সায়ম কৃষ্ণ দেব
Jul 28, 2024 | 2:45 PM
অনেক দিন হল সেই এক ঘর, এক বিছানা, একই সোফা, চেয়ার, টেবিল আর ভাল লাগে না। বাড়িতে ঢুকলেই কি রকম যেন একঘেয়ে লাগে। কিন্তু তাই বলে তো আর বাড়ির সব আসবাব পত্র বেচে দেওয়া যায় না! তাহলে উপায়?
সামান্য কিছু পরিবর্তন করলেই বদলে যেতে পারে আপনার ঘরের লুক। এই প্রতিবেদনে রইল তেমনই কিছু টিপস। সামান্য কিছু পরিবর্তন করেই ভোল পালতে ফেলুন আপনার বাড়ির।
আজকাল বেশিরভাগ মানুষ ফ্ল্যাটে থাকেন। ছোট জায়গায় সঠিক পরিকল্পনা না থাকলে খুব ঘিঞ্জি লাগে। আবার খুব গাঢ় কোনও রং করলেও ঘর আরও ছোট ছোট মনে হয়। তাই দেওয়ালের জন্য বেছে নিন প্যাস্টেল শেডের দেওয়াল। সঙ্গে রাখুন আধুনিক 'মাল্টি পার্পাস' আসবাব পত্র।
এমন ভাবে ঘর সাজান যাতে দিনেরবেলা ঘরে আলো জ্বালার প্রয়োজন না পড়ে। সব সময় যেন ঘরে আলো হাওয়া থাকে। খোলামেলা, প্রাকৃতিক আলো থাকলে সেখানে থাকতেও ভাল লাগে।
ঘরে যদি খুব জমকালো পর্দা লাগানো থাকে বদল আনতে পারেন সেখানেও। পাতলা, সুতি বা নেট কাপড়ের পর্দা খারাপ লাগবে না।
ফ্ল্যাটে থাকুন বা বাড়িতে ব্যালকনি খুব দরকারি। তাকে বরং সাজিয়ে নিন নিজের মনের মতো করে। খালি মনে রাখবেন তার লুক এমন হওয়া উচিত যেখানে মন খারাপের মধ্যেও এক শান্তি থাকে। সঙ্গে রাখুন সবুজের ছোঁয়া। হালকা কোনও আসবাব রাখতে পারেন সন্ধে বেলা বসে আড্ডা দেওয়া বা মেঘলা দুপুরে একলা বসে বই পড়ার জন্য।
বাড়ির অন্দরসজ্জায় থাকুক গাছের উপস্থিতি। বাজারে নানা ধরনের ইনডোর প্ল্যান্ট পাওয়া যায়। পছন্দের দুটো একটি এনে রেখে দিন ড্রয়িং রুমের কোনও এক কোণায়। চাইলে টেবিলের উপরে রাখতে পারেন পছন্দের বনসাই।
ড্রয়িং রুম হোক বা বেড রুম। ভোল পাল্টাতে চাইলে বড় ভূমিকা নেয় আলোর খেলা। 'ওয়ার্ম' থিমে আলো দিয়ে সাজাতে পারেন আপনার ঘর। বা ড্রয়িং রুমের ভোল পাল্টাতে ব্যবহার করতে পারেন ঝাড়বাতি। কিচেনে লাগাতে পারেন হ্যাংগিং লাইট।