Kailash Kher: মোটের ওপর ২০টি ভাষায় গান করেছেন কৈলাশ খের, ১০০০-এর বেশি বিজ্ঞাপনে দিয়েছেন গলা

TV9 Bangla Digital | Edited By: জয়িতা চন্দ্র

Jul 07, 2022 | 7:53 AM

Unknown Facts: ২০১৭ সালে পদ্মশ্রী পুরস্কার পেয়েছিলেন কৈলাশ খের। এছাড়াও তাঁর ঝুলিতে আছে একাধিক সঙ্গীত পুরস্কার। প্রথম আল্লাহ কে বন্দে হাসদে গানই জনপ্রিয়তার শীর্ষে এনে দিয়েছিল তাঁকে।

1 / 5
কৈলাশ খেরের সঙ্গীত শিক্ষা শুরু একাধিক পন্ডিত ব্যক্তিত্বের হাত ধরে। তবে তিনি সকলের মধ্যে থেকেও সঠিক শিক্ষা পাচ্ছিলেন না বলেই মনে করতেন। আর সেই কারণেই নিজে অতিরিক্ত সময় গান নিয়ে চর্চা করতেন।

কৈলাশ খেরের সঙ্গীত শিক্ষা শুরু একাধিক পন্ডিত ব্যক্তিত্বের হাত ধরে। তবে তিনি সকলের মধ্যে থেকেও সঠিক শিক্ষা পাচ্ছিলেন না বলেই মনে করতেন। আর সেই কারণেই নিজে অতিরিক্ত সময় গান নিয়ে চর্চা করতেন।

2 / 5
২০১৭ সালে পদ্মশ্রী পুরস্কার পেয়েছিলেন কৈলাশ খের। এছাড়াও তাঁর ঝুলিতে আছে একাধিক সঙ্গীত পুরস্কার। প্রথম আল্লাহ কে বন্দে হাসদে গানই জনপ্রিয়তার শীর্ষে এনে দিয়েছিল তাঁকে।

২০১৭ সালে পদ্মশ্রী পুরস্কার পেয়েছিলেন কৈলাশ খের। এছাড়াও তাঁর ঝুলিতে আছে একাধিক সঙ্গীত পুরস্কার। প্রথম আল্লাহ কে বন্দে হাসদে গানই জনপ্রিয়তার শীর্ষে এনে দিয়েছিল তাঁকে।

3 / 5
কৈলাশ খের মোটের ওপর ২০টি ভাষায় গান গেয়েছেন। যার মধ্যে তামিল, তেলেগু, বাংলা, সিন্ধি, ভোজপুরি, গুজরাতি প্রভৃতি ভাষা রয়েছে। কেবল হিন্দিতেই ৫০০-র বেশি গান রয়েছে তাঁর।

কৈলাশ খের মোটের ওপর ২০টি ভাষায় গান গেয়েছেন। যার মধ্যে তামিল, তেলেগু, বাংলা, সিন্ধি, ভোজপুরি, গুজরাতি প্রভৃতি ভাষা রয়েছে। কেবল হিন্দিতেই ৫০০-র বেশি গান রয়েছে তাঁর।

4 / 5
কৈলাশ খের মোচের ওপর ২০টি ভাষায় গান গেয়েছেন। যার মধ্যে তামিল, তেলেগু, বাংলা, সিন্ধি, ভোজপুরি, গুজরাতি প্রভৃতি ভাষা রয়েছে। কেবল হিন্দিতেই ৫০০-র বেশি গান রয়েছে তাঁর।

কৈলাশ খের মোচের ওপর ২০টি ভাষায় গান গেয়েছেন। যার মধ্যে তামিল, তেলেগু, বাংলা, সিন্ধি, ভোজপুরি, গুজরাতি প্রভৃতি ভাষা রয়েছে। কেবল হিন্দিতেই ৫০০-র বেশি গান রয়েছে তাঁর।

5 / 5
এক হাজারের বেশি জিঙ্গলে গলা দিয়েছেন তিনি। ভারত সরকারের একাধিক বিজ্ঞাপনেও রয়েছে তাঁর গলা। গোটা ভারতে কৈলাশ খেরে জনপ্রিয়তা তুঙ্গে। বিদেশের মাটিতেও প্রতিপত্যি কম নয়।

এক হাজারের বেশি জিঙ্গলে গলা দিয়েছেন তিনি। ভারত সরকারের একাধিক বিজ্ঞাপনেও রয়েছে তাঁর গলা। গোটা ভারতে কৈলাশ খেরে জনপ্রিয়তা তুঙ্গে। বিদেশের মাটিতেও প্রতিপত্যি কম নয়।

Next Photo Gallery