অংশুমান গোস্বামী
Mar 12, 2024 | 8:15 AM
শুক্তো বাঙালির অন্যতম পছন্দের পদ। শুক্তো পেলে অনেকের পুরো ভাত খাওয়া হয়ে যায়। কিন্তু বিভিন্ন ভাবে শুক্তো রান্না হয় বাঙালির হেঁসেলে।
আজ আমরা এ রকমই এক শুক্তো রান্নার পদ্ধতির কথা জানাব। এই শুক্তো তৈরি করা হয় লাউ দিয়ে। নাম লাউ শুক্তো। আসুন দেখে নিই, কীভাবে তৈরি করবেন লাউ শুক্তো।
লাউ শুক্তো তৈরি করতে লাগবে লাউ, বড়ি, আদা বাটা, নুন, চিনি, দুধ, ঘি, সাদা তেল।
প্রথমে লাউ বড়-বড় টুকরো করে কেটে ধুয়ে নিন। অনেকে খোসা সমেত লাউ পছন্দ করেন, আবার অনেকে খোসা ছাড়িয়ে নেওয়া লাউ পছন্দ। আপনার যেটা ভালো লাগে সেভাবে কেটে নিন
কড়াইয়ে তেল গরম করে নিন। রাঁধুনি ফোড়ন দিন। তার পর লাউ দিন কড়াইয়ে। এবার কিছুক্ষণ নাড়িয়ে চাপা দিয়ে দিন।
লাউ সিদ্ধ হয়ে গেলে নুন এবং চিনি মিশিয়ে নিন। তার পর দিন দুধ দিয়ে ভালো করে ফোটান। এবং বড়ি দিয়ে দিন।
এবার আদা বাটার সঙ্গে একটু রাঁধুনি মিশিয়ে নিন। তা কড়াইয়ে দিয়ে দিন। এবং ৭-৮ মিনিট কড়াইয়ের ঢাকনা খোলা রাখুন।
শুক্তো হয়ে এলে, জ্বালানির আঁচ একেবারেই কমিয়ে দিন। তার পর ঘি ছিটিয়ে একটু নাড়িয়ে নামিয়ে দিন। লাউ শুক্তো এখন তৈরি। এবার শুধু খাওয়ার অপেক্ষা।