Kumbh Mela: পুণ্যার্থীদের জন্য স্বস্তির খবর, কুম্ভ মেলার সুরক্ষাব্যবস্থায় নতুন উদ্যোগ

Dec 21, 2024 | 6:52 PM

Kumbh Mela 2025: কুম্ভ মেলার ভিড় কারও অজানা নয়। দেশ বিদেশের পুণ্যার্থীরা অংশ নেন। সাধু সন্নাস্যারী থাকেন। পূণ্য লাভের আশা মানুষের সঙ্গে অনেক দুর্ঘটনাও ঘটে। প্রতি বছর মৃত্যুর মতো অনাকাঙ্খিত কিছু ঘটনা ঘটে। যা হৃদয় বিদারক। সেটা যাতে এড়ানো যায়, কুম্ভ মেলার ইতিহাসে প্রথম বার বিশেষ উদ্যোগ নেওয়া হল। এর ফলে অনেক দুর্ঘটনা এবং অবাঞ্ছিত ঘটনা আটকানো যেতে পারে।

1 / 8
কুম্ভ মেলার ভিড় কারও অজানা নয়। দেশ বিদেশের পুণ্যার্থীরা একত্রিত হন। সাধু সন্নাস্যারী থাকেন। পূণ্য লাভের আশা মানুষের সঙ্গে অনেক দুর্ঘটনাও ঘটে। ছবি: PTI FILE

কুম্ভ মেলার ভিড় কারও অজানা নয়। দেশ বিদেশের পুণ্যার্থীরা একত্রিত হন। সাধু সন্নাস্যারী থাকেন। পূণ্য লাভের আশা মানুষের সঙ্গে অনেক দুর্ঘটনাও ঘটে। ছবি: PTI FILE

2 / 8
প্রতি বছর মৃত্যুর মতো অনাকাঙ্খিত কিছু ঘটনা ঘটে। যা হৃদয় বিদারক। সেটা যাতে এড়ানো যায়, কুম্ভ মেলার ইতিহাসে প্রথম বার বিশেষ উদ্যোগ নেওয়া হল। ছবি: PTI FILE

প্রতি বছর মৃত্যুর মতো অনাকাঙ্খিত কিছু ঘটনা ঘটে। যা হৃদয় বিদারক। সেটা যাতে এড়ানো যায়, কুম্ভ মেলার ইতিহাসে প্রথম বার বিশেষ উদ্যোগ নেওয়া হল। ছবি: PTI FILE

3 / 8
এর ফলে অনেক দুর্ঘটনা এবং অবাঞ্ছিত ঘটনা আটকানো যেতে পারে। পূণ্যার্থীদের সুরক্ষাতেই প্রধান লক্ষ্য। আর এ কারণেই নতুন উদ্যোগ। ছবি: Getty Images

এর ফলে অনেক দুর্ঘটনা এবং অবাঞ্ছিত ঘটনা আটকানো যেতে পারে। পূণ্যার্থীদের সুরক্ষাতেই প্রধান লক্ষ্য। আর এ কারণেই নতুন উদ্যোগ। ছবি: Getty Images

4 / 8
নতুন বছরে মহা কুম্ভ মেলায় পূর্ণ্যার্থীদের সুরক্ষায় থাকছেন ২২০ জন হাইটেক সাঁতারু। এর সঙ্গে থাকছেন বিশেষ প্রশিক্ষণ প্রাপ্ত জাতীয় বিপর্যয় মোকাবিলা ফোর্সের কর্মীরা। এর সঙ্গে রাজ্য বিপর্যয় মোকাবিলা টিমের মেম্বাররাও। ছবি: PTI FILE

নতুন বছরে মহা কুম্ভ মেলায় পূর্ণ্যার্থীদের সুরক্ষায় থাকছেন ২২০ জন হাইটেক সাঁতারু। এর সঙ্গে থাকছেন বিশেষ প্রশিক্ষণ প্রাপ্ত জাতীয় বিপর্যয় মোকাবিলা ফোর্সের কর্মীরা। এর সঙ্গে রাজ্য বিপর্যয় মোকাবিলা টিমের মেম্বাররাও। ছবি: PTI FILE

5 / 8
পূর্ণ্যার্থীদের সুরক্ষা নিশ্চিত করতে রাখা হচ্ছে ৭০০ বোট, যা সারাক্ষণ সর্বত্র নজর রাখবে। কিলা পুলিশ স্টেশনের জল পুলিশের ইনচার্জ জনার্দন প্রসাদ সাহনি জানিয়েছেন, দেশের অন্যান্য রাজ্য যেমন গোয়া, কলকাতা, মহারাষ্ট্র থেকে বিশেষ প্রশিক্ষণ প্রাপ্ত পুলিশ কর্মী, আধিকারিকরাও থাকবেন। ছবি: PTI FILE

পূর্ণ্যার্থীদের সুরক্ষা নিশ্চিত করতে রাখা হচ্ছে ৭০০ বোট, যা সারাক্ষণ সর্বত্র নজর রাখবে। কিলা পুলিশ স্টেশনের জল পুলিশের ইনচার্জ জনার্দন প্রসাদ সাহনি জানিয়েছেন, দেশের অন্যান্য রাজ্য যেমন গোয়া, কলকাতা, মহারাষ্ট্র থেকে বিশেষ প্রশিক্ষণ প্রাপ্ত পুলিশ কর্মী, আধিকারিকরাও থাকবেন। ছবি: PTI FILE

6 / 8
সংস্লিষ্ট পুলিশ কর্তার দাবি অনুযায়ী, এই প্রথম বার এত সংখ্যক হাই-টেক সাঁতারু রাখা হচ্ছে। আরও জানান, এর মধ্যে ১৮০ জন সাঁতারু দেশের বিভিন্ন জায়গা থেকে আসছেন। ইতমধ্যেই ৪০ জনকে মোতায়েন করা হয়েছে বলেও জানান। এ ভাবে সব মিলিয়ে ২২০ জন সাঁতারু সব সময় জলে অ্যালার্ট থাকবেন। ছবি: PTI FILE

সংস্লিষ্ট পুলিশ কর্তার দাবি অনুযায়ী, এই প্রথম বার এত সংখ্যক হাই-টেক সাঁতারু রাখা হচ্ছে। আরও জানান, এর মধ্যে ১৮০ জন সাঁতারু দেশের বিভিন্ন জায়গা থেকে আসছেন। ইতমধ্যেই ৪০ জনকে মোতায়েন করা হয়েছে বলেও জানান। এ ভাবে সব মিলিয়ে ২২০ জন সাঁতারু সব সময় জলে অ্যালার্ট থাকবেন। ছবি: PTI FILE

7 / 8
পুলিশ কর্তা সাহনি আরও জানান, এই বিশেষ সাঁতারুদের পাশাপাশি স্থানীয় পুলিশের কর্মীরাও থাকবেন। স্থানীয় যে বোট চালকরা রয়েছেন তাঁদেরও সহযোগিতা নেওয়া হবে। যাঁরা অন্তত অক্সিজেন সিলিন্ডার ছাড়াই জলের তলায় অন্তত ৪০ ফুট যেতে পারেন। ছবি: PTI FILE

পুলিশ কর্তা সাহনি আরও জানান, এই বিশেষ সাঁতারুদের পাশাপাশি স্থানীয় পুলিশের কর্মীরাও থাকবেন। স্থানীয় যে বোট চালকরা রয়েছেন তাঁদেরও সহযোগিতা নেওয়া হবে। যাঁরা অন্তত অক্সিজেন সিলিন্ডার ছাড়াই জলের তলায় অন্তত ৪০ ফুট যেতে পারেন। ছবি: PTI FILE

8 / 8
সাহনি আরও জানান, স্থানীয়দের ট্রেনিং দিয়ে একটা টিমও গড়ে তুলেছে সেখানকার পুলিশ। এই টিমে প্রায় ২০০ জন রয়েছেন। ছবি: PTI FILE

সাহনি আরও জানান, স্থানীয়দের ট্রেনিং দিয়ে একটা টিমও গড়ে তুলেছে সেখানকার পুলিশ। এই টিমে প্রায় ২০০ জন রয়েছেন। ছবি: PTI FILE

Next Photo Gallery