Bangla NewsPhoto gallery Last night, history was made for and by Morocco in Qatar World Cup 2022
MAR vs POR: বিশ্বকাপের মঞ্চে ইতিহাস, ছবিতে মরক্কোর মুহূর্ত…
স্বপ্ন দেখা খুবই জরুরি। এ ছাড়া কী করে এগনো যাবে! দার্শনিক কথা-বার্তা মনে হলেও ভুল তো নয়। মরক্কোর নকআউট নিশ্চিত হতেই কোচ ওয়ালিদকে প্রশ্নের মুখে পড়তে হয়েছে, এরপর কী? প্রতিটা দল তো জিততেই আসে। বড় স্বপ্ন নিয়েই বিশ্বকাপের মঞ্চে পা দেয়। মরক্কো ক্রমশ স্বপ্ন গুলোকে ধাপে ধাপে পেরিয়ে যাবে, এমনটা যেন প্রত্যাশা ছিল না। সে কারণেই, স্পেনকে ছিঁটকে দেওয়া অঘটন মনে হয়েছে। আফ্রিকার চতুর্থ এবং আরবের প্রথম দেশ হিসেবে কোয়ার্টার ফাইনালের নজির গড়েছিল মরক্কো। পর্তুগালকে হারিয়ে নতুন ইতিহাস। আফ্রিকার প্রথম দল হিসেবে বিশ্বকাপের সেমিফাইনালে মরক্কো।