি। সাইকেল চালিয়ে আদিল লেহ থেকে মানালি পর্যন্ত ৪৫০ কিমি দূরত্ব অতিক্রম করেছেন ২৯ ঘণ্টা ১৮ মিনিট ২১ সেকেন্ডে। তিনি এর আগে ২০২০ সালে ৮ দিন, ১ ঘন্টা এবং ৩৭ মিনিটে কাশ্মীর থেকে কন্যাকুমারী পর্যন্ত সাইকেল চালিয়ে গিনেস ওয়ার্ল্ড রেকর্ড গড়েছিলেন।

| Edited By: | Updated on: Sep 16, 2022 | 6:30 AM
ফের গিনেস বুকে নাম তুললেন কাশ্মীরি সাইক্লিস্ট আদিল তেলি (Adil Teli)। সাইকেল চালিয়ে আদিল লেহ থেকে মানালি পর্যন্ত ৪৫০ কিমি দূরত্ব অতিক্রম করেছেন ২৯ ঘণ্টা ১৮ মিনিট ২১ সেকেন্ডে। (ছবি- আদিল তেলি টুইটার)

ফের গিনেস বুকে নাম তুললেন কাশ্মীরি সাইক্লিস্ট আদিল তেলি (Adil Teli)। সাইকেল চালিয়ে আদিল লেহ থেকে মানালি পর্যন্ত ৪৫০ কিমি দূরত্ব অতিক্রম করেছেন ২৯ ঘণ্টা ১৮ মিনিট ২১ সেকেন্ডে। (ছবি- আদিল তেলি টুইটার)

1 / 5
আদিল এর আগে ২০২০ সালে ৮ দিন, ১ ঘন্টা এবং ৩৭ মিনিটে কাশ্মীর থেকে কন্যাকুমারী পর্যন্ত সাইকেল চালিয়ে গিনেস ওয়ার্ল্ড রেকর্ড গড়েছিলেন। (ছবি- আদিল তেলি টুইটার)

আদিল এর আগে ২০২০ সালে ৮ দিন, ১ ঘন্টা এবং ৩৭ মিনিটে কাশ্মীর থেকে কন্যাকুমারী পর্যন্ত সাইকেল চালিয়ে গিনেস ওয়ার্ল্ড রেকর্ড গড়েছিলেন। (ছবি- আদিল তেলি টুইটার)

2 / 5
বছর ২৪ এর আদিলের বাড়ি কাশ্মীরের বুদগাম জেলার নারবালে। ৯ সেপ্টেম্বরে শ্রীনগর থেকে পর্যটন সচিব সারমাদ হাফিজের সঙ্গে আদিল পতাকা দেখিয়ে প্রচার শুরু করেন। রবিবার ভোর ৫টা ৪১ মিনিটে লেহ থেকে অভিযান শুরু করেন তিনি। কঠিন ভূখণ্ডের মধ্য দিয়ে প্যাডেল করে আদিল তাংলাং লা, লুচুলাং লা, নাকি লা, বার্চা লা, রোহতাং এর মতো জায়গায় দিয়ে পেরিয়ে যান। (ছবি- আদিল তেলি টুইটার)

বছর ২৪ এর আদিলের বাড়ি কাশ্মীরের বুদগাম জেলার নারবালে। ৯ সেপ্টেম্বরে শ্রীনগর থেকে পর্যটন সচিব সারমাদ হাফিজের সঙ্গে আদিল পতাকা দেখিয়ে প্রচার শুরু করেন। রবিবার ভোর ৫টা ৪১ মিনিটে লেহ থেকে অভিযান শুরু করেন তিনি। কঠিন ভূখণ্ডের মধ্য দিয়ে প্যাডেল করে আদিল তাংলাং লা, লুচুলাং লা, নাকি লা, বার্চা লা, রোহতাং এর মতো জায়গায় দিয়ে পেরিয়ে যান। (ছবি- আদিল তেলি টুইটার)

3 / 5
নয়া গিনেস রেকর্ড গড়ে আদিল বলেন, "আমি আমার স্বপ্নপূরণের জন্য ঘুম ও বিশ্রাম ছাড়াই সাইকেল চালিয়েছি। এই অভিযান চলাকালীন, আমি ফিজিওথেরাপিস্ট চেক-আপ এবং রিফ্রেশমেন্টের জন্য মাত্র ৪০ মিনিট বিশ্রাম নিয়েছিলাম। আমি এই সমস্ত চ্যালেঞ্জের জন্য প্রস্তুত ছিলাম। লাদাখে ৪৫ দিন কাটিয়ে, আমি অভিযানের জন্য প্রস্তুতি নিয়েছিলাম। এবং ইতিমধ্যে সেখানকার পরিবেশের সঙ্গে খাপ খাইয়ে নিয়েছিলাম।" (ছবি- আদিল তেলি টুইটার)

নয়া গিনেস রেকর্ড গড়ে আদিল বলেন, "আমি আমার স্বপ্নপূরণের জন্য ঘুম ও বিশ্রাম ছাড়াই সাইকেল চালিয়েছি। এই অভিযান চলাকালীন, আমি ফিজিওথেরাপিস্ট চেক-আপ এবং রিফ্রেশমেন্টের জন্য মাত্র ৪০ মিনিট বিশ্রাম নিয়েছিলাম। আমি এই সমস্ত চ্যালেঞ্জের জন্য প্রস্তুত ছিলাম। লাদাখে ৪৫ দিন কাটিয়ে, আমি অভিযানের জন্য প্রস্তুতি নিয়েছিলাম। এবং ইতিমধ্যে সেখানকার পরিবেশের সঙ্গে খাপ খাইয়ে নিয়েছিলাম।" (ছবি- আদিল তেলি টুইটার)

4 / 5
আদিলের অভিযানটি স্পনসর করেছিল জম্মু ও কাশ্মীরের পর্যটন বিভাগ। তিনি সরকারকে ধন্যবাদ জানিয়ে বলেন, "তাদের স্পনসরশিপ না থাকলে আমি এই অভিযানটা সম্পন্ন করতে পারতাম না।" তেলি ভারতের সুপরিচিত ল্যান্ডস্কেপ আর্কিটেক্ট এবং জয়পুরের মণিপাল বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক অক্ষয় কাউলকে বিশেষ ধন্যবাদ জানান। পাশাপাশি তিনি বলেন, "আমি আমার সাফল্য আমার বাবা-মা এবং কাশ্মীরের জনগণকে উৎসর্গ করছি।" (ছবি- আদিল তেলি টুইটার)

আদিলের অভিযানটি স্পনসর করেছিল জম্মু ও কাশ্মীরের পর্যটন বিভাগ। তিনি সরকারকে ধন্যবাদ জানিয়ে বলেন, "তাদের স্পনসরশিপ না থাকলে আমি এই অভিযানটা সম্পন্ন করতে পারতাম না।" তেলি ভারতের সুপরিচিত ল্যান্ডস্কেপ আর্কিটেক্ট এবং জয়পুরের মণিপাল বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক অক্ষয় কাউলকে বিশেষ ধন্যবাদ জানান। পাশাপাশি তিনি বলেন, "আমি আমার সাফল্য আমার বাবা-মা এবং কাশ্মীরের জনগণকে উৎসর্গ করছি।" (ছবি- আদিল তেলি টুইটার)

5 / 5
Follow Us: