গৃহস্থলীর অতি গুরুত্বপূর্ণ একটি জিনিস হল গ্যাস সিলিন্ডার। এটি ছাড়া রান্নাবান্না লাটে উঠবে যাকে বলে। তাই হেঁশেলে এর উপস্থিতি চাই-ই চাই। (ছবি:Pinterest)
অনকেসময়ই রান্না করতে-করতে হঠাৎ গ্যাস ফুরিয়ে যায়। তখন হাতের কাছে গ্যাস না থাকলে পড়তে হয় বিপাকে। তাই চাই এমন উপায় যার দ্বারা কতটা গ্যাস আছে তা বুঝে নিতে সুবিধা হবে। (ছবি:Pinterest)
তাহলে নতুন সিলিন্ডার জোগার করা সহজ হবে। একটা সহজ উপায় রয়েছে যা মানলে সিলিন্ডারে কতটা গ্যাস আছে তা বোঝা সম্ভব। (ছবি:Pinterest)
এক্ষেত্রে আপনার চাই একটি সুতির ভেজা কাপড়। একটি কাপড় নিয়ে তা জলে ভালো করে ডুবিয়ে নিন। এ বার এটি সিলিন্ডারের গায়ে জড়িয়ে রাখুন কিছুক্ষণ। (ছবি:Pinterest)
এরপর কাপড়টি সরিয়ে নিন। এবং লক্ষ্য করুন সিলিন্ডারের গায়ে কোনও পরিবর্তন হচ্ছে কি না। একটা পরিবর্তন লক্ষ্য করতে পারবেন। (ছবি:Pinterest)
দেখুন সিলিন্ডারের একটা অংশ ভিজে রয়েছে ও আর কিছুট জায়গা শুকিয়ে গিয়েছে। এর অর্থ কী জানেন? (ছবি:Pinterest)
এর অর্থ হল সিলিন্ডারের যে অংশটি ভিজে রয়েছে ততটা গ্যাস রয়েছে। এর কারণ কী? তা হল হল যে অংশে গ্যাস থাকে তা শুকোতে বেশি সময় নেয়। (ছবি:Pinterest)
শুধু তাই নয়, ওভেনের আগুনের রঙ দেখেও বোঝায় যায় কতটা গ্যাস রয়েছে। তবে এই পক্রিয়াটি খুব একটা কার্যকরী ও নির্ভরযোগ্য নয়। (ছবি:Pinterest)