সায়ম কৃষ্ণ দেব
Nov 09, 2024 | 4:37 PM
দুর্গা পুজোয় যদি কলকাতা জুড়ে প্যান্ডেল হপিং চলে তো জগদ্ধাত্রী পুজোর প্যান্ডেল হপিং মানেই হল চন্দননগর। সেখানকার পুজোর জাঁকজমক, মূর্তি আর আলোর খেলা দেখলে চোখ কপালে উঠে যায়। আপনিও কি এই বছর চন্দননগ্রে ঢুঁ মারবেন ভাবছেন?
ছোট্ট শহর হলেও, ভিড় হয় অনেক, তার উপর গলিগালার শেষ নেই। তাই সঠিক ম্যাপ না জানা থাকলে কিন্তু হারিয়ে যেতে পারেন। তার উপর হয়তো দেখা গেল ভাল ঠাকুর মিস করে গেলেন। তাই এই প্রতিবেদনে আপনাদের জন্য রইল চন্দননগরের ট্যুর গাইড।
জগদ্ধাত্রী পুজোর দর্শন শুরু করতে পারেন মানকুণ্ডু থেকে। মানকুণ্ডু স্টেশনে নেমে স্টেশন রোড ধরে সোজা জ্যোতির মোড় পর্যন্ত গেলেই দেখতে পাবেন সেরা কয়েকটি পুজো, যার মধ্যে অন্যতম মানকুণ্ডু স্পোর্টিং ক্লাব, নতুন পাড়া, পোস্ট অফিস গলি, চারাবাগান বালক সঙ্ঘ, নিয়োগীবাগান, সার্কাস মাঠ।
জ্যোতির মোড় থেকে ডান দিকে জি.টি রোড ধরে ভদ্রেশ্বরের দিকে হাঁটলেই পরপর দেখতে পাবেন তেমাথা ছুতোর পাড়া, বারাসত দক্ষিণ চন্দননগর, অরবিন্দ সঙ্ঘ, বারাসত চক্রবর্তী পাড়া, বারাসত ব্যানার্জি পাড়া, তেঁতুলতলা, বারাসত গেট-এর পুজো।
এ বার সোজা চলে আসুন চন্দননগর। জ্যোতি সিনেমা হল থেকে কাছেই দেখে নিন তেমাথা শিবমন্দিরের পুজো। যা 'রানিমা' নামেও পরিচিত। তার পরে জি.টি রোডে ফিরে সোজা এগিয়ে গেলে দেখতে পাবেন বেশ কয়েকটি নামকরা পুজো।
লিচুতলা, সাবিনাড়া, ডুপ্লেক্সপট্টি, কাপালিপাড়া সাহেববাগান, আদি হালদারপাড়া, হালদারপাড়া ষষ্ঠী তলা, পাদ্রীপাড়া কালীতলা, লালবাগান পাদ্রীপাড়া, লালবাগান চক পরপর দেখতে পাবেন এই স্থানে।
যদি হুগলি খাদিনা মোড় হয়ে জিটি রোড ধরে তালডাঙা মোড় পেরিয়ে চন্দননগরে ঢোকেন, তাহলে জি.টি রোড ধরে এগোলেই দেখতে পাবেন চাঁপাতলা, পঞ্চাননতলা, বোড় কালীতলা, চাউল পট্টি, লক্ষ্মীগঞ্জ বাজার।
চন্দননগর স্টেশন হয়ে গেলে চোখে পড়বে কোলপুকুর, বৌবাজার, কোলাবাজারের মতো অনেক নামকরা পুজো কমিটির উদযাপন। যদি তালডাঙার মোড় হয়ে পালপাড়ার দিকে এগিয়ে যান, তা হলে সেখানে দেখতে পাবেন বিবিরহাট, সন্তানসঙ্ঘ, বিদ্যালঙ্কারের মতো দারুণ দারুণ ঠাকুর।