Bijli Song: বি-টাউন ‘আইটেম গার্ল’ এবার কিয়ারা, মুন্নি-শিলা ভুলে ‘বিজলি’তে মাত নেটপাড়া

Kiara Advani: কিয়ারা আডবানির চাহিদা বর্তমানে তুঙ্গে। একের পর এক ভাল ছবি তিনি দর্শকদের উপহার দিয়েছেন। এবার ভিকির সঙ্গে জুটি বেঁধে আইটেম ডান্সে মাতলেন তিনি।

| Edited By: | Updated on: Nov 25, 2022 | 7:10 PM
বলিউডের নিজস্ব একটি ঘরানা রয়েছে। যা যুগে-যুগে কালে-কালে সকলের মনে হিন্দি ছবির একটি ছকে বাঁধা সমীকরণ তৈরি করে। গল্পে থাকে মেলোড্রামা, ক্লাইম্যাক্সে অ্যাকশন, সঙ্গে একটি আইটেম ডান্স হলে আর কথাই নেই।

বলিউডের নিজস্ব একটি ঘরানা রয়েছে। যা যুগে-যুগে কালে-কালে সকলের মনে হিন্দি ছবির একটি ছকে বাঁধা সমীকরণ তৈরি করে। গল্পে থাকে মেলোড্রামা, ক্লাইম্যাক্সে অ্যাকশন, সঙ্গে একটি আইটেম ডান্স হলে আর কথাই নেই।

1 / 5
সময়ের সঙ্গে সঙ্গে ছবির স্বাদ বদল ঘটলেও মাঝে মধ্যেই চেনা ছকে ধরা পড়ে নিত্য নতুন পুরোনো ধাঁচের ছবি। যেখানে আইটেম ডান্স-ই হয়ে ওঠে ছবির ইউএসপি।

সময়ের সঙ্গে সঙ্গে ছবির স্বাদ বদল ঘটলেও মাঝে মধ্যেই চেনা ছকে ধরা পড়ে নিত্য নতুন পুরোনো ধাঁচের ছবি। যেখানে আইটেম ডান্স-ই হয়ে ওঠে ছবির ইউএসপি।

2 / 5
সম্প্রতি ভিকি কৌশকলের আগামী ছবি গোবিন্দা নাম মেরা চর্চায়। সেখানেই এবার আইটেম গার্ল হিসেবে হাতেখড়ি হল কিয়ারা আডবানির। এর আগে তাঁকে এই লুকে দেখা যায়নি।

সম্প্রতি ভিকি কৌশকলের আগামী ছবি গোবিন্দা নাম মেরা চর্চায়। সেখানেই এবার আইটেম গার্ল হিসেবে হাতেখড়ি হল কিয়ারা আডবানির। এর আগে তাঁকে এই লুকে দেখা যায়নি।

3 / 5
কিয়ারা আডবানির চাহিদা বর্তমানে তুঙ্গে। একের পর এক ভাল ছবি তিনি দর্শকদের উপহার দিয়েছেন। এবার ভিকির সঙ্গে জুটি বেঁধে আইটেম ডান্সে মাতলেন তিনি।

কিয়ারা আডবানির চাহিদা বর্তমানে তুঙ্গে। একের পর এক ভাল ছবি তিনি দর্শকদের উপহার দিয়েছেন। এবার ভিকির সঙ্গে জুটি বেঁধে আইটেম ডান্সে মাতলেন তিনি।

4 / 5
গান মুক্তি পাওয়া মাত্রই তা সকলের নজর কাড়ে। মুহূর্তে তা ভিউ ছাড়ায় ২ মিলিয়ান। মাত্র ৮ ঘণ্টায় গানর এই রিচ দেখা মাত্রই নেটপাড়ার কাছে স্পষ্ট হয়ে যায় আইটেম গার্ল হিসেবে কিয়ারা এখন নয়া মুখও বটে।

গান মুক্তি পাওয়া মাত্রই তা সকলের নজর কাড়ে। মুহূর্তে তা ভিউ ছাড়ায় ২ মিলিয়ান। মাত্র ৮ ঘণ্টায় গানর এই রিচ দেখা মাত্রই নেটপাড়ার কাছে স্পষ্ট হয়ে যায় আইটেম গার্ল হিসেবে কিয়ারা এখন নয়া মুখও বটে।

5 / 5
Follow Us: