Nora Fatehi Struggle: মাত্র ৫০০০ টাকা পকেটে বলিউডে পা রেখেছিলেন নোরা, বর্তমানে কত কোটির মালিক নোরা

TV9 Bangla Digital | Edited By: অমর্ত্য মুখোপাধ্য়ায়

Aug 08, 2022 | 5:58 PM

Total Assets: হার মানেননি তিনি। পরে ছিলেন মাটি কামড়ে। স্বপ্ন ছিল অভিনেত্রী হওয়ার। যদিও সেই সুযোগ খুব একটা আসেনি নোরার কেরিয়ারে।

1 / 5
ভারতের বুকে এসে ছবির দুনিয়ায় পাকাপাকি জায়গা করে নেওয়াটা খুব সহজ নয়। কানাডায় বেড়ে ওঠা নোরার জীবন ছিল খুব সাধারণ। আর পাঁচজনের মতই দিন কাটত তাঁর।

ভারতের বুকে এসে ছবির দুনিয়ায় পাকাপাকি জায়গা করে নেওয়াটা খুব সহজ নয়। কানাডায় বেড়ে ওঠা নোরার জীবন ছিল খুব সাধারণ। আর পাঁচজনের মতই দিন কাটত তাঁর।

2 / 5
স্কুলের পাশাপাশি বাড়তি কিছু পকেটমানির জন্য করতেন নানা ধরনের কাজ। যার মধ্যে একটি ছিল ওয়েটরের কাজও। গতবছর কুকিং-শোতে অংশগ্রহণ করে নিজের অভিজ্ঞতা শেয়ার করেছিলেন নোরা।

স্কুলের পাশাপাশি বাড়তি কিছু পকেটমানির জন্য করতেন নানা ধরনের কাজ। যার মধ্যে একটি ছিল ওয়েটরের কাজও। গতবছর কুকিং-শোতে অংশগ্রহণ করে নিজের অভিজ্ঞতা শেয়ার করেছিলেন নোরা।

3 / 5
জানিয়েছিলেন কানাডায় প্রায় সকলেই অতিরিক্ত আয়ের জন্য এমন কাজ করে থাকেন। নোরা ফাতেহিও তার ব্যতিক্রমী ছিলেন না। তবে এই কাজ করতে গিয়ে একাধিক সমস্যার সম্মুখীন হতে হয় তাঁকে।

জানিয়েছিলেন কানাডায় প্রায় সকলেই অতিরিক্ত আয়ের জন্য এমন কাজ করে থাকেন। নোরা ফাতেহিও তার ব্যতিক্রমী ছিলেন না। তবে এই কাজ করতে গিয়ে একাধিক সমস্যার সম্মুখীন হতে হয় তাঁকে।

4 / 5
ফলে এই কাজ যে ঠিক কতটা ধৈর্যের, কতটা সহ্য করতে হয়, তা তিনি নিজের জীবনে উপলব্ধি করেছেন। নোরা ছোট থেকে একাধিক কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে গিয়েছেন। বর্তমানে বিটাউনে তাঁর রাজত্ব হলেও, অতীত ভোলেননি তিনি।

ফলে এই কাজ যে ঠিক কতটা ধৈর্যের, কতটা সহ্য করতে হয়, তা তিনি নিজের জীবনে উপলব্ধি করেছেন। নোরা ছোট থেকে একাধিক কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে গিয়েছেন। বর্তমানে বিটাউনে তাঁর রাজত্ব হলেও, অতীত ভোলেননি তিনি।

5 / 5
বর্তমানে সেই নোরার পারিশ্রমিক শুনলে চোখ উঠবে কপালে। ছবি পিছু নোরা নিয়ে থাকেন ১ কোটি টাকা। মোট সম্পত্তির পরিমাণ ৩৮ কোটি টাকা। মাসে গড় আয় ৩০ লাখ।

বর্তমানে সেই নোরার পারিশ্রমিক শুনলে চোখ উঠবে কপালে। ছবি পিছু নোরা নিয়ে থাকেন ১ কোটি টাকা। মোট সম্পত্তির পরিমাণ ৩৮ কোটি টাকা। মাসে গড় আয় ৩০ লাখ।

Next Photo Gallery