Bangla NewsPhoto gallery Leander Paes and Jhulan Goswami get Bharat Gourav Samman the highest honour of East Bengal
East Bengal Day: ইস্টবেঙ্গল দিবসে ‘ভারত গৌরব’ সম্মান পেলেন ঝুলন-লিয়েন্ডার
১ অগস্ট ছিল ইস্টবেঙ্গল ক্লাবের ১০৩ তম প্রতিষ্ঠা দিবস। ওই দিন ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রে অনুষ্ঠিত হয়েছে সম্মাননা প্রদান অনুষ্ঠান। সেই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ক্লাবের অন্যতম প্রধান প্রতিষ্ঠাতা রাজা সুরেশ চৌধুরীর নাতি অমরেশ চৌধুরী। উপস্থিত ছিলেন ইমামি গ্রুপের পক্ষ থেকে আদিত্য আগরওয়াল এবং মনীশ গোয়েঙ্কা। অনুষ্ঠানে হাজির ছিলেন প্রাক্তন অলিম্পিয়ান ভেস পেজও। এ দিনই লাল-হলুদের পক্ষ থেকে 'ভারত গৌরব' সম্মান পেলেন লিয়েন্ডার পেজ আর ঝুলন গোস্বামী।