AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Pet Care Tips: বাড়িতে পোষ্য আছে? এই ৫ লক্ষণ দেখলেই সাবধান! অচিরেই বাসা বাঁধতে পারে বড় রোগ

Pet Care Tips: যদি দেখেন, আপনার পোষ্য কুকুর অল্পেই ঝিমিয়ে পড়ছে, খাওয়াদাওয়া তেমন করছে না, বাড়ির বাইরে বেরোতে চাইছে না, তখন সতর্ক হতে হবে। কারণ হতে পারে শরীর বিগড়েছে। পোষ্যের কোন লক্ষণ দেখলে সতর্ক হবেন?

| Updated on: Aug 23, 2024 | 10:32 PM
Share
আপনার বাড়িতেও কি একটি পোষ্য আছে? পোষ্য থাকা মানেই বাড়ির সবচেয়ে বেশি আদরের সদস্য তিনি। তা সে কুকুর বা বিড়াল হোক কিংবা অন্য কিছু। তবে পোষ্য থাকলেও তাঁকে নিয়ে চিন্তাও কম নয়।

আপনার বাড়িতেও কি একটি পোষ্য আছে? পোষ্য থাকা মানেই বাড়ির সবচেয়ে বেশি আদরের সদস্য তিনি। তা সে কুকুর বা বিড়াল হোক কিংবা অন্য কিছু। তবে পোষ্য থাকলেও তাঁকে নিয়ে চিন্তাও কম নয়।

1 / 8
এই বুঝি তার শরীর খারাপ হল। এই বুঝি ঠান্ডা লেগে গেল, এই হয়তো খারাপ কিছু কুড়িয়ে খেয়ে ফেলল! তাই তাদের স্বাস্থ্য নিয়ে অনেক বেশি সচেতন থাকতে হয় আমাদের।

এই বুঝি তার শরীর খারাপ হল। এই বুঝি ঠান্ডা লেগে গেল, এই হয়তো খারাপ কিছু কুড়িয়ে খেয়ে ফেলল! তাই তাদের স্বাস্থ্য নিয়ে অনেক বেশি সচেতন থাকতে হয় আমাদের।

2 / 8
যদি দেখেন, আপনার পোষ্য কুকুর অল্পেই ঝিমিয়ে পড়ছে, খাওয়াদাওয়া তেমন করছে না, বাড়ির বাইরে বেরোতে চাইছে না, তখন সতর্ক হতে হবে। কারণ হতে পারে শরীর বিগড়েছে। পোষ্যের কোন লক্ষণ দেখলে সতর্ক হবেন?

যদি দেখেন, আপনার পোষ্য কুকুর অল্পেই ঝিমিয়ে পড়ছে, খাওয়াদাওয়া তেমন করছে না, বাড়ির বাইরে বেরোতে চাইছে না, তখন সতর্ক হতে হবে। কারণ হতে পারে শরীর বিগড়েছে। পোষ্যের কোন লক্ষণ দেখলে সতর্ক হবেন?

3 / 8
সব সময় ঝিমুনি - যদি দেখেন, পোষ্যের চনমনে ভাব ক্রমশ কমে যাচ্ছে, সারাদিন পর আপনাকে দেখেও মাথা নীচু করে শুয়ে আছে কাছে ঘেঁষছে না তাহলে বুঝবেন ওর শরীর ভাল নেই। পশু চিকিৎসকদের মতে পোষা কুকুরের অল্পেই ক্লান্তি, সব সময় ঝিমুনি, দুর্বলতা, খেলতে না চাওয়া, আচরণে বদল শারীরিক অসুস্থতার লক্ষণ হতে পারে।

সব সময় ঝিমুনি - যদি দেখেন, পোষ্যের চনমনে ভাব ক্রমশ কমে যাচ্ছে, সারাদিন পর আপনাকে দেখেও মাথা নীচু করে শুয়ে আছে কাছে ঘেঁষছে না তাহলে বুঝবেন ওর শরীর ভাল নেই। পশু চিকিৎসকদের মতে পোষা কুকুরের অল্পেই ক্লান্তি, সব সময় ঝিমুনি, দুর্বলতা, খেলতে না চাওয়া, আচরণে বদল শারীরিক অসুস্থতার লক্ষণ হতে পারে।

4 / 8
সারা ক্ষণ জল চাইছে - আপনার পোষা কুকুরটি দিনে কতটা জল খায় তার হিসাব রাখুন। যদি দেখেন, জেল তেষ্টা অনেক বেড়ে গিয়েছে, বারে বারে জল চাইছে, তা হলে ডায়াবিটিস বা কিডনির সমস্যা হতে পারে। এক্ষেত্রে পোষ্য বার বার প্রস্রাব করছে কিনা সেটাও দেখুন।

সারা ক্ষণ জল চাইছে - আপনার পোষা কুকুরটি দিনে কতটা জল খায় তার হিসাব রাখুন। যদি দেখেন, জেল তেষ্টা অনেক বেড়ে গিয়েছে, বারে বারে জল চাইছে, তা হলে ডায়াবিটিস বা কিডনির সমস্যা হতে পারে। এক্ষেত্রে পোষ্য বার বার প্রস্রাব করছে কিনা সেটাও দেখুন।

5 / 8
মল ও বমিতে রক্ত - পোষ্য কুকুরের বমি বা মলে রক্ত দেখলে দেরি না করে আগে পশু চিকিৎসকের কাছে নিয়ে যান। মলে রক্ত বড় কোনও রোগের পূর্ব লক্ষণ হতে পারে। শরীরের ভেতর রক্তক্ষরণ, পাকস্থলীতে আলসার, ভাইরাস বা ব্যাক্টেরিয়ার সংক্রমণ, বিষাক্ত কোনও খাবার খেয়ে ফেললেও এমনটা হতে পারে।

মল ও বমিতে রক্ত - পোষ্য কুকুরের বমি বা মলে রক্ত দেখলে দেরি না করে আগে পশু চিকিৎসকের কাছে নিয়ে যান। মলে রক্ত বড় কোনও রোগের পূর্ব লক্ষণ হতে পারে। শরীরের ভেতর রক্তক্ষরণ, পাকস্থলীতে আলসার, ভাইরাস বা ব্যাক্টেরিয়ার সংক্রমণ, বিষাক্ত কোনও খাবার খেয়ে ফেললেও এমনটা হতে পারে।

6 / 8
খিদে কমে যাওয়া - নিজের পছন্দের খাবার দেখে লেজ নেড়ে চেখে দেখতে চাইত যে পোষ্য, সে যদি ইদানীং খাবার খেতে না চায় তবে সতর্ক হন। পছন্দের খাবার দিলেও ফেলে দিচ্ছে। অথবা খাওয়ার পরেই বমি করে ফেলছে, এমন লক্ষণ দেখলেই পশু চিকিৎসকের কাছে নিয়ে যেতে হবে।

খিদে কমে যাওয়া - নিজের পছন্দের খাবার দেখে লেজ নেড়ে চেখে দেখতে চাইত যে পোষ্য, সে যদি ইদানীং খাবার খেতে না চায় তবে সতর্ক হন। পছন্দের খাবার দিলেও ফেলে দিচ্ছে। অথবা খাওয়ার পরেই বমি করে ফেলছে, এমন লক্ষণ দেখলেই পশু চিকিৎসকের কাছে নিয়ে যেতে হবে।

7 / 8
ঘোলাটে চোখ - শারীরিক অসুস্থতার অনেক লক্ষণই ধরা পড়ে চোখে। যদি দেখেন, আপনার পোষা কুকুরটির চোখ ক্রমশ ঘোলাটে হয়ে যাচ্ছে, চোখ লাল তাহলে সাবধান হবেন আগেভাগেই।

ঘোলাটে চোখ - শারীরিক অসুস্থতার অনেক লক্ষণই ধরা পড়ে চোখে। যদি দেখেন, আপনার পোষা কুকুরটির চোখ ক্রমশ ঘোলাটে হয়ে যাচ্ছে, চোখ লাল তাহলে সাবধান হবেন আগেভাগেই।

8 / 8