পয়সা বাঁচবে ও ত্বক হলে চকচকে, হলুদ দিয়ে বাড়িতেই বানান টোনার
Turmeric Toner: প্রথমে জল গরম করে নিতে হবে। জলটা একটু ঠান্ডা হলে তাতে কাঁচা হলুদ ও অ্যালোভেরা দেল দিন। আর দেবেন এক চামচ গোলাপ জল ও সামান্য লেবুর রস। এ বার ভালো করে মিশ্রণটি গুলে একটা স্প্রে বোতলে ভরে রেখে দিন। টানা ১৫ দিন এই টোনার আপনি ব্যবহার করতে পারেন।
1 / 8
সুন্দর, ঝলমলে ত্বক পেতে তার যত্ন তো করতেই হবে। এই জন্য প্রতি দিন সিটিএম পদ্ধতি মেনে চলতেই হবে। কী এই সিটিএম?(ছবি:Pinterest)
2 / 8
সিটিএম হল ক্লিনজিং, টোনিং, ময়েশ্চারাইজিং। রোজ এই তিনটি কাজ করতেই হবে আপনাকে। তার জন্য যে সবসময় বাজারচলতি টোনার ব্যবহার করতে এমনটা নয়। (ছবি:Pinterest)
3 / 8
চাইলে বাড়িতেই বানিয়ে নিতে পারেন টোনার। এক্ষেত্রে আপনাকে সাহায্য করতে পারে হলুদ। আদিযুগ থেকে ত্বকের পরিচর্যায় ব্যবহার হয়ে আসছে হলুদ। (ছবি:Pinterest)
4 / 8
এতে উপস্থিত পুষ্টিগুণ ত্বকের জন্য ভীষণই ভালো। এতে প্রদারদোধী বৈশিষ্ট রয়েছে, যা ত্বকের যাবতীয় ক্ষত মেটাতে সাহায্য করে। (ছবি:Pinterest)
5 / 8
এ বার জেনে নিন হলুদ দিয়ে কীভাবে বানাবেন টোনার। এই টোনার বানাতে লাগবে কাঁচা হলুদ, অ্যালোভেরা জেল, গোলাপ জল, লেবুর রস। (ছবি:Pinterest)
6 / 8
প্রথমে জল গরম করে নিতে হবে। জলটা একটু ঠান্ডা হলে তাতে কাঁচা হলুদ ও অ্যালোভেরা দেল দিন। আর দেবেন এক চামচ গোলাপ জল ও সামান্য লেবুর রস। (ছবি:Pinterest)
7 / 8
এ বার ভালো করে মিশ্রণটি গুলে একটা স্প্রে বোতলে ভরে রেখে দিন। টানা ১৫ দিন এই টোনার আপনি ব্যবহার করতে পারেন। (ছবি:Pinterest)
8 / 8
প্রতিদিন পরিষ্কার জল দিয়ে মুখ ধোয়ার পর এই টোনার ব্যবহার করুন। ফল পাবেন হাতেনাতে। (ছবি:Pinterest)