পায়ের বেহাল দশা? টাকা বাঁচিয়ে কলা দিয়েই করে নিন পেডিকিওর

Pedicure at home:জানেন কি বাড়িতেই পার্লারের মতো পেডিকিওর করা সম্ভব? এতে টাকাও বাঁচবে আর ফলাফলও ভাল পাবেন। এ বার দেখে নিন বাড়িতে কীভাবে পেডিকিওর করবেন। কলা দিয়েই হয়ে যাবে এই পেডিকিওর।

| Updated on: Jan 04, 2024 | 12:16 PM
রূপচর্চার কথা মেয়েদের খুব একটা বলতে হয় না। মুখের যত্ন প্রায় কমবেশি সকলেই করেন। তবে হাত-পায়ের যত্নের ক্ষেত্রে অনেকেই একটু উদাসীন। (ছবি:Pinterest)

রূপচর্চার কথা মেয়েদের খুব একটা বলতে হয় না। মুখের যত্ন প্রায় কমবেশি সকলেই করেন। তবে হাত-পায়ের যত্নের ক্ষেত্রে অনেকেই একটু উদাসীন। (ছবি:Pinterest)

1 / 8
তাই দীর্ঘদিন অযত্নের ফলে পায়ের অবস্থা খারাপ হতে শুরু করে। তখন পার্লারে যাওয়া ছাড়া উপায় থাকে না। আর পার্লারে যাওয়া মানেই এক গাদা টাকা খরচ। (ছবি:Pinterest)

তাই দীর্ঘদিন অযত্নের ফলে পায়ের অবস্থা খারাপ হতে শুরু করে। তখন পার্লারে যাওয়া ছাড়া উপায় থাকে না। আর পার্লারে যাওয়া মানেই এক গাদা টাকা খরচ। (ছবি:Pinterest)

2 / 8
তাহলে উপায় কী? জানেন কি বাড়িতেই পার্লারের মতো পেডিকিওর করা সম্ভব? এতে টাকাও বাঁচবে আর ফলাফলও ভাল পাবেন। এ বার দেখে নিন বাড়িতে কীভাবে পেডিকিওর করবেন। (ছবি:Pinterest)

তাহলে উপায় কী? জানেন কি বাড়িতেই পার্লারের মতো পেডিকিওর করা সম্ভব? এতে টাকাও বাঁচবে আর ফলাফলও ভাল পাবেন। এ বার দেখে নিন বাড়িতে কীভাবে পেডিকিওর করবেন। (ছবি:Pinterest)

3 / 8
 কলা দিয়েই হয়ে যাবে এই পেডিকিওর। প্রথমে পা ধুয়ে পরিষ্কার করে নিন। এরপর একটা কলা ভাল করে ছাড়িয়ে খোসাটা আলাদা করে নিন। (ছবি:Pinterest)

কলা দিয়েই হয়ে যাবে এই পেডিকিওর। প্রথমে পা ধুয়ে পরিষ্কার করে নিন। এরপর একটা কলা ভাল করে ছাড়িয়ে খোসাটা আলাদা করে নিন। (ছবি:Pinterest)

4 / 8
এ বার খোসা দিয়ে পা ভাল করে ঘষে নিন। আপনার যদি গোড়ালি ফাটার সমস্যা থাকে তবে তা থেকে দ্রুত মুক্তি পাবেন। (ছবি:Pinterest)

এ বার খোসা দিয়ে পা ভাল করে ঘষে নিন। আপনার যদি গোড়ালি ফাটার সমস্যা থাকে তবে তা থেকে দ্রুত মুক্তি পাবেন। (ছবি:Pinterest)

5 / 8
এ ছাড়া কলার খোসার সঙ্গে বেকিং সোডা মেশালে আরও ভাল ফল পাবেন। কলার খোসার মধ্যে খানিকটা বেকিং সোডা মিশিয়ে নিন। এরপর তা দিয়ে পা ঘষে নিতে হবে। (ছবি:Pinterest)

এ ছাড়া কলার খোসার সঙ্গে বেকিং সোডা মেশালে আরও ভাল ফল পাবেন। কলার খোসার মধ্যে খানিকটা বেকিং সোডা মিশিয়ে নিন। এরপর তা দিয়ে পা ঘষে নিতে হবে। (ছবি:Pinterest)

6 / 8
কিছুক্ষণ রেখে দিন এইভাবে। তারপর গরম জল দিয়ে পা ধুয়ে নিন। এরপর তোয়ালে দিয়ে মুছে ময়েশ্চারাইজার লাগিয়ে নিলেই দেখবেন চকচক করছে আপনার পা। (ছবি:Pinterest)

কিছুক্ষণ রেখে দিন এইভাবে। তারপর গরম জল দিয়ে পা ধুয়ে নিন। এরপর তোয়ালে দিয়ে মুছে ময়েশ্চারাইজার লাগিয়ে নিলেই দেখবেন চকচক করছে আপনার পা। (ছবি:Pinterest)

7 / 8
মিক্সারে কলার খোসা, দই, মধু দিয়ে একটা পেস্ট বানিয়ে নিতে পারেন। এ বার এই পেস্টটি স্ক্রাবের মতো প্রয়োগ করুন পায়ে। কিছুক্ষণ রেখে ধুয়ে ফেলুন। (ছবি:Pinterest)

মিক্সারে কলার খোসা, দই, মধু দিয়ে একটা পেস্ট বানিয়ে নিতে পারেন। এ বার এই পেস্টটি স্ক্রাবের মতো প্রয়োগ করুন পায়ে। কিছুক্ষণ রেখে ধুয়ে ফেলুন। (ছবি:Pinterest)

8 / 8
Follow Us: