Karim Benzema: ওয়েট্রেস থেকে বেঞ্জেমার বান্ধবী…

TV9 Bangla Digital | Edited By: সঙ্ঘমিত্রা চক্রবর্ত্তী

Sep 06, 2022 | 10:00 AM

রিয়াল মাদ্রিদের তারকা ফুটবলার করিম বেঞ্জেমাকে কে না চেনেন? আর তাঁর বান্ধবীকে কি চেনেন? বেঞ্জেমার বান্ধবীর নাম জর্ডান ওজুনা। তিনি একটা সময় লাস ভেগাসের হুটার্স রেস্টুরেন্টের ওয়েট্রেস ছিলেন। আমেরিকান সুন্দরী বর্তমানে মডেলিংয়ের সঙ্গে যুক্ত। ৩২ বছর বয়সী ওজুনা একাধিক মডেলিং এজেন্সির সঙ্গে যুক্ত।

1 / 5
রিয়াল মাদ্রিদের (Real Madrid) তারকা ফুটবলার করিম বেঞ্জেমাকে (Karim Benzema) কে না চেনেন? আর তাঁর বান্ধবীকে কি চেনেন? বেঞ্জেমার বান্ধবীর নাম জর্ডান ওজুনা (Jordan Ozuna)। (ছবি-জর্ডান ওজুনা ইন্সটাগ্রাম)

রিয়াল মাদ্রিদের (Real Madrid) তারকা ফুটবলার করিম বেঞ্জেমাকে (Karim Benzema) কে না চেনেন? আর তাঁর বান্ধবীকে কি চেনেন? বেঞ্জেমার বান্ধবীর নাম জর্ডান ওজুনা (Jordan Ozuna)। (ছবি-জর্ডান ওজুনা ইন্সটাগ্রাম)

2 / 5
বেঞ্জেমার বান্ধবী জর্ডান ওজুনা একটা সময় লাস ভেগাসের হুটার্স রেস্টুরেন্টের ওয়েট্রেস ছিলেন। পরবর্তীকালে পেশা বদলে ফেলেন তিনি। আমেরিকান সুন্দরী বর্তমানে মডেলিংয়ের সঙ্গে যুক্ত। (ছবি-জর্ডান ওজুনা ইন্সটাগ্রাম)

বেঞ্জেমার বান্ধবী জর্ডান ওজুনা একটা সময় লাস ভেগাসের হুটার্স রেস্টুরেন্টের ওয়েট্রেস ছিলেন। পরবর্তীকালে পেশা বদলে ফেলেন তিনি। আমেরিকান সুন্দরী বর্তমানে মডেলিংয়ের সঙ্গে যুক্ত। (ছবি-জর্ডান ওজুনা ইন্সটাগ্রাম)

3 / 5
৩২ বছর বয়সী ওজুনা একাধিক মডেলিং এজেন্সির সঙ্গে যুক্ত। সুন্দরী জর্ডান গত মাসেই ইন্সটাগ্রামে তাঁর ও বেঞ্জেমার সম্পর্কের খবরে শিলমোহর দেন। (ছবি-জর্ডান ওজুনা ইন্সটাগ্রাম)

৩২ বছর বয়সী ওজুনা একাধিক মডেলিং এজেন্সির সঙ্গে যুক্ত। সুন্দরী জর্ডান গত মাসেই ইন্সটাগ্রামে তাঁর ও বেঞ্জেমার সম্পর্কের খবরে শিলমোহর দেন। (ছবি-জর্ডান ওজুনা ইন্সটাগ্রাম)

4 / 5
রিয়াল মাদ্রিদের তারকা ফরোয়ার্ড ৩৪ বছর বয়সী করিম বেঞ্জেমা বর্তমানে ব্যস্ত লা লিগায়। গত বারের চ্যাম্পিয়ন্স লিগ খেতাব জয়ী রিয়াল মাদ্রিদ দলেও ছিলেন বেঞ্জেমা। তিনিই এ বারের কাতার বিশ্বকাপে ফ্রান্সকে নেতৃত্ব দেবেন। (ছবি-টুইটার)

রিয়াল মাদ্রিদের তারকা ফরোয়ার্ড ৩৪ বছর বয়সী করিম বেঞ্জেমা বর্তমানে ব্যস্ত লা লিগায়। গত বারের চ্যাম্পিয়ন্স লিগ খেতাব জয়ী রিয়াল মাদ্রিদ দলেও ছিলেন বেঞ্জেমা। তিনিই এ বারের কাতার বিশ্বকাপে ফ্রান্সকে নেতৃত্ব দেবেন। (ছবি-টুইটার)

5 / 5
নতুন মরসুমে লা লিগায় আপাতত রিয়াল মাদ্রিদ ৪টি ম্যাচে খেলেছেন। এবং রিয়ালের জার্সি গায়ে চাপিয়ে চলতি মরসুমে ইতিমধ্যেই ৩টি গোল করে ফেলেছেন করিম বেঞ্জেমা। (ছবি-করিম বেঞ্জেমা টুইটার)

নতুন মরসুমে লা লিগায় আপাতত রিয়াল মাদ্রিদ ৪টি ম্যাচে খেলেছেন। এবং রিয়ালের জার্সি গায়ে চাপিয়ে চলতি মরসুমে ইতিমধ্যেই ৩টি গোল করে ফেলেছেন করিম বেঞ্জেমা। (ছবি-করিম বেঞ্জেমা টুইটার)

Next Photo Gallery