AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

India’s Deadliest Train Accident: মৃত ৮০০ বেশি, নিখোঁজ অগুনতি মানুষ! ভারতের সবচেয়ে বড় রেল দুর্ঘটনা, জানেন এই ঘটনা?

India's Deadliest Train Accident: জানা যায়, ওই ট্রেন দুর্ঘটনায় প্রায় ৮০০ জন বা তাঁর বেশি মানুষের মৃত্যু হয়। যদিও সরকারি পরিসংখ্যান অনুসারে, ১২ জুন দুপুরের মধ্যে সরকার ২০০টি মরদেহ উদ্ধার করে।

| Updated on: Feb 16, 2025 | 2:00 PM
Share
প্রথমে কুম্ভ মেলা তারপরে নয়াদিল্লি রেল স্টেশন। শনিবার রাতে মর্মান্তিক ঘটনায় পদপিষ্ট হয়ে মৃত্যু হয়েছে ১৮ জনের। ২০২৩ সালে উড়িষ্যার বালাসোরে ট্রেন দুর্ঘটনায় মৃত্যু হয়েছে ২৮৯ জনের, আহত হয়েছিলেন ৯০০ জন। তারপরেও ছোট বড় বহু ট্রেন দুর্ঘটনার ঘটনা ঘটেছে। তবে জানেন ভারতের ইতিহাসে সবচেয়ে বড় ট্রেন দুর্ঘটনা কোনটি? সেই দুর্ঘটনার মৃত্যু হয়েছিল ৮০০ জনের।

প্রথমে কুম্ভ মেলা তারপরে নয়াদিল্লি রেল স্টেশন। শনিবার রাতে মর্মান্তিক ঘটনায় পদপিষ্ট হয়ে মৃত্যু হয়েছে ১৮ জনের। ২০২৩ সালে উড়িষ্যার বালাসোরে ট্রেন দুর্ঘটনায় মৃত্যু হয়েছে ২৮৯ জনের, আহত হয়েছিলেন ৯০০ জন। তারপরেও ছোট বড় বহু ট্রেন দুর্ঘটনার ঘটনা ঘটেছে। তবে জানেন ভারতের ইতিহাসে সবচেয়ে বড় ট্রেন দুর্ঘটনা কোনটি? সেই দুর্ঘটনার মৃত্যু হয়েছিল ৮০০ জনের।

1 / 10
বিশ্বে দ্বিতীয় সবচেয়ে বড় এবং ভারতে এখনও সবচেয়ে বড় এবং ভয়ানক ট্রেন দুর্ঘটনা ঘটেছিল ১৯৮১ সালে। জুন মাসের ৬ তারিখ বিহারে ৯টি বগি নিয়ে একটি লোকাল প্যাসেঞ্জার ট্রেন যাত্রা করছিল। ভিড়ে ঠাসা ট্রেন। তার উপর আবার জুন মাসে মনে বিয়ের মরসুম। তাই বিয়েতে যাচ্ছিলেন বহু যাত্রী।

বিশ্বে দ্বিতীয় সবচেয়ে বড় এবং ভারতে এখনও সবচেয়ে বড় এবং ভয়ানক ট্রেন দুর্ঘটনা ঘটেছিল ১৯৮১ সালে। জুন মাসের ৬ তারিখ বিহারে ৯টি বগি নিয়ে একটি লোকাল প্যাসেঞ্জার ট্রেন যাত্রা করছিল। ভিড়ে ঠাসা ট্রেন। তার উপর আবার জুন মাসে মনে বিয়ের মরসুম। তাই বিয়েতে যাচ্ছিলেন বহু যাত্রী।

2 / 10
সেই যাত্রা আর সম্পন্ন হয়নি। বিহারের বাঘমতি নদী পেরনোর সময় ৯টির মধ্যে ৭টি বগি নিয়ে নদীতে ভেঙে পড়ে ট্রেন। জানা যায় ওই একই সময়ে বিহারের বালাঘাটে চলছিল প্রবল ঘূর্ণিঝড়ের দাপট। ফলে উদ্ধার কাজ হয়ে দাঁড়ায় আরও কঠিন।

সেই যাত্রা আর সম্পন্ন হয়নি। বিহারের বাঘমতি নদী পেরনোর সময় ৯টির মধ্যে ৭টি বগি নিয়ে নদীতে ভেঙে পড়ে ট্রেন। জানা যায় ওই একই সময়ে বিহারের বালাঘাটে চলছিল প্রবল ঘূর্ণিঝড়ের দাপট। ফলে উদ্ধার কাজ হয়ে দাঁড়ায় আরও কঠিন।

3 / 10
জানা যায়, ওই ট্রেন দুর্ঘটনায় প্রায় ৮০০ জন বা তাঁর বেশি মানুষের মৃত্যু হয়। যদিও সরকারি পরিসংখ্যান অনুসারে, ১২ জুন দুপুরের মধ্যে সরকার ২০০টি মরদেহ উদ্ধার করে। সরকারি ভাবে ২৩৫ জনের মৃত্যুর কথা ঘোষণা করে। ৩ জনের কোনও খোঁজ পাওয়া যায়নি। ৮৮ জনকে জীবিত উদ্ধার করা হয়।

জানা যায়, ওই ট্রেন দুর্ঘটনায় প্রায় ৮০০ জন বা তাঁর বেশি মানুষের মৃত্যু হয়। যদিও সরকারি পরিসংখ্যান অনুসারে, ১২ জুন দুপুরের মধ্যে সরকার ২০০টি মরদেহ উদ্ধার করে। সরকারি ভাবে ২৩৫ জনের মৃত্যুর কথা ঘোষণা করে। ৩ জনের কোনও খোঁজ পাওয়া যায়নি। ৮৮ জনকে জীবিত উদ্ধার করা হয়।

4 / 10
হিন্দি সংবাদমাধ্যম জাগরণের একটি প্রতিবেদন অনুসারে, সরকারি আধিকারিক সূত্রে খবর বাস্তবে মৃতের সংখ্যা ১০০০-৩০০০জনের মধ্যেও হতে পারে। আসলে। বাকি মৃত দেহ নদীর জলে ভেসে গিয়ে থাকতে পারে।

হিন্দি সংবাদমাধ্যম জাগরণের একটি প্রতিবেদন অনুসারে, সরকারি আধিকারিক সূত্রে খবর বাস্তবে মৃতের সংখ্যা ১০০০-৩০০০জনের মধ্যেও হতে পারে। আসলে। বাকি মৃত দেহ নদীর জলে ভেসে গিয়ে থাকতে পারে।

5 / 10
আসলে সহরসা-মানসী রেলপথে ওই প্যাসেঞ্জার ট্রেনে কত জন যাত্রী ছিল তাই সঠিক ভাবে জানা যায় না। ধামার ঘাটে ৫১ নম্বর সেতু ভেঙে পড়ে ঘটে সেই মর্মান্তিক দুর্ঘটনা।

আসলে সহরসা-মানসী রেলপথে ওই প্যাসেঞ্জার ট্রেনে কত জন যাত্রী ছিল তাই সঠিক ভাবে জানা যায় না। ধামার ঘাটে ৫১ নম্বর সেতু ভেঙে পড়ে ঘটে সেই মর্মান্তিক দুর্ঘটনা।

6 / 10
কী ভাবে দুর্ঘটনা ঘটল তা সঠিক ভাবে জানা যায় না। প্রধানত দুটি তত্ত্ব উঠে আসে। প্রথমত, কেউ কেউ মনে করেন, রেল ট্র্যাকে মোষ এসে পড়ে হঠাৎ করে। তাকে বাঁচাতে গিয়ে ব্রেক কষে চালক। লাগাতার বৃষ্টি হওয়ায় স্লিপ করে সেতু ভেঙে নদীতে পড়ে যায় ট্রেন।

কী ভাবে দুর্ঘটনা ঘটল তা সঠিক ভাবে জানা যায় না। প্রধানত দুটি তত্ত্ব উঠে আসে। প্রথমত, কেউ কেউ মনে করেন, রেল ট্র্যাকে মোষ এসে পড়ে হঠাৎ করে। তাকে বাঁচাতে গিয়ে ব্রেক কষে চালক। লাগাতার বৃষ্টি হওয়ায় স্লিপ করে সেতু ভেঙে নদীতে পড়ে যায় ট্রেন।

7 / 10
অন্য আরেকটি তত্ত্ব উঠে আসে। সেই সময় চলছিল ঘূর্ণিঝড়। স্বাভাবিক ভাবেই বন্ধ ছিল ট্রেনের সব দরজা জানলা। ফলে বাতাস চলাচলের জায়গা বন্ধ হয়ে যায়। ঝড়ো হাওয়া চলাচল করতে না পারায়, প্রচণ্ড দাপটের কারণে উলটে যায় ট্রেনটি।

অন্য আরেকটি তত্ত্ব উঠে আসে। সেই সময় চলছিল ঘূর্ণিঝড়। স্বাভাবিক ভাবেই বন্ধ ছিল ট্রেনের সব দরজা জানলা। ফলে বাতাস চলাচলের জায়গা বন্ধ হয়ে যায়। ঝড়ো হাওয়া চলাচল করতে না পারায়, প্রচণ্ড দাপটের কারণে উলটে যায় ট্রেনটি।

8 / 10
জানা যায়, ওই ট্রেনে চারটি বিয়ে বাড়িতে নিমন্ত্রিতে ভরা যাত্রী ছিল। তবে সবচেয়ে লজ্জাজনক বিষয় হল এত বড় দুর্ঘটনা দেখেই ছুটে আশেপাশের বহু মানুষ। কিন্তু উদ্ধার কাজ চালানোর বদলে নদীতে নেমেই চলে লুঠতরাজ। পরে পুলিশ আশেপাশের কয়েকটি গ্রামে তল্লাশি চালিয়ে যাত্রীদের বহু সামগ্রী উদ্ধার করে।

জানা যায়, ওই ট্রেনে চারটি বিয়ে বাড়িতে নিমন্ত্রিতে ভরা যাত্রী ছিল। তবে সবচেয়ে লজ্জাজনক বিষয় হল এত বড় দুর্ঘটনা দেখেই ছুটে আশেপাশের বহু মানুষ। কিন্তু উদ্ধার কাজ চালানোর বদলে নদীতে নেমেই চলে লুঠতরাজ। পরে পুলিশ আশেপাশের কয়েকটি গ্রামে তল্লাশি চালিয়ে যাত্রীদের বহু সামগ্রী উদ্ধার করে।

9 / 10
পৃথিবীর ইতিহাসে সবচেয়ে বড় ট্রেন দুর্ঘটনা ঘটে ২০০৪ সালে। ভারতে পড়শি দ্বীপরাষ্ট্র শ্রীলঙ্কায়। ১৭০০ জনের বেশি যাত্রী নিয়ে পাড়ি দিয়েছিল 'ওশান কুইন এক্সপ্রেস', কিন্তু ভয়ানক সুনামীর ঢেউয়ের ঝাপটায় জল তলায় ডুবে যায় সেই ট্রেন। ঘটনায় ১০০০ জনের বেশি যাত্রীর মৃত্যু হয়। (সব ছবি - Getty Images)

পৃথিবীর ইতিহাসে সবচেয়ে বড় ট্রেন দুর্ঘটনা ঘটে ২০০৪ সালে। ভারতে পড়শি দ্বীপরাষ্ট্র শ্রীলঙ্কায়। ১৭০০ জনের বেশি যাত্রী নিয়ে পাড়ি দিয়েছিল 'ওশান কুইন এক্সপ্রেস', কিন্তু ভয়ানক সুনামীর ঢেউয়ের ঝাপটায় জল তলায় ডুবে যায় সেই ট্রেন। ঘটনায় ১০০০ জনের বেশি যাত্রীর মৃত্যু হয়। (সব ছবি - Getty Images)

10 / 10