Besan Face Pack: ব্রণর দাগ থেকে ট্যান—রাতারাতি দূর করুন মুখে বেসন মেখে

Remove Acne Scars: পুজো দোরগোড়ায়। তার আগে মুখ থেকে ব্রণর দাগ, ট্যান সমস্ত কিছু তুলতে হবে। কমবয়সিরা খুব একটা ফেসিয়ালের সাহায্য নেন না। কিন্তু তাঁদের মুখেও ট্যান পড়ে। তাছাড়া ব্রণ, ফুসকুড়ির সমস্যা লেগেই থাকে। এ সব সমস্যা থেকে মুক্তি পেতে পুজোর আগে মুখে বেসন মাখতে পারেন। 

| Edited By: | Updated on: Oct 17, 2023 | 1:20 PM
পুজো দোরগোড়ায়। তার আগে মুখ থেকে ব্রণর দাগ, ট্যান সমস্ত কিছু তুলতে হবে। অনেকেই পুজোর আগে ফেসিয়াল করান। আবার কেউ-কেউ ভরসা রাখেন ঘরোয়া টোটকার উপর। আর এক্ষেত্রে সবচেয়ে বেশি কার্যকর বেসন। 

পুজো দোরগোড়ায়। তার আগে মুখ থেকে ব্রণর দাগ, ট্যান সমস্ত কিছু তুলতে হবে। অনেকেই পুজোর আগে ফেসিয়াল করান। আবার কেউ-কেউ ভরসা রাখেন ঘরোয়া টোটকার উপর। আর এক্ষেত্রে সবচেয়ে বেশি কার্যকর বেসন। 

1 / 8
কমবয়সিরা খুব একটা ফেসিয়ালের সাহায্য নেন না। কিন্তু তাঁদের মুখেও ট্যান পড়ে। তাছাড়া ব্রণ, ফুসকুড়ির সমস্যা লেগেই থাকে। এ সব সমস্যা থেকে মুক্তি পেতে পুজোর আগে মুখে বেসন মাখতে পারেন। 

কমবয়সিরা খুব একটা ফেসিয়ালের সাহায্য নেন না। কিন্তু তাঁদের মুখেও ট্যান পড়ে। তাছাড়া ব্রণ, ফুসকুড়ির সমস্যা লেগেই থাকে। এ সব সমস্যা থেকে মুক্তি পেতে পুজোর আগে মুখে বেসন মাখতে পারেন। 

2 / 8
বেসনের মধ্যে জিঙ্ক রয়েছে, যা ব্রণর সঙ্গে লড়াই করতে সাহায্য করে। এছাড়া সঠিক উপায়ে বেসনের ফেসপ্যাক ব্যবহার করলে, এটি ব্রণর দাগছোপও দূর করে দেয়। এতে ত্বকের উজ্জ্বলতাও বাড়ে।

বেসনের মধ্যে জিঙ্ক রয়েছে, যা ব্রণর সঙ্গে লড়াই করতে সাহায্য করে। এছাড়া সঠিক উপায়ে বেসনের ফেসপ্যাক ব্যবহার করলে, এটি ব্রণর দাগছোপও দূর করে দেয়। এতে ত্বকের উজ্জ্বলতাও বাড়ে।

3 / 8
ব্রণর দাগের পাশাপাশি ত্বক থেকে ট্যান তুলতেও সহায়ক বেসন। প্রতিদিন রোদে বেরোলে মুখে ট্যান পড়তে বাধ্য। যতই আপনি সানস্ক্রিন মাখুন বা ফুলহাতা পোশাক পরুন, সূর্যের অতিবেগুনি রশ্মির হাত থেকে ত্বককে সম্পূর্ণরূপে রক্ষা করা যায় না। 

ব্রণর দাগের পাশাপাশি ত্বক থেকে ট্যান তুলতেও সহায়ক বেসন। প্রতিদিন রোদে বেরোলে মুখে ট্যান পড়তে বাধ্য। যতই আপনি সানস্ক্রিন মাখুন বা ফুলহাতা পোশাক পরুন, সূর্যের অতিবেগুনি রশ্মির হাত থেকে ত্বককে সম্পূর্ণরূপে রক্ষা করা যায় না। 

4 / 8
তৈলাক্ত ত্বকের সমস্যাতেও আপনি বেসনের সাহায্য নিতে পারেন। বেসন ত্বকের জমে থাকা ময়লা, মরা কোষ পরিষ্কারের পাশাপাশি অতিরিক্ত তেলও পরিষ্কার করে দেয়। পাশাপাশি তেল নিঃসরণও নিয়ন্ত্রণে রাখে। 

তৈলাক্ত ত্বকের সমস্যাতেও আপনি বেসনের সাহায্য নিতে পারেন। বেসন ত্বকের জমে থাকা ময়লা, মরা কোষ পরিষ্কারের পাশাপাশি অতিরিক্ত তেলও পরিষ্কার করে দেয়। পাশাপাশি তেল নিঃসরণও নিয়ন্ত্রণে রাখে। 

5 / 8
ব্রণর দাগ তুলতে বেসনের সঙ্গে শসার রস ও মধু মিশিয়ে মুখে মাখুন। এই ফেসপ্যাক মুখের রোমকূপগুলো পরিষ্কার করবে এবং ব্রণর সমস্যা কমাবে। এই ফেসপ্যাক ট্যানও তুলতে সহায়ক। 

ব্রণর দাগ তুলতে বেসনের সঙ্গে শসার রস ও মধু মিশিয়ে মুখে মাখুন। এই ফেসপ্যাক মুখের রোমকূপগুলো পরিষ্কার করবে এবং ব্রণর সমস্যা কমাবে। এই ফেসপ্যাক ট্যানও তুলতে সহায়ক। 

6 / 8
ট্যান তুলতে বেসনের সঙ্গে লেবুর রস, দই আর হলুদ মিশিয়ে ত্বকে লাগান। ফেসপ্যাক শুকিয়ে গেলে ভিজে হাতে স্ক্রাব করে মুখ ধুয়ে ফেলুন। এটি ফেসপ্যাক রাতারাতি ত্বকের জেল্লা বাড়িয়ে তুলবে। পুজোর আগে দুর্দান্ত কাজ করবে এই ফেসপ্যাক। 

ট্যান তুলতে বেসনের সঙ্গে লেবুর রস, দই আর হলুদ মিশিয়ে ত্বকে লাগান। ফেসপ্যাক শুকিয়ে গেলে ভিজে হাতে স্ক্রাব করে মুখ ধুয়ে ফেলুন। এটি ফেসপ্যাক রাতারাতি ত্বকের জেল্লা বাড়িয়ে তুলবে। পুজোর আগে দুর্দান্ত কাজ করবে এই ফেসপ্যাক। 

7 / 8
বেসনের সঙ্গে কাঁচা দুধ মিশিয়েও মুখে লাগাতে পারেন। এটি ত্বককে যে কোনও ধরনের সংক্রমণের হাত থেকে রক্ষা করবে। পাশাপাশি এই ফেসপ্যাক ত্বকের বার্ধক্যও প্রতিরোধে সক্ষম। 

বেসনের সঙ্গে কাঁচা দুধ মিশিয়েও মুখে লাগাতে পারেন। এটি ত্বককে যে কোনও ধরনের সংক্রমণের হাত থেকে রক্ষা করবে। পাশাপাশি এই ফেসপ্যাক ত্বকের বার্ধক্যও প্রতিরোধে সক্ষম। 

8 / 8
Follow Us: