ত্বককে উজ্জ্বল ও সুন্দর রাখতে ফেস প্য়াক প্রয়োজন। তবে বাজার চলতি ফেস প্য়াকের উপর ভরসা না রাখে বাড়িতেই বানিয়ে নিন ফেস প্যাক। কী ভাবে তৈরি করবেন জেনে নিন...
দই, মধু ও লেবু সহযোগে বানিয়ে ফেলুন ফেস প্যাক। এক্ষেত্রে কিছুই নয়, কয়েক চামচ দই নিয়ে তাতে কয়েক ফোঁটা লেবুর রস ও এক ছিটে মধু দিয়ে ভাল করে মিশিয়ে নিন। পুরো মুখে ভাল করে এই প্যাক লাগিয়ে ধুয়ে ফেলুন।
বেসনকে আদিযুগ থেকে রুপচর্চায় ব্যবহার করা হয়। স্নানের আগে খানিকটা বেসন নিয়ে তাতে জল দিয়ে ভাল করে গুলে নিন। পুরো মুখে লাগিয়ে ২০ মিনিট রেখে ধুয়ে ফেলুন। এতে ত্বক অনেক পরিস্কার হয়।
টমেটো ও শশার ফেস প্য়াকও খুব উপকারি। কিছুটা টমেটোর রসের সঙ্গে শশার রস মিশিয়ে নিন। এবার এই মিশ্রণটিকে পুরো মুখে লাগিয়ে ১০-২০ মিনিট রেখে ধুয়ে ফেলুন।
ত্বকের জন্য চন্দনের উপকারিতা কারও অজানা নয়। ব্রণ, দাগ ছোপের সমস্য়া মেটাতে এর জুড়ি মেলা ভার। চন্দনের সঙ্গে গোলাপ জল মিশিয়ে মুখে লাগান। ফলাফল নিজেই দেখতে পাবেন।
মুলতানি মাটির গুণ অনেক। স্নানের আগে মুলতানি মাটির সঙ্গে জল মেশান। এবং কয়েক ফোঁটা গোলাপ জল যোগ করে মিশ্রণটিকে গুলে পুরো মুখে লাগিয়ে কিছুক্ষণ অপেক্ষা করে ধুয়ে ফেলুন।
পাকা পেঁপেও কিন্তু ত্বকের জন্য ভীষণ ভাল। পাকা পেঁপের সঙ্গে মধু যোগ করুন। এবার মিশ্রণটিকে গোটা মুখে লাগিয়ে নিন। ১৫-২০ মিনিট রাখুন। সপ্তাহে দুই থেকে তিন দিন এই প্য়াকটি ট্রাই করতে পারেন।
অ্য়ালোভেরা ত্বকের জন্য ভীষণই জরুরি। অ্যালোভেরার সঙ্গে শশা মিশিয়ে তৈরি করে নিন এই বিশেষ ফেস প্যাক।