
চুমু খেয়ে কমাতে পারেন ক্যালোরি। যদি 'প্যাসোনেট' ভাবে চুমু খান তাহলে প্রতি মিনিটে ৭ থেকে ২৪ ক্যালোরি কমাতে পারবেন।

চুমু খেলে ভাল থাকে দাঁতও। কীভাবে? হিউম্যান স্যালিভার মধ্যে প্রচুর মিনারেল রয়েছে এবং এর মধ্যে অ্যান্টিব্যাকটেরিয়াল উপাদানও রয়েছে। যখন চুম্বন করা হয় তখন আমরা আরও বেশি পরিমাণে স্যালিভা উৎপাদন করি যা আমাদের দাঁতের স্বাস্থ্যের জন্য খুব উপযোগী।

কিসিং প্রিন্ট দিয়ে ধরা যেতে পারে অপরাধীকেও। অবাক হচ্ছেন? জার্নাল অফ ফরেনসিক ডেন্টাল সায়েন্সের মতে, চুমু হচ্ছে স্নোফ্লেক্সের মতো। প্রত্যেক মানুষের ঠোঁটের প্রিন্ট আলাদা এবং ভিন্ন হয়। আদালত এই ঠোঁটের প্রিন্টই অনেক ক্ষেত্রে ব্যবহার করা হয় প্রমাণ হিসাবে।

বৈজ্ঞানিক গবেষণায় চুম্বনকে বলা হয় ফিলেমেটালজি। গ্রিক শব্দ 'ফিলোস' থেকে উদ্ভূত, যার অর্থ পার্থিব প্রেম, বিজ্ঞান বিভিন্ন সংস্কৃতির জন্য 'চুম্বন' এর অর্থ কী তা দেখায়। গবেষণাটি চিকিৎসা বিজ্ঞান, ইতিহাস, নৃবিজ্ঞান এবং অন্যান্য অনেক বিষয় বিবেচনা করে।

চুম্বন আদতে স্বাস্থ্যের জন্য ভাল। চুম্বনের মাধ্যমে আপনি স্যালিভা তো আদান-প্রদান করছেনই, এর পাশাপাশি এটি অন্যান্য শারীরিক অবস্থার জন্যও ভাল, এমনটাই দেখা গেছে বহু গবেষণায়। মানসিক স্বাস্থ্যের ওপরও প্রভাব ফেলে চুম্বন।

বিশ্বের দীর্ঘতম চুম্বন ছিল ৫৮ ঘণ্টারও বেশি। Ekkachai Tiranarat ও Laksana Tiranarat নামক থাই দম্পতির রয়েছে এই রেকর্ড। ২০১৩ সালে তাঁরা এই রেকর্ড গড়ে।