ত্বক ভাল রাখতে আর মুখশ্রী ধরে রাখতে অব্যর্থ পেঁয়াজ, কিন্তু পদ্ধতি জানেন কি?
Onion Beauty Tips: চুল ভাল রাখতে অনেকেই পেঁয়াজ ব্যবহার করেন। কিন্তু তা যে শুধু চুল নয়, ত্বকের জন্যও ভাল। সেটা জানতেন? ত্বক থেকে এর দাগ দূর করতে পারদর্শী পেঁয়াজ। তবে সেক্ষেত্রে গন্ধটাকে একটু সহ্য করতে হবে। আজকাল বেশিরভাগ মানুষই মুখের লাল দাগের সমস্যায় ভোগেন, এতে মুখের সৌন্দর্য কমে যায়। ত্বক থেকে এর দাগ দূর করা এত সহজ নয়। কিন্তু সেই কাজই সহজ করবে পেঁয়াজ।
Most Read Stories