Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Chocolate Day: মনের সঙ্গে হোক ত্বকের যত্ন, চকোলেট খেতে না দিয়ে সঙ্গীকে দিন ফেসিয়াল ট্রিট

হাতের সামনে চকোলেট থাকলে অনেকে লোভ সামলাতে পারেন না। সটান কামড় দিয়ে ফেলেন। চকোলেট শুনলেই অনেকের জিভে জল আসে। আজ, ৯ ফেব্রুয়ারি। ভ্যালেন্টাইন্স উইকের তৃতীয় দিন চকোলেট ডে। এই দিনে প্রেমিক-প্রেমিকারা একে অপরকে চকোলেট উপহার দেন। একটু ছক ভাঙতে চাইলে চকোলেট খেতে না দিয়ে সঙ্গীকে ট্রিট দিন চকোলেট ফেসিয়ালের।

| Updated on: Feb 09, 2025 | 4:49 PM
কোনও ব্যক্তির হাতের সামনে যদি থাকে চকোলেট, তা হলে অনেকেই লোভ সামলাতে পারেন না। তাতে দিয়ে বসেন কামড়। চকোলেটের কথা শুনলেই অনেকের জিভে জল আসে। (ছবি-গেটি ইমেজস)

কোনও ব্যক্তির হাতের সামনে যদি থাকে চকোলেট, তা হলে অনেকেই লোভ সামলাতে পারেন না। তাতে দিয়ে বসেন কামড়। চকোলেটের কথা শুনলেই অনেকের জিভে জল আসে। (ছবি-গেটি ইমেজস)

1 / 8
আজ, ৯ ফেব্রুয়ারি। রোজ ডে, প্রপোজ ডে-র পর আজ ভ্যালেন্টাইন্স উইকের তৃতীয় দিন। চকোলেট ডে। এই দিনে প্রেমিক-প্রেমিকারা একে অপরকে চকোলেট উপহার দেন। (ছবি-গেটি ইমেজস)

আজ, ৯ ফেব্রুয়ারি। রোজ ডে, প্রপোজ ডে-র পর আজ ভ্যালেন্টাইন্স উইকের তৃতীয় দিন। চকোলেট ডে। এই দিনে প্রেমিক-প্রেমিকারা একে অপরকে চকোলেট উপহার দেন। (ছবি-গেটি ইমেজস)

2 / 8
একটু ছক ভাঙতে চাইলে চকোলেট খেতে না দিয়ে সঙ্গীকে এ বারের চকোলেট ডে-তে চকোলেট ফেসিয়ালের ট্রিট দিন। চকোলেট ফেসিয়ালের নানা উপকারিতা রয়েছে। (ছবি-গেটি ইমেজস)

একটু ছক ভাঙতে চাইলে চকোলেট খেতে না দিয়ে সঙ্গীকে এ বারের চকোলেট ডে-তে চকোলেট ফেসিয়ালের ট্রিট দিন। চকোলেট ফেসিয়ালের নানা উপকারিতা রয়েছে। (ছবি-গেটি ইমেজস)

3 / 8
ত্বকের খেয়াল রাখতে চাইলে মাসে একবার অন্তত ফেসিয়াল করা উচিত। এর ফলে ত্বকের রক্ত সঞ্চালন উন্নত হয়। জেল্লা বাড়ে। (ছবি-মেটা এআই)

ত্বকের খেয়াল রাখতে চাইলে মাসে একবার অন্তত ফেসিয়াল করা উচিত। এর ফলে ত্বকের রক্ত সঞ্চালন উন্নত হয়। জেল্লা বাড়ে। (ছবি-মেটা এআই)

4 / 8
চকোলেট ফেসিয়াল ত্বকের জন্য বেশ উপকারী। এতে অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ কোকো রয়েছে। তা ত্বককে ক্ষয়ের হাত থেকে বাঁচায়। (ছবি-এক্স)

চকোলেট ফেসিয়াল ত্বকের জন্য বেশ উপকারী। এতে অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ কোকো রয়েছে। তা ত্বককে ক্ষয়ের হাত থেকে বাঁচায়। (ছবি-এক্স)

5 / 8
অকাল বার্ধক্য প্রতিরোধে সাহায্য করে চকোলেট ফেসিয়াল। ত্বকে জেল্লা বাড়ায় এবং প্রদাহ কমায়। চকোলেট ফেসিয়াল মানেই তাতে থাকে কোকো বাটার। তাতে ময়েশ্চরাইজিং উপাদান রয়েছে। যা ত্বককে হাইড্রেট রাখে। (ছবি-গেটি ইমেজস)

অকাল বার্ধক্য প্রতিরোধে সাহায্য করে চকোলেট ফেসিয়াল। ত্বকে জেল্লা বাড়ায় এবং প্রদাহ কমায়। চকোলেট ফেসিয়াল মানেই তাতে থাকে কোকো বাটার। তাতে ময়েশ্চরাইজিং উপাদান রয়েছে। যা ত্বককে হাইড্রেট রাখে। (ছবি-গেটি ইমেজস)

6 / 8
মহিলারা তো বটেই পুরুষরাও চকোলেট ফেসিয়াল করতে পারেন। সকলের ত্বকের জন্যই এর বড় উপকারিতা রয়েছে। ত্বকের লালচে ভাব ও অস্বস্তি কমায় এই ফেসিয়াল। (ছবি-মেটা এআই)

মহিলারা তো বটেই পুরুষরাও চকোলেট ফেসিয়াল করতে পারেন। সকলের ত্বকের জন্যই এর বড় উপকারিতা রয়েছে। ত্বকের লালচে ভাব ও অস্বস্তি কমায় এই ফেসিয়াল। (ছবি-মেটা এআই)

7 / 8
বাড়িতে ডার্ক চকোলেট গলিয়ে এতে মধু ও টক দই মিশিয়ে মুখে লাগাতে পারেন। এ ছাড়া পার্লারে গিয়েও চকোলেট ফেসিয়াল করাতে পারেন। চকোলেট তো প্রায়ই খান, এ বার একটু রূপচর্চায় তা ব্যবহার করলে মন্দ হয় না। (ছবি-এক্স)

বাড়িতে ডার্ক চকোলেট গলিয়ে এতে মধু ও টক দই মিশিয়ে মুখে লাগাতে পারেন। এ ছাড়া পার্লারে গিয়েও চকোলেট ফেসিয়াল করাতে পারেন। চকোলেট তো প্রায়ই খান, এ বার একটু রূপচর্চায় তা ব্যবহার করলে মন্দ হয় না। (ছবি-এক্স)

8 / 8
Follow Us: