PV Sindhu: বিন্দু বিন্দুতে সিন্ধু, ২৭তম জন্মদিনে তারকা শাটলারের অজানা দিক

TV9 Bangla Digital | Edited By: তিথিমালা মাজী

Jul 05, 2022 | 8:00 AM

অলিম্পিকে জোড়া পদক জয়ী। প্রাক্তন বিশ্ব ব্যাডমিন্টন চ্যাম্পিয়ন। এশিয়াডে রুপোর পদক। ২৭ বছরে পা দেওয়ার অনেক আগেই উপরোক্ত সাফল্যগুলি ধরা দিয়েছে পুসারেলা ভেঙ্কট সিন্ধুর কাছে। মঙ্গলবার ২৭তম জন্মদিন পালন করছেন দেশের গর্ব। ঘড়ির কাঁটা ১২টার ঘর ছুঁতেই শুভেচ্ছায় ভাসছেন দেশের তারকা শাটলার।

1 / 6
কষ্ট না করলে কেষ্ট মেলে না। ব্যাডমিন্টনের প্রতি ভালোবাসা সেই ছোট থেকে। যার টানে রোজ ১২০ কিলোমিটার যাতায়াত করতেন সিন্ধু। মারেডপল্লী থেকে গাচ্চিবৌলি। ভোর তিনটের সময় উঠে পুলেল্লা গোপীচাঁদের অ্যাকাডেমিতে অনুশীলনের জন্য যেতেন। এত পরিশ্রম বৃথা যায়নি। (ছবি:ইনস্টাগ্রাম)

কষ্ট না করলে কেষ্ট মেলে না। ব্যাডমিন্টনের প্রতি ভালোবাসা সেই ছোট থেকে। যার টানে রোজ ১২০ কিলোমিটার যাতায়াত করতেন সিন্ধু। মারেডপল্লী থেকে গাচ্চিবৌলি। ভোর তিনটের সময় উঠে পুলেল্লা গোপীচাঁদের অ্যাকাডেমিতে অনুশীলনের জন্য যেতেন। এত পরিশ্রম বৃথা যায়নি। (ছবি:ইনস্টাগ্রাম)

2 / 6
ব্যাডমিন্টন কোর্টের বাইরে সিন্ধু একজন খাঁটি ফ্যাশনিস্তা। সিন্ধুর ইনস্টাগ্রামে চোখ রাখলেই তা বোঝা যায়। বিভিন্ন ফ্যাশন শোয়ে শো স্টপার হয়ে ব়্যাম্পে হেঁটেছেন। পরিবেশ ও পরিস্থিতির সঙ্গে সামঞ্জস্য রেখে জামাকাপড় পরতে ভালোবাসেন তারকা শাটলার। (ছবি:ইনস্টাগ্রাম)

ব্যাডমিন্টন কোর্টের বাইরে সিন্ধু একজন খাঁটি ফ্যাশনিস্তা। সিন্ধুর ইনস্টাগ্রামে চোখ রাখলেই তা বোঝা যায়। বিভিন্ন ফ্যাশন শোয়ে শো স্টপার হয়ে ব়্যাম্পে হেঁটেছেন। পরিবেশ ও পরিস্থিতির সঙ্গে সামঞ্জস্য রেখে জামাকাপড় পরতে ভালোবাসেন তারকা শাটলার। (ছবি:ইনস্টাগ্রাম)

3 / 6
সিন্ধুর দিদি পুসারেলা দিব্যা বা পি দিব্যার ২০১২ সালে বিয়ে হয়। শাটলারের তখন মাত্র ১৭ বছর বয়স। দিদির বিয়ের সময় সৈয়দ মোদী ইন্টারন্যাশনাল গ্রাঁ প্রিঁ চলছে লখনউতে। টুর্নামেন্টের ফাইনালে ওঠায় দিদির বিয়েতে উপস্থিত থাকতে পারেননি সিন্ধু।(ছবি:ইনস্টাগ্রাম)

সিন্ধুর দিদি পুসারেলা দিব্যা বা পি দিব্যার ২০১২ সালে বিয়ে হয়। শাটলারের তখন মাত্র ১৭ বছর বয়স। দিদির বিয়ের সময় সৈয়দ মোদী ইন্টারন্যাশনাল গ্রাঁ প্রিঁ চলছে লখনউতে। টুর্নামেন্টের ফাইনালে ওঠায় দিদির বিয়েতে উপস্থিত থাকতে পারেননি সিন্ধু।(ছবি:ইনস্টাগ্রাম)

4 / 6
২০১৬ সালের রিও অলিম্পিকের পর স্বয়ং সচিন তেন্ডুলকরের কাছ থেকে উপহার পান। মাস্টার ব্লাস্টার অলিম্পিক পদক জয়ীর হাতে তুলে দেন বিএমডব্লিউ গাড়ির চাবি।(ছবি:ইনস্টাগ্রাম)

২০১৬ সালের রিও অলিম্পিকের পর স্বয়ং সচিন তেন্ডুলকরের কাছ থেকে উপহার পান। মাস্টার ব্লাস্টার অলিম্পিক পদক জয়ীর হাতে তুলে দেন বিএমডব্লিউ গাড়ির চাবি।(ছবি:ইনস্টাগ্রাম)

5 / 6
নির্দিষ্ট ডায়েট চার্ট মেনে খাওয়া দাওয়া করতে হয় ঠিকই, তবে আদ্যোপান্ত ফুডি পিভি সিন্ধু। অন্ধ্র স্টাইলের কিমা কারি এবং ফিস কারি ভীষণ পছন্দ করেন। মিষ্টি দই, আইসক্রিম খুব পছন্দের। বড় কোনও প্রতিযোগিতা না থাকলে মাঝেমধ্যেই সিন্ধুর পাতে পড়ে পছন্দের খাবারগুলি।(ছবি:ইনস্টাগ্রাম)

নির্দিষ্ট ডায়েট চার্ট মেনে খাওয়া দাওয়া করতে হয় ঠিকই, তবে আদ্যোপান্ত ফুডি পিভি সিন্ধু। অন্ধ্র স্টাইলের কিমা কারি এবং ফিস কারি ভীষণ পছন্দ করেন। মিষ্টি দই, আইসক্রিম খুব পছন্দের। বড় কোনও প্রতিযোগিতা না থাকলে মাঝেমধ্যেই সিন্ধুর পাতে পড়ে পছন্দের খাবারগুলি।(ছবি:ইনস্টাগ্রাম)

6 / 6
পিভি-র সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বী কে জানেন? নাহ্, তা জু ইং বা নজোমি ওকুহারা নন। সিন্ধুর খুব প্রিয় একজন। টোকিয়ো অলিম্পিকের আগে ইনস্টাগ্রামে আপলোড করা ভিডিয়োতে নিজের প্রবল প্রতিদ্বন্দ্বী বলেন ভাইপো আরিয়ানকে। ছোট্ট আরিয়ান বিখ্যাত পিসির সবচেয়ে বড় সমর্থকও বটে। (ছবি:ইনস্টাগ্রাম)

পিভি-র সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বী কে জানেন? নাহ্, তা জু ইং বা নজোমি ওকুহারা নন। সিন্ধুর খুব প্রিয় একজন। টোকিয়ো অলিম্পিকের আগে ইনস্টাগ্রামে আপলোড করা ভিডিয়োতে নিজের প্রবল প্রতিদ্বন্দ্বী বলেন ভাইপো আরিয়ানকে। ছোট্ট আরিয়ান বিখ্যাত পিসির সবচেয়ে বড় সমর্থকও বটে। (ছবি:ইনস্টাগ্রাম)

Next Photo Gallery