টাকা বাঁচিয়ে বাড়িতেই করে নিন ওয়াক্সিং, রইল উপায়

Jan 10, 2024 | 9:00 PM

Waxing At Home: এরপর কোনও মোটা কাপড়ের টুকরো বা ডেনিমের কাপড়ের টুকরো ছোট করে কেটে নিন। তারপর এই কাপড়ের টুকরো মিশ্রণের ওপর লাগিয়ে রোমের উল্টো দিকে আঙুল দিয়ে হালকা চাপ দিয়ে একটানে তুলে ফেলতে হবে। এতে লোম নির্মূল হবে। এরপর অ্যান্টিসেপটিক জেল বা বরফ কাপড়ে নিয়ে লাগাতে হবে।

1 / 8
অতিরিক্ত লোম অনেকসময় সৌন্দর্যের পথে বাধা হয়ে দাঁড়ায়। সবসময় নিয়ম করে পার্লারে গিয়ে ওয়াক্সিং করানোর সময় হয়ে ওঠে না। (ছবি:Pinterest)

অতিরিক্ত লোম অনেকসময় সৌন্দর্যের পথে বাধা হয়ে দাঁড়ায়। সবসময় নিয়ম করে পার্লারে গিয়ে ওয়াক্সিং করানোর সময় হয়ে ওঠে না। (ছবি:Pinterest)

2 / 8
ফলে গা-হাত পা ঢেকে যায় অবাঞ্ছিত লোমে। তবে উপায় আছে। যা মানলে আর পার্লারে যেতে হবে না। বাড়িতেই যখন ইচ্ছে ওয়াক্সিং করে নিতে পারবেন। (ছবি:Pinterest)

ফলে গা-হাত পা ঢেকে যায় অবাঞ্ছিত লোমে। তবে উপায় আছে। যা মানলে আর পার্লারে যেতে হবে না। বাড়িতেই যখন ইচ্ছে ওয়াক্সিং করে নিতে পারবেন। (ছবি:Pinterest)

3 / 8
প্রথমে একটি কাচের পাত্রে পরিমাণ মতো চিনি নিন। এবার ওই চিনিতে পাতিলেবুর রস মেশিয়ে নিন।  চিনিটা সম্পূর্ণভাবে ভিজে যাবে এমনভাবে পাতিলেবুর রসটা দিতে হবে। চিনি যাতে ডুবে না যায় তাও দেখতে হবে। (ছবি:Pinterest)

প্রথমে একটি কাচের পাত্রে পরিমাণ মতো চিনি নিন। এবার ওই চিনিতে পাতিলেবুর রস মেশিয়ে নিন। চিনিটা সম্পূর্ণভাবে ভিজে যাবে এমনভাবে পাতিলেবুর রসটা দিতে হবে। চিনি যাতে ডুবে না যায় তাও দেখতে হবে। (ছবি:Pinterest)

4 / 8
মিশ্রণটি এভাবে মিনিট দশেক রেখে দিন। এবার এই মিশ্রণটি একটি পাত্রে ঢেলে হালকা আঁচে বসান, এবং ক্রমাগত চামচ দিয়ে নাড়তে থাকুন।। এ বার জল ভর্তি কাচের গ্লাসে এক ফোঁটা করে করে ওই মিশ্রণ ফেলতে থাকুন,যাতে জ্বলে না যায়।(ছবি:Pinterest)

মিশ্রণটি এভাবে মিনিট দশেক রেখে দিন। এবার এই মিশ্রণটি একটি পাত্রে ঢেলে হালকা আঁচে বসান, এবং ক্রমাগত চামচ দিয়ে নাড়তে থাকুন।। এ বার জল ভর্তি কাচের গ্লাসে এক ফোঁটা করে করে ওই মিশ্রণ ফেলতে থাকুন,যাতে জ্বলে না যায়।(ছবি:Pinterest)

5 / 8
যেই মুহূর্তে এই মিশ্রণটি জলের নীচে থিতিয়ে পড়বে সেই মূহুর্তে বন্ধ করে দিন,ব্যায় আপনার ওয়াক্স তৈরি। এ বার আসা যাক কীভাবে ব্যবহার করবেন। (ছবি:Pinterest)

যেই মুহূর্তে এই মিশ্রণটি জলের নীচে থিতিয়ে পড়বে সেই মূহুর্তে বন্ধ করে দিন,ব্যায় আপনার ওয়াক্স তৈরি। এ বার আসা যাক কীভাবে ব্যবহার করবেন। (ছবি:Pinterest)

6 / 8
স্প্যাচুলার সাহায্যে লোমযুক্ত স্থানে লাগিয়ে নিন। অতিরিক্ত গরম অবস্থায় ব্যবহার করা যাবে না,হালকা গরম যা ত্বক সহ্য করতে পারে, সেই অবস্থায় ব্যবহার করতে হবে।(ছবি:Pinterest)

স্প্যাচুলার সাহায্যে লোমযুক্ত স্থানে লাগিয়ে নিন। অতিরিক্ত গরম অবস্থায় ব্যবহার করা যাবে না,হালকা গরম যা ত্বক সহ্য করতে পারে, সেই অবস্থায় ব্যবহার করতে হবে।(ছবি:Pinterest)

7 / 8
এরপর কোনও মোটা কাপড়ের  টুকরো বা ডেনিমের কাপড়ের টুকরো ছোট করে কেটে নিন। তারপর এই কাপড়ের টুকরো মিশ্রণের ওপর লাগিয়ে রোমের উল্টো দিকে আঙুল দিয়ে হালকা চাপ দিয়ে একটানে তুলে ফেলতে হবে। (ছবি:Pinterest)

এরপর কোনও মোটা কাপড়ের টুকরো বা ডেনিমের কাপড়ের টুকরো ছোট করে কেটে নিন। তারপর এই কাপড়ের টুকরো মিশ্রণের ওপর লাগিয়ে রোমের উল্টো দিকে আঙুল দিয়ে হালকা চাপ দিয়ে একটানে তুলে ফেলতে হবে। (ছবি:Pinterest)

8 / 8
এতে লোম নির্মূল হবে। এরপর অ্যান্টিসেপটিক জেল বা বরফ কাপড়ে নিয়ে লাগাতে হবে। যদি খুব স্পর্শকাতর ত্বক হয়,তাহলে  শুধু বরফ কাপড়ে নিয়ে ঘষে লাগালে উপকার মিলবে। (ছবি:Pinterest)

এতে লোম নির্মূল হবে। এরপর অ্যান্টিসেপটিক জেল বা বরফ কাপড়ে নিয়ে লাগাতে হবে। যদি খুব স্পর্শকাতর ত্বক হয়,তাহলে শুধু বরফ কাপড়ে নিয়ে ঘষে লাগালে উপকার মিলবে। (ছবি:Pinterest)

Next Photo Gallery