প্রশ্ন থেকেই যাচ্ছে। যদিও একবার বিচ্ছেদকে ঘিরে প্রশ্ন ওঠায় এবার আর সম্পর্ক নিয়ে কথা বলতে চান না তিনি। এক সাক্ষাৎকারে জানিয়েছিলেন তিনি ব্যক্তিগত জীবন নিয়ে কথা বলতে পছন্দ করেন না।
তবে কিয়ারা নামটি নিজেই পছন্দ করেছিলেন অভিনেত্রী। প্রিয়াঙ্কা চোপড়ার আনজানা আনজানি ছবিটি খুব পছন্দের ছিল তাঁর। সেই ছবিতে প্রিয়াঙ্কার নাম ছিল কিয়ারা। সেই কারণেই তিনি নিজের নাম বদল করে রেখেছিলেন কিয়ারা আডবাণী।
ছবি দেখার পর কিয়ারা ভেবেছিলেন এই কিয়ারা নামটি তাঁর যদি মেয়ে হয় তিনি রাখবেন। তবে তেমনটা ঘটেনি। তার আগেই সলমনের উপদেশে তাঁকে নাম পরিবর্তন করতে হয়। তখনই তিনি এই নামটি নিজের জন্য পছন্দ করে নিয়েছিলেন।
বলিউডে আসার আগে কিয়ারা মায়ের সঙ্গে একটি ডিল করেছিলেন। অভিনয় নিয়ে পরিবার থেকে ছিল না কোনও আপত্তি। তবে মায়ের ছিল একটি শর্ত। কিয়ারা ড্রপ আউট করতে পারবেন না। তাই কলেজ শেষ করেই কেরিয়ারে মন দিয়েছিলেন কিয়ারা।
২০১৪ সালে বলিউডে প্রথম হাতেখড়ি হয়েছিল কিয়ারা আডবাণীর। এখনও পর্যন্ত ৮৮০ কোটি টাকা আয় করেছে তাঁর ছবি। ফলে ১০০০ কোটি হতে খুব বেশি দেরি নেই। এখনও পর্যন্ত কবীর সিং ছবি সর্বাধিক আয় করেছে বক্স অফিসে।
বর্তমানে যুগ যুগ জিও ছবি রমরমীয়ে চলছে সিনেমাহলে। এখনও পর্যন্ত এই ছবি মোট আয় করেছে ৪১ কোটি টাকা। কেরিয়ার শুরু হয়েছিল বক্স অফিস কালেকশন ৫.৬ কোটি টাকা দিয়ে, তবে বর্তমানে কিয়ারা মানেই ছবির বাজার বেশ কিছুটা এগিয়ে বলেই মনে করছেন একশ্রেণীর ভক্তরা।