Aishwarya Rai Birthday: অভিষেকের তুলনায় ঐশ্বর্যা আর্থিক দিক থেকে ধনী?

Aishwarya Rai Birthday: ঐশ্বর্যার বিয়ের শাড়ির দাম ছিল ৭৫ লক্ষ টাকা। বিয়েতে ৫৩ ক্যারেটের একটি হিরের আংটি পরেছিলেন নায়িকা। যার দাম নাকি ৫০ লক্ষ টাকা।

| Edited By: | Updated on: Nov 01, 2021 | 6:10 PM
আজ ঐশ্বর্যা রাই বচ্চনের ৪৮তম জন্মদিন। সফল অভিনেত্রী। ব্যক্তি জীবনেও তিনি সব দায়িত্ব সফল ভাবেই পালন করেন। অভিষেক বচ্চনের সঙ্গে তাঁর দাম্পত্য নিয়ে নানা জল্পনা রয়েছে। অনেকে বলেন, ঐশ্বর্যা নাকি অভিষেকের তুলনায় বেশি ধনী। তাই তাঁদের কলহ। সত্যিই কি ঐশ্বর্যা বেশি ধনী?

আজ ঐশ্বর্যা রাই বচ্চনের ৪৮তম জন্মদিন। সফল অভিনেত্রী। ব্যক্তি জীবনেও তিনি সব দায়িত্ব সফল ভাবেই পালন করেন। অভিষেক বচ্চনের সঙ্গে তাঁর দাম্পত্য নিয়ে নানা জল্পনা রয়েছে। অনেকে বলেন, ঐশ্বর্যা নাকি অভিষেকের তুলনায় বেশি ধনী। তাই তাঁদের কলহ। সত্যিই কি ঐশ্বর্যা বেশি ধনী?

1 / 7
দুবাইয়ের স্যানচুয়ারি ফলস এলাকায় প্রায় ১৬ কোটি টাকা দামের একটি বাংলো রয়ছে ঐশ্বর্যার। মুম্বইয়ের বান্দ্রায় ঐশ্বর্যার নিজস্ব অ্যাপার্টমেন্টের দাম নাকি ৩০ কোটি টাকা। পাঁচটি বেডরুমের সেই অ্যাপার্টমেন্টের অন্দরসাজ নাকি চোখ ধাঁধানো।

দুবাইয়ের স্যানচুয়ারি ফলস এলাকায় প্রায় ১৬ কোটি টাকা দামের একটি বাংলো রয়ছে ঐশ্বর্যার। মুম্বইয়ের বান্দ্রায় ঐশ্বর্যার নিজস্ব অ্যাপার্টমেন্টের দাম নাকি ৩০ কোটি টাকা। পাঁচটি বেডরুমের সেই অ্যাপার্টমেন্টের অন্দরসাজ নাকি চোখ ধাঁধানো।

2 / 7
মার্ডিডিজ বেঞ্চ, অডির মতো বেশ কিছু বিলাসবহুল গাড়ি রয়েছে ঐশ্বর্যার। এক একটির দাম তিন কোটি, চার কোটি টাকার মতো।

মার্ডিডিজ বেঞ্চ, অডির মতো বেশ কিছু বিলাসবহুল গাড়ি রয়েছে ঐশ্বর্যার। এক একটির দাম তিন কোটি, চার কোটি টাকার মতো।

3 / 7
ঐশ্বর্যার বিয়ের শাড়ির দাম ছিল ৭৫ লক্ষ টাকা। বিয়েতে ৫৩ ক্যারেটের একটি হিরের আংটি পরেছিলেন নায়িকা। যার দাম নাকি ৫০ লক্ষ টাকা। এমন শাড়ি এবং গয়নার অজস্র সম্ভার রয়েছে তাঁর তাছে।

ঐশ্বর্যার বিয়ের শাড়ির দাম ছিল ৭৫ লক্ষ টাকা। বিয়েতে ৫৩ ক্যারেটের একটি হিরের আংটি পরেছিলেন নায়িকা। যার দাম নাকি ৫০ লক্ষ টাকা। এমন শাড়ি এবং গয়নার অজস্র সম্ভার রয়েছে তাঁর তাছে।

4 / 7
২০০৯-এ ফোর্বস ১৪১১ জন তারকার একটি তালিকা প্রকাশ করে ব্যাঙ্ক ব্যালান্সের নিরিখে। সেই তালিকায় ঐশ্বর্যা ছিলেন ৩৮৭তম স্থানে।

২০০৯-এ ফোর্বস ১৪১১ জন তারকার একটি তালিকা প্রকাশ করে ব্যাঙ্ক ব্যালান্সের নিরিখে। সেই তালিকায় ঐশ্বর্যা ছিলেন ৩৮৭তম স্থানে।

5 / 7
এ বার আসা যাক অভিষেকের কথায়। তাঁর মোট সম্পত্তির পরিমা আনুমানিক ২০৩ কোটি টাকা। অভিষেকের বার্ষিক আয় ২৪ কোটি টাকার মতো বলে শোনা যায়।

এ বার আসা যাক অভিষেকের কথায়। তাঁর মোট সম্পত্তির পরিমা আনুমানিক ২০৩ কোটি টাকা। অভিষেকের বার্ষিক আয় ২৪ কোটি টাকার মতো বলে শোনা যায়।

6 / 7
যদিও এ সব নিয়ে কোনওদিনই প্রকাশ্যে মুখ খোলেননি অভিষেক-ঐশ্বর্যা। তাঁদের দাম্পত্য সম্পর্কে কোনও সমস্যার ইঙ্গিতও দেননি তাঁরা।

যদিও এ সব নিয়ে কোনওদিনই প্রকাশ্যে মুখ খোলেননি অভিষেক-ঐশ্বর্যা। তাঁদের দাম্পত্য সম্পর্কে কোনও সমস্যার ইঙ্গিতও দেননি তাঁরা।

7 / 7
Follow Us: